1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুড়ঙ্গের শেষে আলো দেখছেন ম্যার্কেল

৫ মে ২০২১

জার্মান চ্যান্সেলর করোনা মহামারি অবসানের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন৷ জার্মানিতে পরিস্থিতি ধাপে ধাপে স্বাভাবিক করতে শনিবার থেকেই একটি আইন কার্যকর করতে পারে তার সরকার৷

Screenshot Videopodcast Bundeskanzlerin Merkel vom 1.5.2021
ছবি: Bundeskanzlerin.de

গত বছর করোনা সংকটের শুরু থেকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল যথেষ্ট দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, সে বিষয়ে তেমন সন্দেহ নেই৷ বার বার পরিস্থিতি সম্পর্কে প্রায় নিখুঁত পূর্বাভাষ থেকে শুরু করে বিজ্ঞানসম্মত যুক্তি তুলে ধরে কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রশংসা কুড়িয়েছেন তিনি৷ জার্মানির ফেডারেল কাঠামোর কারণে ইচ্ছামতো সিদ্ধান্ত নেবার ক্ষমতা চ্যান্সেলরের নেই৷ তাই ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ঐকমত্য গড়ে তুলে অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন ম্যার্কেল৷

সেই ম্যার্কেলই মঙ্গলবার করোনা সংকট অবসানের প্রশ্নে ‘সুড়ঙ্গের শেষে আলো' দেখার কথা বলেছেন৷ নিজের সংসদীয় দলের সদস্যদের সঙ্গে অনালাইন বৈঠকের সময়ে তিনি সতর্কতার সঙ্গে করোনা মহামারির সমাপ্তির সম্ভাবনা তুলে ধরেন৷ জার্মানিতে কমে চলা সংক্রমণের হার এবং হাসপাতালের আইসিইউ-র উপর চাপ কমার ফলে স্বস্তি প্রকাশ করেন৷ টিকাদান কর্মসূচির গতিও পরিস্থিতি স্বাভাবিক করতে অবদান রাখছে৷

মঙ্গলবারই ম্যার্কেলের মন্ত্রিসভা করোনা টিকাপ্রাপ্ত ও করোনাজয়ীদের জন্য একঝাঁক ছাড়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে৷ করোনা পরীক্ষায় নেতিবাচক ফল দেখালে বাকি মানুষও সেই সব ছাড় পাবেন৷ বৃহস্পতিবার সংসদের নিম্ন কক্ষে সেই আইনের খসড়া পেশ করা হতে পারে৷ শুক্রবারের মধ্যে অনুমোদন হয়ে গেলে শনিবার থেকেই আইনটি কার্যকর হতে পারে৷ বিচারমন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট বলেন, এই পদক্ষেপের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার পথ প্রশস্ত হবে৷ উল্লেখ্য, নতুন আইন কার্যকর হলে জার্মানির প্রায় এক কোটি মানুষের জন্য কড়া বিধিনিয়মের ক্ষেত্রে বেশ কিছু ছাড় পাবেন৷ তাদের আর লকডাউনের অনেক নিয়ম মানতে হবে না৷ মানুষের সঙ্গে দেখাসাক্ষাতে বাধা থেকে শুরু করে রাতে কারফিউয়ের নিয়ম থেকে রেহাই পাবেন তারা৷ তবে বাকিদের সংক্রমণের আশঙ্কা এড়াতে তাদেরও প্রকাশ্যে মাস্ক পরতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে৷

আশার আলো সত্ত্বেও তড়িঘড়ি করে কোনো বেপরোয়া পদক্ষেপ নিতে নারাজ জার্মানির সরকার৷ যেমন রেস্তোরাঁ, বার, ক্যাফে ও হোটেল এখনই খোলা হচ্ছে না৷ মে এবং জুন মাসে যথেষ্ট অগ্রগতি ঘটলে তখন বিধিনিয়ম আরও শিথিল করার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন শিবিরের সংসদীয় দলের নেতা রাল্ফ ব্রিংকহাউস৷ অতীতে এমন ছাড় দেবার ফলে সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় নতুন করে করা লকডাউন চালু করতে হয়েছিল৷ এমন বিপর্যয় এড়াতে জার্মানি তাই সতর্কতার সঙ্গে এগোতে চায়৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ