1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরবনে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে আশঙ্কা

৩১ জানুয়ারি ২০১২

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হলো রবিবার৷ কিন্তু সুন্দরবন রক্ষার্থে রামপালে সেটা না করে অন্য কোনো জায়গায় করতে সরকারকে অনুরোধ জানিয়েছেন দেশের ১২ জন বিশিষ্ট নাগরিক৷

হুমকির মুখে সুন্দরবনছবি: Fotolia/lamio

বিবৃতিতে স্বাক্ষরকারী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রামপাল উপজেলাকে নির্বাচিত করায় তারা অত্যন্ত উদ্বিগ্ন৷ কেননা এতে বিশ্ব ঐতিহ্যের ধারক পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং এর আশেপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য হুমকির সম্মুখীন হবে৷ টিআইবি কর্মকর্তা বলেন, সরকারের বন বিভাগও লিখিতভাবে এতে উদ্বেগ প্রকাশ করেছে৷

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরিবেশ দূষণের আশঙ্কা অমূলক নয়ছবি: PA/dpa

কিন্তু চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, প্রকল্প বাস্তবায়নে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে৷ ফলে পরিবেশ দূষণের বিষয়টি নিয়ন্ত্রণে থাকবে৷ এ প্রসঙ্গে ড. ইফতেখার বলেন, ‘‘অর্থমন্ত্রী যে প্রযুক্তির কথা বলছেন সেটা ব্যবহার করে কীভাবে এবং কতটুকু দূষণ কমানো সম্ভব, সেই তথ্য জনগণকে জানাতে হবে৷ এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, সরকারের কাছেও নেই৷ তিনি একটা রাজনৈতিক বিবৃতি দিয়েছেন৷''

বিশিষ্টজনদের বিবৃতি প্রসঙ্গে সরকার কী বলছে? টিআইবি কর্মকর্তা বলেন, ‘‘এ ব্যাপারে সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নি৷ তবে গণমাধ্যমের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে, তারা আমাদের বক্তব্য যৌক্তিক নয় বলে মন্তব্য করেছে৷ কিন্তু সরকার কিসের ভিত্তিতে এমন বক্তব্য দিল সেটা আমাদের কাছে পরিষ্কার নয়৷''

সব বিরোধিতা উপেক্ষা করে সরকার যদি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ভবিষ্যতে আরও কীভাবে প্রতিবাদ জানানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে বলে জানান এই টিআইবি কর্মকর্তা৷

প্রতিবাদ: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ