সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ সুদানের সেনা বাহিনী একাজ করেছে। কিন্তু সেনার অভিযোগ, বিদ্রোহী আরএসএফ এর সঙ্গে জড়িত।
বিজ্ঞাপন
সোমবার সংযুক্ত আরব আমিরাতের তরফে অভিযোগ করা হয়, সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। রাষ্ট্রদূত অবশ্য সুরক্ষিত আছেন।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পিছনে সুদানের সেনা বাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তুলে আমিরাত। কিন্তু সেনা বাহিনীর বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহী আরএসএফ। দীর্ঘদিন ধরে এই আরএসএফ-কে আমিরাত মদত দিচ্ছে বলেও অভিযোগ করেছে সেনা বাহিনী।
সুদানে মানবিক সংকট
সুদানে একবছর ধরে সামরিক বাহিনীর সঙ্গে একটি আধা-সামরিক বাহিনীর যুদ্ধ চলছে৷ এতে মারাত্মক সংকটে পড়েছে সেদেশের মানুষ৷
ছবি: Gueipeur Denis Sassou/AFP
দ্বন্দ্ব
২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশির এবং ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাতে একসঙ্গে কাজ করা দুটি সামরিক বাহিনী গত একবছর ধরে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত আছে৷ এর মধ্যে একটি জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন বাহিনী, যেটিকে মূলত দেশটির মূল সামরিক বাহিনী হিসেবে ধরা হয়৷ অন্যটি মোহামেদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধা-সামরিক বাহিনী ‘ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস’ আরএসএফ৷
ছবি: ohamed Khidir/Xinhua/picture alliance
খাদ্য নিরাপত্তাহীনতা
সুদানের জনসংখ্যা প্রায় পাঁচ কোটি৷ এর মধ্যে প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে ক্ষুধা পর্যবেক্ষণ করা সংস্থা আইপিসি৷ এর মধ্যে প্রায় ৪৯ লাখ মানুষ জরুরি স্তরের ক্ষুধায় ভুগছেন৷ এই স্তরটি দুর্ভিক্ষের চেয়ে এক স্তর নীচে৷
ছবি: Mohamed Khidir/Xinhua/picture alliance
সবচেয়ে অসহায় যারা
নারী ও মেয়েরা সবচেয়ে অসহায় অবস্থায় আছে, কারণ তারা সাধারণত পরিবারের সবার খাওয়ার পর খান৷ ফলে তারা আরও কম খাবার পান৷
ছবি: JOK SOLOMUN/REUTERS
গৃহহীনের সংখ্যা
এক বছর আগে সংঘাত শুরু হওয়ার পর ৮৬ লাখের বেশি মানুষকে তাদের ঘর ছেড়ে পালাতে হয়েছে৷ দারফুরসহ অন্যান্য সংকটের কারণে আরও প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন অবস্থায় আছে৷
ছবি: LUIS TATO/AFP
প্রতিবেশী দেশে আশ্রয়
নিরাপদ থাকতে ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ২০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশ মিশর, চাড ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছেন৷ অল্প কিছু মানুষ ইথিওপিয়া ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও চলে গেছেন৷
ছবি: Marie-Helena Laurent/WFP/AP/picture alliance
সংকটে স্বাস্থ্যসেবা
এক কোটি ১০ লাখের বেশি মানুষের জরুরি স্বাস্থ্য সহায়তা প্রয়োজন৷ কিন্তু সংঘাতপূর্ণ এলাকার ৭০ শতাংশের বেশি স্বাস্থ্য অবকাঠামো বন্ধ বা আংশিক খোলা আছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে৷
ছবি: DW
ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা
যুদ্ধের কারণে প্রায় দুই কোটি শিশুর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ সেভ দ্য চিলড্রেন বলছে, প্রায় এক কোটি শিশু গত একবছরে যুদ্ধ হচ্ছে এমন এলাকায় বাস করেছে৷
ছবি: ASHRAF SHAZLY/AFP
সহায়তা ও প্রাপ্তি
চলতি বছর সুদানের জন্য ২.৭ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে ত্রাণ সংস্থাগুলো৷ এখন পর্যন্ত ছয় শতাংশের কম সহায়তা পাওয়া গেছে৷ এদিকে, প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়া সুদানিদের জন্য ১.৪ বিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা৷
ছবি: Ibrahim Mohammed Ishak/REUTERS
8 ছবি1 | 8
উল্লেখ্য, গত ১৭ মাস ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনা বাহিনীরই একটি অংশ আরএসএফ সরকার এবং সেনা প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। আশপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে যে কোনো মুহূর্তে সুদানে বড়সড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
সুদান পরিস্থিতি
গত জানুয়ারি মাসে জাতিসংঘ জানিয়েছিল, আমিরাত যে আরএসএফ-কে সাহায্য করছে এমন প্রমাণ তাদের হাতে আছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল, চাদ সীমান্ত দিয়ে আরএসএফ-এর কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে আমিরাত।
সে কথা স্মরণ করিয়ে দিয়ে এদিন সুদানের সেনা একটি বিবৃতি দিয়েছে। যাতে বলা হয়েছে, আরএসএফ-কে মদত দিয়েছে আমিরাত। আজ সেই আরএসএফ-ই তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে। সেনা কখনোই একাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
আমিরাত অবশ্য তাদের বিবৃতিতে এই ঘটনার জন্য সরাসরি সুদানের সেনা বাহিনীকেই দায়ী করেছে।