1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসুদান

সুদানে সামরিক-আধাসামরিক বাহিনীর সংঘাত, নিহত অর্ধশতাধিক

১৬ এপ্রিল ২০২৩

রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে আবারো সংঘাত ছড়িয়ে পড়েছে সুদানে। আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে সুদানের সেনাবাহিনী৷ যোদ্ধা ছাড়াও অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন৷

খার্তুম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে
খার্তুম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছেছবি: AFP

শনিবার সুদান আর্মড ফোর্সেস (এসএএফ) এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে৷ ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর হাসান আল বশিরকে ক্ষমতাচ্যুত করার পর এটি দুইপক্ষের মধ্যে প্রথম এমন বড় লড়াইয়ের ঘটনা৷

বার্তা সংস্থা রয়টার্স সুদানিজ ডক্টর্স ইউনিয়নের বরাতে জানিয়েছে, সেনা ছাড়াও সংঘাতে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন৷ আহত হয়েছেন প্রায় ৬০০ জন৷

শুধু রাজধানী খার্তুম নয়, নিয়ন্ত্রণ নিয়ে দুই বাহিনীর লড়াই ছড়িয়ে পড়েছে দেশের অন্য এলাকাগুলোতেও৷ দুই পক্ষই বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ দপ্তরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে৷ মানুষকে নিজেদের ঘরবাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে সামরিক বাহিনী৷

জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহানের নিয়ন্ত্রণে থাকা সেনা ইউনিট ও উপনেতা মোহামেদ হামদান দাগালোর আরএসএফ এর বাহিনীর মধ্যে ক্ষমতা নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল৷  

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস তাদের দুইজনের প্রতি অনতিবিলম্বে সংঘাত থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন৷

দীর্ঘদিন সুদানের ক্ষমতা দখলে রাখা ওমর আল বশিরকে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত করেন বুরহান৷ ১৮ মাস পর দ্বিতীয় ক্যু ঘটিয়ে দেশটির গণতান্ত্রিক রূপান্তর প্রচেষ্টার অবসান ঘটায় সামরিক বাহিনী ও আরএসএফ৷ কিন্তু আরএসএফকে নিয়মিত সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়ে বুরহান ও দাগালোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা এখন প্রকাশ্য সংঘাতে রূপ নিল৷

সামরিক বাহিনী তাদের ফেসবুক পেইজে আরএসএফকে বিদ্রোহী মিলিশিয়া এবং দাগালোকে ‘ওয়ান্টেড ক্রিমিনাল' বলে ঘোষণা দিয়েছে৷ বাহিনীটি বিলুপ্তির আগে কোন ধরনের আলোচনা করা হবে না বলেও জানিয়েছে তারা৷

এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে লড়াই শুরুর জন্য বুরহানকে দায়ী করেছেন দাগালো৷ তাকে ‘অপরাধী ও মিথ্যবাদি' বলে অভিহিত করেছেন তিনি৷

দুই পক্ষই বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ দপ্তরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেছবি: AFP

এদিকে আরএসএফ এক ভিডিওতে সরকারি সেনার পাশাপাশি ‘আত্মসমর্পণ করা' মিশরের সেনাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে৷ মিশরের সেনা বাহিনী দাবি করেছে সুদানের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে তাদের সেনাসদস্যরা রয়েছেন৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের নিরাপত্তার বিষয়টি সমন্বয় করা হচ্ছে বলে শনিবার বিবৃতিতে জানিয়েছেন মিশরের এক সেনা মুখপাত্র৷

যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মিশর, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে শত্রুতা বন্ধে দুই পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন৷ সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে নেয়া সমঝোতা মেনে চলতে সুদানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত৷

এফএস/এডিসি (এপি, এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ