সামরিক সরকারের সদরদপ্তরের সামনে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে৷সোমবার তাদের সেখান থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা করা হলে পুলিশের গুলিতে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন বলে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে৷
বিজ্ঞাপন
সুদানে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকার উৎখাতের পর ক্ষমতা নিয়েছে একটি সামরিক পরিষদ৷ তখন থেকেই চলছে এই বিক্ষোভ৷
আরবি ভাষার কয়েকটি টেলিভিশন চ্যানেলে গুলির শব্দ শুনে বিক্ষোভকারীদের ছোটাছুটি করতে দেখা গেছে৷ আহতদের সেখান থেকে সরিয়ে নেয়ার ছবিও দেখা গেছে৷
সুদানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ইরফান সিদ্দিক জানিয়েছেন, তিনি তাঁর বাসা থেকে ‘প্রচণ্ড গোলাগুলির' শব্দ শুনেছেন৷
এদিকে, সোমবারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ‘সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন'৷ এই সংস্থাটিই সামরিক নিয়ন্ত্রণ থেকে দেশের ক্ষমতা বেসামরিক হাতে ফিরে আসার দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল৷
কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের পর গত ১১ এপ্রিল ওমর আল-বশির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী৷ তারপর নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার কথা জানায় সামরিক পরিষদ৷
কিন্তু সুদানের অনেকে মনে করছেন, এই পরিষদ ওমর আল-বশিরের মতোই ক্ষমতা হস্তান্তর না করে ক্ষমতায় থেকে যাবে৷ ওমর আল-বশির প্রায় ৩০ বছর প্রেসিডেন্ট ছিলেন৷
এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে সম্প্রতি বিক্ষোভকারীদের নেতা ও সামরিক পরিষদের মধ্যে একটি বৈঠক হয়৷ তবে সেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাঁরা৷
জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)
যেসব দেশে পানি সংকট ভয়াবহ
বিশ্বের অর্ধেকের বেশি মানুষ পানিসংকটে ভুগছে৷ জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে এই সংকট চরম রূপ ধারণ করবে৷ ছবিঘরে দেখে নিন কোন দেশগুলোতে পানি সংকট সবচেয়ে বেশি৷
ছবি: Fatoumata Diabate
শুকিয়ে যাচ্ছে পানি
পোল্যান্ডের কাটোভিৎসে জলবায়ু সম্মেলন চলছে৷ সেখানে বিশ্বব্যাপী পানি সংকট অন্যতম আলোচনার বিষয়৷ বিশ্বব্যাপী দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং কৃষিকাজে পানির অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gonzales
নাইজার
আফ্রিকার দেশ নাইজারের জনসংখ্যা দুই কোটির মতো৷ এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ বিশুদ্ধ পানীয় জল পায় না৷ সেখানে প্রতি ১০ জনের মধ্যে একজন শৌচাগার ব্যবহারের সুবিধা পায়৷ দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের বাকি দেশগুলোর চেয়ে দ্রুত৷ গড়ে প্রতি নারী ৭ সন্তানের জন্ম দেয়৷ প্রতি বছর নাইজারে ডাইরিয়ায় মারা যায় অন্তত ১২ হাজার শিশু৷
ছবি: Fatoumata Diabate
পাকিস্তান
পাকিস্তানের শতকরা ১০ ভাগ মানুষের কাছে বিশুদ্ধ পানি নেই৷ ভূগর্ভস্থ পানির মাত্রা দিন দিন কমছে দেশটিতে৷ ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পাকিস্তানে প্রতি ব্যক্তির মাথাপিছু পানির পরিমাণ ছিল ৫ হাজার ঘনমিটার, যা কমে গিয়ে এক হাজার ঘনমিটারে দাঁড়িয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Ali
সোমালিয়া
সোমালিয়ায় পানি সংকটের প্রধান কারণ ভয়াবহ খরা, যা কয়েক বছর ধরে চরম রূপ নিয়েছে৷ এতে কৃষিকাজ এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়েছে৷ দেশের মাত্র ৪৫ শতাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছায়৷ এর ফলে সেখানে পানিবাহিত রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে৷
ছবি: Reuters/Z. Bensemra
সুদান
সুদানের জনসংখ্যা ৪ কোটি ৩০ লাখ৷ ঘরের কাজে ব্যবহারের জন্য সেখানে মাত্র ২ শতাংশ পানি ব্যবহার করতে পারে মানুষ৷ সুদানে বেশিরভাগ পানি আসে ইথিওপিয়া থেকে৷ তাই পানি পেতে হলে জলবায়ু পরিবর্তনের পাশপাশি তাদের ইথিওপিয়ার সরকারের সঙ্গেও লড়তে হয়৷