1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণভোটের দীর্ঘমেয়াদি প্রভাব

১২ ফেব্রুয়ারি ২০১৪

সুইজারল্যান্ডে সাম্প্রতিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অধিকার খর্ব করার পক্ষে রায় পড়েছে৷ ইইউ পাল্টা পদক্ষেপের হুমকি দিচ্ছে৷ এর ফলে সামগ্রিকভাবে ইউরোপীয় অর্থনীতির ক্ষতির আশঙ্কা করছে অনেক মহল৷

Symbolbild Schweiz EU Flagge
ছবি: picture-alliance/dpa

সুইস গণভোটের রায়ের ফলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে৷ কারণ সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ-র সঙ্গে সে দেশের বিশেষ চুক্তি রয়েছে৷ ফলে পণ্য, পরিষেবা ও কর্মীদের অবাধ চলাচলের ক্ষেত্রে এতকাল কার্যত তেমন কোনো পার্থক্য ছিল না৷ সুইস সরকার এই গণভোটের রায় কার্যকর করলে ইইউ নাগরিকরা আর ইচ্ছামতো সে দেশে বসবাস করতে পারবেন না৷

বলা বাহুল্য, ইইউ এমনটা মেনে নিতে পারছে না৷ পাল্টা পদক্ষেপের হুমকিও শোনা যাচ্ছে ব্রাসেলস থেকে৷ ইইউ যদি পণ্য ও পরিষেবার অবাধ চলাচলের উপর শর্ত চাপায়, সুইজারল্যান্ডের আমদানি-রপ্তানির উপরেও তার প্রভাব পড়তে পারে, প্রভাব পড়তে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির উপরেও৷ তবে রাতারাতি নয়, এই প্রবণতা ধীরে ধীরে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তার আগেই যদি রাজনৈতিক স্তরে এই সংকটের সমাধান করা সম্ভব হয়, তাহলে অবশ্য বিপদ এড়ানো সম্ভব হবে৷ প্রাথমিকভাবে সুইস মুদ্রা ফ্রাঁ ও সে দেশের পুঁজিবাজার চাঙ্গা হয়ে উঠেছিল৷ কিন্তু গোটা ইউরোপে এই রায় নিয়ে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷

এর ফলে ইউরো এলাকার নিজস্ব প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে৷ সুইস গণভোটের পর পুঁজিবাজারের প্রাথমিক প্রতিক্রিয়া ছাড়া আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা কম৷ স্থায়ীভাবে প্রবৃদ্ধির পথে ফেরার পথে ইউরোপের সামনে বড় সমস্যা হলো উদীয়মান অর্থনৈতিক শক্তিধর দেশগুলির দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি৷ এ সব দেশে যথেষ্ট চাহিদা না দেখা দিলে ইউরোপের রপ্তানি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জার্মান অর্থমন্ত্রী ভল্ফগাং শয়েবলে বলেছেন, প্রয়োজনে এই সব দেশের সহায়তা করা হবে৷ আগামী মাসে অস্ট্রেলিয়ায় জি-টোয়েন্টি দেশগুলির অর্থমন্ত্রীদের সম্মেলনে বিষয়টি আলোচিত হবে৷

এদিকে ইউরো এলাকায় ইনফ্লেশন বা মূল্যস্ফীতির বদলে ডিফ্লেশন বা পড়তি মূল্যের যে প্রবণতা দেখা যাচ্ছে, তার ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দুশ্চিন্তা প্রকাশ করেছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি ও শয়েবলে অবশ্য এর ফলে বিপদের কোনো আশঙ্কা দেখছেন না৷ সাময়িক সমস্যাগুলি সত্ত্বেও জার্মানি ইউরোপীয় ইউনিয়নের চুক্তির রদবদল করে আরও পারস্পরিক সমন্বয়ের উপর জোর দিয়ে চলেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ