সুদানে সংঘর্ষবিরতির মেয়াদ আরো ৭২ ঘণ্টা বাড়ালো সেনা ও আধা সামরিক বাহিনী। আরো বেশি মানুষ সুদান ছাড়ছেন।
বিজ্ঞাপন
সেনাপ্রধান বুরহান জানিয়েছিলেন, তারা সংঘর্ষবিরতির মেয়াদ বাড়াতে চান, যদি অন্যপক্ষ রাজি হয়। অন্যপক্ষ মানে আধা সামরিক বাহিনী। পরে আধা সামরিক বাহিনীর তরফ থেকে জানিয়ে দেয়া হয়, আস্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় স্তরে অনুরোধের পর তারা সংঘর্ষবিরতির মেয়াদ আরো ৭২ ঘন্টা বাড়াতে রাজি। সেনাও এই প্রস্তাবে রাজি হয়।
সংঘর্ষবিরতির মেয়াদ আরো ৭২ ঘণ্টা বাড়াতে দুই পক্ষই রাজি হলেও সুদানে সংঘর্ষ চলছে। রোববার মধ্যরাতে যে ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতি শেষ হয়েছে, তার মধ্যেও সেনা ও আধা সামরিক বাহিনী লড়াই করে গেছে। বিমান-হামলা হয়েছে। গোলাবর্ষণও।
রয়টার্স জানাচ্ছে, শনিবার রাতে খার্তুম শহরের মাঝখানে প্রবল লড়াই হয়েছে। তবে রোববার সকাল থেকে পরিস্থিতি শান্ত ছিল। সেনার তরফ থেকে দাবি করা হয়েছে, তারা খার্তুমের পশ্চিমে একটি আধা সামরিক বাহিনীর কনভয়কে ধ্বংস করেছে। আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের উপর গোলা মারা হচ্ছে, বিমান হামলাও চলছে।
সুদান ছাড়ছেন বিদেশিরা
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ- এর যুদ্ধে আপাতত ৭২ ঘণ্টার বিরতি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যতায় যুদ্ধরত দুই পক্ষ বিরতিতে রাজি হওয়ায় দ্রুত বিদেশিদের সরিয়ে নেয়া হচ্ছে৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Saudi Ministry of Defense/REUTERS
জিবুতিতে স্পেনের নাগরিকদের অপেক্ষা
নয় দিন আগে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়৷ এতে এ পর্যন্ত অন্তত ৪২০ জন নিহত হয়েছে৷ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধরত দুই পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলে সুদান থেকে বিদেশিদের সরানো শুরু হয়৷ ছবিতে জিবুতি বিমানবন্দরে স্পেনের নাগরিকরা৷ সুদান থেকে কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন তারা৷
ছবি: Spanish Defence Ministry/REUTERS
প্রস্থানের অপেক্ষায় ফরাসি সৈন্যরা
ফরাসি সেনাবাহিনীর সদস্যরাও সুদান ছাড়ছেন৷ ছবিতে জিবুতিতে ফ্রান্সের সামরিক ঘাঁটি থেকে দেশে ফেরার অপেক্ষায় ফরাসি সেনাসদস্যরা৷
ছবি: Laure-Anne MAUCORPS/Armee de l'air et de l'Espace/Etat-major des armees/REUTERS
সহায়তায় সৌদি নৌবাহিনী
সৌদি নৌবাহিনীর জাহাজে পোর্ট সুদানে পৌঁছেছেন একদল বিদেশি৷ এক শিশুকে কোলে করে জাহাজ থেকে নামিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন সৌদি আরবের রয়েল নেভির সদস্যরা৷
ছবি: Saudi Ministry of Defense/REUTERS
জেদ্দা সমুদ্রবন্দরে ব্যস্ততা
অনেক বিদেশি সুদান থেকে সৌদি আরব হয়ে যার যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন৷ ওপরের ছবিতে এইমাত্র জেদ্দা সমুদ্র বন্দরে পৌঁছানো এক বিদেশিনীকে অভ্যর্থনা জানাচ্ছেন সৌদি রয়েল নেভির সদস্যরা৷
ছবি: Saudi Press Agency/REUTERS
উদ্ধার তৎপরতায় স্পেনের সামরিক বিমান
কূটনীতিক এবং সাধারণ নাগরিকদের খুব তাড়াতাড়ি সুদান থেকে সরিয়ে নিয়েছে স্পেন সরকার৷ ছবিতে সুদানের রাজধানী খার্তুমে স্পেনের সেনাবাহিনীর বিমান ও গাড়ির বহর৷
ছবি: Spanish Defence Ministry/REUTERS
ইতালীয়রাও সুদান ছেড়েছেন
ইটালির নাগরিকদের সুদান থেকে সরিয়ে নিতে এসেছে ইটালির বিমানবাহিনীর সি১৩০ এয়ারক্রাফট৷ সেই বিমানে গাদাগাদি করেই খার্তুম ছাড়ছেন ইটালির নাগরিকরা৷
ছবি: Ministero della Difesa/REUTERS
জর্দানের নাগরিকদের স্বদেশে ফেরার আনন্দ
২৪ এপ্রিল সুদান থেকে আম্মানের সামরিক বিমানবন্দরে পৌছান জর্দানের এই নাগরিকরা৷ জর্দান বিমান বাহিনীর ঘাঁটিতে পা রেখে স্বদেশে ফেরাকে এভাবেই স্মরণীয় করে রাখেন তারা৷
ছবি: Alaa Al Sukhni/REUTERS
জিবুতিতে ফরাসী নাগরিকরা
জিবুতিতে পৌঁছেছেন ফরাসি নাগরিকরা৷ ফরাসি সামরিক ঘাঁটিতে ফরাসি বিমান বাহিনীর বিমানেই নিয়ে আসা হয়েছে তাদের৷
ছবি: Etat-major des armees/REUTERS
8 ছবি1 | 8
সুদানে এই নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষবিরতিতে একমত হলো দুই পক্ষ। কিন্তু সেই সংঘর্ষবিরতির মধ্যেই দুই পক্ষ একে অন্যকে আক্রমণ করেছে।
সুদানের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সংঘর্ষে পাঁচশ মানুষ মারা গেছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ।
মানুষ পালাচ্ছে
সুদান ছেড়ে পালাচ্ছে মানুষ। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংগঠন জানিয়েছে, ছয় হাজার মানুষ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলে গেছেন। প্রতিবেশী দেশ চাদে গেছেন ২০ হাজার মানুষ। সুদানে ৭৫ হাজার মানুষ ঘরছাড়া। যারা সুদান ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিচ্ছেন, তাদের মধ্যে ৭০ শতাংশ নারী।
জাতিসংঘের দূত
জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস সুদানে মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে বিশেষ দূত পাঠিয়েছেন। মার্টিন গ্রিফিথকে অবিলম্বে সুদান যেতে বলেছেন তিনি।
জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে. যে গতিতে সুদানের পরিস্থিতি খারাপ হচ্ছে, তাতে তারা রীতিমতো উদ্বিগ্ন।