1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদিন ফেরাতে মরিয়া ম্যান ইউ

২৪ জুলাই ২০১৪

সুদিন ফেরাতে এড উডফোর্ড সত্যিই এবার মরিয়া৷ ম্যানচেস্টার ইউনাইটেডের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, এ মৌসুমে ম্যান ইউকে শীর্ষে ফেরাতে প্রয়োজনে ট্রান্সফার মার্কেটে নতুন রেকর্ড গড়তেও তিনি প্রস্তুত৷

Bayern München vs. Manchester United Champions League Viertelfinale 09.04.2014
ছবি: Reuters

ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকে ম্যান ইউর সাফল্যের গ্রাফটা নিম্নগামী৷ ইংল্যান্ডের ইতিহাসের সফলতম এই ক্লাব গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ের কাছাকাছিই যেতে পারেনি৷ ২০ বারের চ্যাম্পিয়নরা হয়েছে সপ্তম৷ প্রত্যাশিতভাবেই চাকরি হারান কোচ ডেভিড ময়েস৷ রায়ান গিগসকে অন্তর্বর্তীকালীন কোচ বানিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি৷ তাই নতুন মৌসুমে নতুন কোচ ফান খাল-এর হাত ধরে আবার পুরোনো, অর্থাৎ সাফল্যের পথে ফিরতে চায় ম্যান ইউ৷

স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকে ম্যান ইউর সাফল্যের গ্রাফটা নিম্নগামীছবি: Getty Images/Shaun Botterill/ALLSPORT

তা করতে সবার আগে পুরো দলকে ঢেলে সাজানো দরকার৷ চাই নতুন নতুন তারকা খেলোয়াড়৷ দায়িত্ব নিয়েই ক্লাব কর্তৃপক্ষকে সে কথা বলে দিয়েছিলেন ফান খাল৷ তাতে বোধহয় কাজ হয়েছে৷ বুধবার সংবাদ মাধ্যমকে ম্যান ইউ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন, নতুন নতুন খেলোয়াড় নিয়ে দলকে আবার শক্তিশালী করতে ম্যান ইউ প্রয়োজনে ট্র্যান্সফার মার্কেটে রেকর্ড গড়বে৷ তিনি বলেন,‘‘ম্যানেজার (ফান খাল) দলে এমন কোনো খেলোয়াড় চান যে সত্যিকার অর্থেই হবে ম্যান ইউ-এর তারকা৷ এমন খেলোয়াড় আনার সামর্থ্য আমাদের আছে৷''

ইতিমধ্যে খেলোয়াড়দের দল বদলের বাজার গরম করেছে কয়েকটি খবর৷ ফ্রান্সের মোনাকো ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রডরিগেস৷ এর আগে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ৷ ম্যান ইউ ৬৫ মিলিয়ন ডলার খরচ করে ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের লেফট ব্যাক লুক শ এবং স্প্যানিশ মিডফিল্ডার আন্দার এরেরাকে৷ জার্মানির সেন্টার ব্যাক মাটস হুমেল, বেলজিয়ামের ডিফেন্ডার টোমাস ফেরমালেন এবং নেদারল্যান্ডসের ডেলি ব্লাইন্ড, স্টেফান ডি ভ্রিজ আর কেভিন স্ট্রুটমানকে নেয়ারও চেষ্টা চলছে৷ শেষ পর্যন্ত ম্যান ইউ কেমন দল গড়ে সেটাই এখন দেখার বিষয়৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ