1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে নিহতের সংখ্যা বেড়ে ৬০

৫ জুন ২০১৯

সামরিক সরকারের সদরদপ্তরের সামনে এপ্রিল থেকে চলছে সরকারবিরোধী বিক্ষোভ৷ সোমবার আন্দোলনকারীদের সেখান থেকে সরাতে গুলি চালায় পুলিশ৷ এ হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ এখন পর্যন্ত ৬০ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

BG Sudan Proteste
ছবি: Getty Images/AFP/E. Hamid

সুদানে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকার উৎখাতের পর থেকেই ক্ষমতায় রয়েছে সামরিক পরিষদ৷ তখন থেকে চলছে বিক্ষোভ৷ কিন্তু এতোদিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও সোমবার পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত৷

বুধবার থেকে রাজধানী খারটৌমের পথে নেমেছে সেনা, শহরজুড়ে থমথমে পরিবেশ৷

কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের  পর গত এপ্রিল মাসে ওমর আল-বশিরকে উৎখাত করে সামরিক বাহিনী৷ নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার কথা জানায় সামরিক পরিষদ৷

কিন্তু সুদানের সাধারণ মানুষের ধারণা, এই পরিষদ আল-বশিরের মতোই ক্ষমতা হস্তান্তর না করে নিজেরাই ক্ষমতায় থেকে যাবে৷

বিক্ষোভে নেতৃত্বদানকারী সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে৷

বিভক্ত জাতিসংঘ

যুক্তরাজ্য ও জার্মানির নেতৃত্বে মঙ্গলবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ কিন্তু সুদানে চলমান পরিস্থিতি নিয়ে একমত হতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো৷

শেষ পর্যন্ত গুলি চালানোর ঘটনার নিন্দা জানিয়ে এবং সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেয়া হলেও তার বিরোধীতা করে চীন ও রাশিয়া৷ চীন এই বিবৃতির বক্তব্যের কিছু অংশের সঙ্গে একমত হয়নি৷ আফ্রিকান ইউনিয়নের নেয়া পদক্ষেপের জন্য অপেক্ষা করার পক্ষে ছিল রাশিয়া৷

এসএস/এডিকে (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ