সুদানের দারফুরে মাসালিট সম্প্রদায়ের ওপর হামলা করল প্রায় পাঁচশ সশস্ত্র ব্যক্তি। তারা অন্ততপক্ষে ৬০ জনকে হত্যা করেছে। লুটপাট করেছে। বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
জাতিসংঘ জানিয়েছে, সুদানের দারফুর অঞ্চলে মাসতেরি শহরে হানা দেয় পাঁচশ সশস্ত্র ব্যক্তি। কো-অর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)-এর অফিস থেকে জানানো হয়েছে, আক্রমণকারীরা নির্বিচারে গুলি চালায়। বাজারের একাংশ সহ বহু বাড়িতে আগুন ধরায় এবং লুটপাট করে।
জাতিসংঘের বিবৃতি অনুসারে, গত এক সপ্তাহ ধরে এই ধরনের একাধিক আক্রমণ হয়েছে। বেশ কিছু গ্রাম আক্রান্ত হয়েছে। বাড়িতে আগুন ধরানো হয়েছে। এর ফলে লোকে উদ্বাস্তু হচ্ছেন। চাষের কাজে ক্ষতি হচ্ছে। প্রচুর লোক তাঁদের জীবিকা হারাচ্ছেন। তাই এখানে আরো মানবিক সাহায্য দরকার।
এই আক্রমণের পরেই প্রায় পাঁচশ জন স্থানীয় মানুষ বাড়তি নিরাপত্তার দাবিতে বিক্ষোভ জানান। তাঁরা বলেন, যতক্ষণ তাঁদের বাড়তি নিরাপত্তা দেওয়া না হচ্ছে, ততক্ষণ তাঁরা মৃতদেহগুলি কবরে দেবেন না।
২০১৯: বিক্ষোভের বছর
জাতিগত বৈষম্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তন রোধের দাবি নিয়ে এবছর সারা বিশ্বের লাখো মানুষ বিক্ষোভ করেছেন৷ ভারত থেকে হংকং বা ইরাক থেকে সুদান, দাবি আদায়ে পুরো সাল জুড়েই রাস্তায় গণআন্দোলন চলেছে৷
ছবি: picture-alliance/Pacific Press/S. Sen
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ
বছরের শেষ দিকে এসে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পুরো ভারতে বিক্ষোভের আগুন জ্বলছে৷ ধর্মীয় বৈষম্যপূর্ণ ওই আইনের বিরুদ্ধে সব ধর্মের লোকজন একত্রিত হয়ে আন্দোলন করছেন, এক সপ্তাতেই ঝরেছে অন্তত ২৩ প্রাণ৷
ছবি: Reuters/D. Sissiqui
বিশ্ববিদ্যালয়ে হামলা
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলে পুলিশ পাল্টা আঘাত করে; ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে৷
ছবি: Reuters/A. Abidi
হংকংয়ের স্থিতিশীলতায় ধাক্কা
চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে জুন থেকে হংকংয়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা এখন স্বায়ত্তশাসিত এ অঞ্চলের স্বাধিকার আন্দোলনে পরিণত হয়েছে৷ গণদাবির মুখে সেপ্টেম্বরেই বিলটি বাতিল করা হলেও আন্দোলন থামেনি৷
ছবি: Reuters/T. Peter
নির্বাচনেও প্রভাব
হংকংয়ের স্বাধিকার আন্দোলনে লাখো মানুষ সড়কে নেমে বিক্ষোভ করছে৷ এ আন্দোলন সাধারণ মানুষের মধ্যে এতটাই সাড়া ফেলেছে যে নভেম্বরে এশিয়ার গুরুত্বপূর্ণ এই বাণিজ্য নগরীর স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থিরা বিশাল জয় পেয়েছেন৷
ছবি: Reuters/T. Siu
আবারও উত্তপ্ত হচ্ছে ইরাক
সাবেক স্বৈরশাসক সাদ্দামের আমল থেকেও ‘খারাপ সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছেন ইরাকিরা৷ দুর্নীতি, বেকারত্ব, সরকারের উপর ইরানের প্রভাব ইত্যাদি নানা অভিযোগ নিয়ে অক্টোবর থেকে সাধারণ মানুষ সড়কে নেমে বিক্ষোভ করছে৷ বিক্ষোভ দমনে সরকারের নৃংসতায় এরই মধ্যে ৪৬০ মানুষ নিহত এবং ২৫ হাজার মানুষ আহত হয়েছেন৷
ছবি: Reuters/A. Jadallah
বৈরুতে সংহতির মুষ্টি
জ্বালানি ও তামাক পণ্যের উপর বাড়তি করারোপ এবং ইন্টারনেট ব্যবহারের উপর বিধিনিষেধের বিরুদ্ধে লেবাননের রাজধানী বৈরুতে অক্টোবরে যে আন্দোলন শুরু হয় তা থামাতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সাদ হারিরি৷ কিন্তু পদ থেকে সরে গেলেও হারিরি ক্ষমতার কেন্দ্রে থেকে যাওয়ায় বিক্ষোভ চলছে৷
ছবি: Reuters/A. M. Casares
ইরানে জ্বালানি তেল নিয়ে বিক্ষোভ
বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরানের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে নভেম্বর থেকে দেশটিতে জ্বালানি তেলের উপর রেশনিং শুরু হয়, পেট্রোলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে৷ যার বিরুদ্ধে ২১টি নগরীতে সহিংস বিক্ষোভ হয়৷ বিক্ষোভে হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের৷
ছবি: Getty Images/AFP
ক্ষমতার লড়াই
এপ্রিলে সুদানের ক্ষমতা থেকে ওমর আল-বশিরকে উৎখাতের পর থেকেই দেশটির সেনাবাহিনী ও গণতন্ত্রপন্থিদের মধ্যে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার লড়াই চলছে৷ যাতে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/AP
রঙিন বিক্ষোভ
চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে উদ্বেগ এবং আরো উন্নত স্বাস্থ্যসেবা, অবসর ভাতা এবং শিক্ষা ব্যবস্থার দাবিতে দুই মাস আগে চিলিতে বিক্ষোভ শুরু হয়৷ তবে বিক্ষোভে এখনো নৃশংসতার খবর পাওয়া যায়নি৷
ছবি: Reuters/I. Alvarado
স্বাধীনতার লড়াই
স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল বার্সেলোনা বহুদিন ধরেই স্বাধীনতা চাইছে৷ স্বাধীনতা প্রশ্নে গণভোটের আয়োজন হলেও কেন্দ্র সরকারের কঠোর হস্তক্ষেপে তা ভণ্ডুল হয়ে যায়৷ মাদ্রিদ সরকারের দমনের বিরুদ্ধে কাতালুনিয়ায় বিক্ষোভ তাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে৷
ছবি: REUTERS/J. Nazca
10 ছবি1 | 10
গত সপ্তাহে সশস্ত্র বাহিনীর হাতে বাচ্চা সহ ২০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রমণকারীরা চাষের জমিতে কাজ করা মানুষের ওপর আক্রমণ শানিয়েছিল। সুদানের প্রধানমন্ত্রী তখন জানান, সরকার এই চাযের সময় কৃষকদের বাঁচাতে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করবে। দারফুরের আক্রমণের পিছনেও একই কারণ ও গোষ্ঠীর হাত আছে বলে মনে করা হচ্ছে।
বেশ কয়েক বছর পর কৃষকদের ওপর এই ধরনের হামলা হচ্ছে। আফ্রিকার গোষ্ঠীগুলির সঙ্গে যাযাবর আরব গোষ্ঠী জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ছে।
সুদানে ২০১৯ সালে ব্যাপক প্রতিবাদের পর ওমর-আল-বশির ক্ষমতাচ্যুত হয়েছেন। এখন সেখানে একটা অন্তর্বর্তী সরকার আছে। তারা চরমপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনায় বসে দীর্ঘমেয়াদী শান্তি আনার চেষ্টা করছে। গণহত্যা ও অমানবিকতার অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। তাঁকে বিচারের জন্য আন্তর্জাতিক ক্রিমিনাল আদালত।