জাতিসংঘের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সুদান সংঘর্ষ এখনই বন্ধ না হলে আট লাখেরও বেশি মানুষ পালাতে বাধ্য হবেন।
বিজ্ঞাপন
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার প্রধান ফিলিপো গ্র্যান্ডি যে রিপোর্ট প্রকাশ করেছেন, তা ভয়াবহ। তিনি জানিয়েছেন, এখনো পর্যন্ত অন্তত ৭৫ হাজার নাগরিক দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের অনেকেরই মাথার উপর ছাদ নেই। সব ছেড়ে তারা পালিয়েছেন। এভাবে চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যে সুদানের আট লাখ নাগরিক পালাতে বাধ্য হবেন। ফলে সংঘর্ষ এখনই থামানো দরকার।
কিন্তু সংঘর্ষ থামার কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। সুদান সেনাবাহিনীর দুই সর্বোচ্চ অফিসারের মধ্যে এই লড়াই তৃতীয় সপ্তাহে পৌঁছেছে। কে দেশের ক্ষমতা দখল করবেন, তা নিয়ে চলছে লড়াই। আর প্রাণ যাচ্ছে বেসামরিক মানুষের।
সুদান ছাড়ছেন বিদেশিরা
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ- এর যুদ্ধে আপাতত ৭২ ঘণ্টার বিরতি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যতায় যুদ্ধরত দুই পক্ষ বিরতিতে রাজি হওয়ায় দ্রুত বিদেশিদের সরিয়ে নেয়া হচ্ছে৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Saudi Ministry of Defense/REUTERS
জিবুতিতে স্পেনের নাগরিকদের অপেক্ষা
নয় দিন আগে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়৷ এতে এ পর্যন্ত অন্তত ৪২০ জন নিহত হয়েছে৷ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধরত দুই পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলে সুদান থেকে বিদেশিদের সরানো শুরু হয়৷ ছবিতে জিবুতি বিমানবন্দরে স্পেনের নাগরিকরা৷ সুদান থেকে কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন তারা৷
ছবি: Spanish Defence Ministry/REUTERS
প্রস্থানের অপেক্ষায় ফরাসি সৈন্যরা
ফরাসি সেনাবাহিনীর সদস্যরাও সুদান ছাড়ছেন৷ ছবিতে জিবুতিতে ফ্রান্সের সামরিক ঘাঁটি থেকে দেশে ফেরার অপেক্ষায় ফরাসি সেনাসদস্যরা৷
ছবি: Laure-Anne MAUCORPS/Armee de l'air et de l'Espace/Etat-major des armees/REUTERS
সহায়তায় সৌদি নৌবাহিনী
সৌদি নৌবাহিনীর জাহাজে পোর্ট সুদানে পৌঁছেছেন একদল বিদেশি৷ এক শিশুকে কোলে করে জাহাজ থেকে নামিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন সৌদি আরবের রয়েল নেভির সদস্যরা৷
ছবি: Saudi Ministry of Defense/REUTERS
জেদ্দা সমুদ্রবন্দরে ব্যস্ততা
অনেক বিদেশি সুদান থেকে সৌদি আরব হয়ে যার যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন৷ ওপরের ছবিতে এইমাত্র জেদ্দা সমুদ্র বন্দরে পৌঁছানো এক বিদেশিনীকে অভ্যর্থনা জানাচ্ছেন সৌদি রয়েল নেভির সদস্যরা৷
ছবি: Saudi Press Agency/REUTERS
উদ্ধার তৎপরতায় স্পেনের সামরিক বিমান
কূটনীতিক এবং সাধারণ নাগরিকদের খুব তাড়াতাড়ি সুদান থেকে সরিয়ে নিয়েছে স্পেন সরকার৷ ছবিতে সুদানের রাজধানী খার্তুমে স্পেনের সেনাবাহিনীর বিমান ও গাড়ির বহর৷
ছবি: Spanish Defence Ministry/REUTERS
ইতালীয়রাও সুদান ছেড়েছেন
ইটালির নাগরিকদের সুদান থেকে সরিয়ে নিতে এসেছে ইটালির বিমানবাহিনীর সি১৩০ এয়ারক্রাফট৷ সেই বিমানে গাদাগাদি করেই খার্তুম ছাড়ছেন ইটালির নাগরিকরা৷
ছবি: Ministero della Difesa/REUTERS
জর্দানের নাগরিকদের স্বদেশে ফেরার আনন্দ
২৪ এপ্রিল সুদান থেকে আম্মানের সামরিক বিমানবন্দরে পৌছান জর্দানের এই নাগরিকরা৷ জর্দান বিমান বাহিনীর ঘাঁটিতে পা রেখে স্বদেশে ফেরাকে এভাবেই স্মরণীয় করে রাখেন তারা৷
ছবি: Alaa Al Sukhni/REUTERS
জিবুতিতে ফরাসী নাগরিকরা
জিবুতিতে পৌঁছেছেন ফরাসি নাগরিকরা৷ ফরাসি সামরিক ঘাঁটিতে ফরাসি বিমান বাহিনীর বিমানেই নিয়ে আসা হয়েছে তাদের৷
ছবি: Etat-major des armees/REUTERS
8 ছবি1 | 8
সুদান সেনার প্রধান বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মেদ হামদান দাগালো লড়াই করছেন। দুইজনেই দেশের প্রধান হতে চান। গত তিন সপ্তাহের লড়াইয়ে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আহত কয়েক হাজার। ৫০ হাজার মানুষ সীমান্ত পার করেছেন। ৭৫ হাজার মানুষ দেশের ভিতরেই স্থানান্তরিত হয়েছেন।
লড়াই চলছে খার্তুমে। জাতিসংঘের মধ্যস্থতায় সেখানে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। কিন্তু সংঘর্ষ বন্ধ হয়নি। বিমান হামলা, মর্টার হামলা লাগাতার চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এরইমধ্যে রাশিয়া বিমান পাঠিয়ে ২০০ জনকে উদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে। রাশিয়ার প্রশাসন বিবৃতি দিয়ে একথা জানিয়েছে। সৌদি আরব লোহিত সাগরে জাহাজ পাঠিয়ে ২১২ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে অ্যামেরিকা এবং ইউরোপের বেশ কিছু নাগরিক আছেন। এর আগেও সৌদি আরব উদ্ধারকাজ চালিয়েছিল। এখনো পর্যন্ত তারা প্রায় ৫০০ জনকে সুদান থেকে উদ্ধার করেছে।