1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সুনীল ছিলেন দুই বাংলার সেতুপুরুষ’

২৩ অক্টোবর ২০১২

সুনীল গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের বন্ধু, সতীর্থ কবি অলোকরঞ্জন দাশগুপ্ত৷ জার্মানিতে বসে দুঃসংবাদ পেয়ে তিনিও মর্মাহত৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি সুনীলের নানা দিক তুলে ধরলেন৷

ছবি: cc-by-sa-Biswarup Ganguly

শুধু সাহিত্যিক হিসেবেই নয়, সুনীল গঙ্গোপাধ্যায় ও অলোকরঞ্জন দাশগুপ্তর সম্পর্কের ভীত আরও অনেক গভীর৷ মঙ্গলবার জার্মানির দক্ষিণে হির্শব্যার্গ-এ নিজের বাসভবনে অলোকরঞ্জন বললেন, ‘‘সুনীল কোনো শূন্যতা রেখে গেলেন না৷ কারণ সাহিত্যের সমস্ত শাখায় তাঁর যে প্রবর্তনা এবং সঞ্চার, এর তুলনা পাওয়া ভার৷'' তাঁর সৃষ্টির আস্বাদন করতে এই প্রজন্মের অনেক সময় লেগে যাবে বলে মনে করেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত৷

অলোকরঞ্জন দাশগুপ্তছবি: DW

দুই বাংলা তথা সমগ্র বাঙালি জাতির মধ্যে যোগসূত্র রচনার ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়ের অবদান সম্পর্কে কবি অলোকরঞ্জন বললেন, ‘‘বাংলাদেশিরা – বিশেষ করে যাঁরা বাংলাদেশের বাইরে রয়েছেন, তাঁরা তাঁকে আঁকড়ে ধরেছিলেন কবচের মতন৷ যেন তিনি এসে মাঝে মাঝে পৌরোহিত্য না করলে বাঙালির আত্মপরিচয়ের জায়গাটা চূর্ণ হয়ে যাবে৷ সুনীল ছিলেন দুই বাংলার সেতুপুরুষ৷''

Interview Alokeranjan Dasgupta - MP3-Mono

This browser does not support the audio element.

বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্পর্কেও অনেক ভাবনাচিন্তা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়৷ বিশেষ করে ইংরাজি ভাষায় ভারতীয় লেখকদের বেড়ে চলা পরিচিতির পরিপ্রেক্ষিতে তিনি অলোকরঞ্জন দাশগুপ্তকে বলেছিলেন, দুই বাংলার বিশাল পাঠক মহলের কাছে সমাদর পেলেই তা হবে বাংলা সাহিত্যের যথেষ্ট প্রাপ্তি৷ মানদণ্ডের বিচারে তা মোটেই কম নয়!

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ