1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সুনীলের মতো সাহিত্যিকের কোনো মৃত্যু নেই’

২৩ অক্টোবর ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশেও শোকের ছায়া৷ সাহিত্যিকরা বলছেন, সুনীল বঙালির হৃদয়ে বেঁচে থাকেবন তাঁর লেখনী দিয়ে৷ এছাড়া, এই কথা সাহিত্যিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী৷

ছবি: cc-by-Ragib Hasan

বরেণ্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নাড়ির টান ছিল বাংলাদেশের সঙ্গে৷ জন্ম বাংলাদেশের ফরিদপুরে, ১৯৩৪ সালের ৭ই সেপ্টেম্বর৷ বাংলাদেশ সব সময় ছিল তাঁর ভাবনায়, তাঁর আবেগে, তাঁর সাহিত্যে৷ তাই বাংলাদেশ আর ভারতের যৌথ বিষয়ে তিনি কথা বলেছেন সব সময়৷ অকপটে৷ তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যে টানাপড়েন, তাতেও সরব হয়েছিলেন তিনি৷ জানিয়েছেন তাঁর মতামত৷

সুনীলকে সব সময় বাংলাদেশের কবি, সাহিত্যিক আর পাঠকরা দেখেছেন ‘আমাদের সুনীল' হিসেবে৷ তাই তাঁর কবিতা, উপন্যাস বাংলাদেশেও সমান জনপ্রিয়৷ এই দেশে তিনি বার বার এসেছেন৷ এসেছেন তাঁর পিতৃভূমিতে৷ অমর একুশে বইমেলায় সুনীলের উপস্থিতি ছিল অবধারিত৷ তাঁর কবিতা ‘কেউ কথা রাখেনি' এ দেশের মানুষের মুখে মুখে৷ এটি আজ প্রবাদে পরিণত হয়েছে৷ সুনীলের ঘনিষ্ঠদের একজন বাংলাদেশের কথা সাহিত্যিক আনিসুল হক বললেন বাংলা সাহিত্যে তাঁর অবদান অপরসীম৷

তরুণ লেখকদের সঙ্গে সস্ত্রীক সুনীল গঙ্গোপাধ্যায়...ছবি: DW/Supriyo Bandyopadhyay

বাংলাদেশের অনেক সাহিত্যেকের ওপর আছে সুনীলের লেখার প্রভাব৷ তা তাঁরা স্বীকারও করেন৷ কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বললেন, সুনীলের লেখা আত্মস্থ করেই তিনি সাহিত্যিক হয়ে উঠেছেন৷ তিনি বলেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো সাহিত্যিকের কোনো মৃত্যু নেই৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ প্রধানমন্ত্রী তাঁর শোক বার্তায় বলেছেন, বাংলা সহিত্যে সুনীলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷ তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য এবং ভাষার অপূরণীয় ক্ষতি হয়েছে৷ এদিকে বাংলাদেশের কবি, সাহিত্যিক এবং পাঠকরা সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন৷ শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনেও৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ