1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে সামরিক সরকার ও বিক্ষোভকারীদের আলোচনা বাতিল

২২ এপ্রিল ২০১৯

দীর্ঘ প্রতিবাদের মুখে তিন দশক পর অবশেষে ক্ষমতাচ্যুত হলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির৷ দেশে গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে পথে নামা জনতা বর্তমানে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের সাথে সংলাপও বন্ধ রেখেছে৷

Sudan, Khartoum: Sitzblockade vor dem Verteidigungsministerium
ছবি: picture-alliance/AA/M. Hjaj

সুদানে গণতান্ত্রিক নির্বাচনের দাবিতে এখনো রাস্তায় আন্দোলন করছেন সাধারণ মানুষ৷ অন্যদিকে অন্তর্বর্তীকালীন সামরিক সরকার জানিয়েছে যে, এখনই নির্বাচন করা যাবে না৷ এর ফলে, আন্দোলনকারীরা আরো জোরদার আন্দোলনের আভাস দিচ্ছেন৷

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে একটি সভায় জনতার পক্ষে প্রতিবাদী জনতার প্রতিনিধি মোহামেদ আল আমিদ জানান, অন্তর্বর্তীকালীন সামরিক সরকারের সাথে সব রকমের সংলাপ তাঁরা বাতিল করেছেন৷

শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে তাঁরা দেখছেন ক্ষমতাচ্যুত আল-বশিরের সরকারের প্রতিরূপ হিসেবে৷ সুতরাং, যতদিন না দেশ পরিচালনার ক্ষমতা নাগরিক কাউন্সিলের হাতে তুলে দেওয়া হয়, ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা, জানিয়েছেন আল আমিদ৷

প্রস্তাবের অপেক্ষায় সামরিক সরকার

সুদানে ক্ষমতা বর্তমানে সামরিক বাহিনীর হাতে৷ নতুন সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান রবিবার জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই তাঁরা আন্দোলনরতদের দাবির উত্তর দেবেন৷ সব রাজনৈতিক গোষ্ঠীর মতামতকে মাথায় রেখে একটি নাগরিক কাউন্সিল গঠনের কথা বিবেচনায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

আল বুরহান আরো জানান, প্রতিবাদী জনতার কাছে কাউন্সিল সদস্যদের প্রস্তাবিত নামের তালিকা তাঁরা চেয়েছেন৷ কিন্তু নাগরিক কাউন্সিলে যাতে একজন সেনা প্রতিনিধি থাকে, সেই বিষয়টির ওপরও জোর দিয়েছেন তিনি৷

এদিকে, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বিক্ষোভরতদের একাংশ এখনো সন্দিহান৷

বিক্ষোভে নেতৃত্ব দেয়া সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশন মনে করে, এই  সামরিক সরকারের সাথে ক্ষমতাচ্যুত  আল বশিরের সরকারের খুব একটা পার্থক্য নেই৷

এসএস/এসিবি (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ