বাংলাদেশের পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন সম্প্রতি জানিয়েছেন, সুন্দরবনে একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
বিজ্ঞাপন
এ ধরনের প্লাস্টিক ইতিমধ্যে বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি করেছে বলে জানান তিনি৷
সরকারি বনরক্ষক আবু নাসের মোহসিন হোসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘পর্যটকরা বনে যাওয়ার সময় প্লাস্টিকের পানির বোতল, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের খাবার প্লেট, সফট ড্রিংকসের বোতল ও ক্যান নিয়ে যান৷'' এগুলো পরিষ্কার করা কঠিন বলে তিনি মন্তব্য করেন৷
সরকারি হিসেবে প্রতিবছর সুন্দরবনে প্রায় দুই লাখ পর্যটক যান৷ এছাড়া মাছ ধরতে জেলেরা আর মধু সংগ্রহকারীরা মাঝেমধ্যে বনে যান৷
পরিবেশবাদীরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক মনিরুল খান বলেন, ‘‘সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে৷'' তিনি বলেন, প্লাস্টিক দূষণের বিশালতা চোখে যতটা দেখা যায়, তার চেয়েও বেশি, কারণ, বন্যপ্রাণীরা অনেক সময় এসব প্লাস্টিক খেয়ে ফেলে৷
ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনের একটি অংশকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করে৷
সুন্দরবনের কাছে চালু হওয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রও সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য হুমকি বলে মনে করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মহাসচিব শরিফ জামিল৷ তিনি বলেন, ‘‘সরকারের উচিত বনের মধ্য দিয়ে যাওয়া নদী দিয়ে কয়লা পরিবহণ বন্ধ করা৷''
ভালো ফসলের আশায় সুন্দরবনে গরু-দৌড়
বর্ষা নামলেই ভারতের সুন্দরবনে হয় গরু-দৌড়। মানুষের আশা, গরু-দৌড়ের ফলে ভালো ফলন হবে, জমি উর্বর হবে।
ছবি: Satyajit Shaw/DW
মেরিগঞ্জের গরু-দৌড়
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জ। এখানে গত ২৯ বছর ধরে হয়ে আসছে গরু-দৌড়। উদ্যোক্তা টাটপাড়া তরুণ সংঘ। এই গরু-দৌড় উপলক্ষে গোটা গ্রাম উৎসবের চেহারা নেয়।
ছবি: Satyajit Shaw/DW
চাষের জমিতে দৌড়
এই গরু-দৌড় হয় চাষের জমিতে। মানুষের বিশ্বাস, গরু-দৌড়ের ফলে ফসল ভালো হবে। তাই বর্ষা নামতেই শুরু হয় এই প্রতিযোগিতা।
ছবি: Satyajit Shaw/DW
শুধু দৌড়ের জন্যই
এই দৌড়ে যেসব গরু অংশ নেয়, তাদের বিশেষভাবে তৈরি করেন মালিকরা। গরু পোষা হয় শুধু দৌড়ের জন্যই। এই গরু দিয়ে মাঠে লাঙল টানা হয় না। অন্য কাজেও ব্যবহার করা হয় না।
ছবি: Satyajit Shaw/DW
শতাধিক গরু
কুলতলির এই গ্রামে গরু-দৌড়ে অংশ নেয় একশর বেশি গরু। সেই গরুগুলিকে প্রথমে রাস্তার পাশে রাখা হয়।
ছবি: Satyajit Shaw/DW
গরু-স্নান
দৌড় শুরুর আগে গরুগুলিকে ভালো করে স্নান করানো হয়।
ছবি: Satyajit Shaw/DW
মই দিয়ে বাঁধা
এরপর দুইটি গরুকে একটি মই দিয়ে বাঁধা হয়। সব গরুকে একলাইনে দাঁড় করানো হয়।
ছবি: Satyajit Shaw/DW
শুরু গরু-দৌড়
জোড়া গরুগুলিকে একলাইনে দাঁড় করানোর পর শুরু হয় প্রতিযোগিতা। জলে ভরা ধানের খেতে গরুগুলিকে দৌড় করায় মালিকেরা। দৌড়ের সঙ্গে সঙ্গে উড়তে থাকে জল।
ছবি: Satyajit Shaw/DW
মালিকদের আপ্রাণ চেষ্টা
নিজেদের জোড়া গরু যাতে প্রতিযোগিতায় জেতে তার জন্য মালিকদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না।
ছবি: Satyajit Shaw/DW
মালিকদের লাভ
প্রতিযোগিতায় জিতলে টাকা পান মালিকেরা। প্রথম হলে ছয় হাজার টাকা। প্রথম পাঁচজন পুরস্কার পান। তবে এই গরু-দৌড়কে ঘিরে বেটিংও হয় বলে অভিযোগ।
ছবি: Satyajit Shaw/DW
প্রচুর দর্শক
গরু-দৌড় দেখতে প্রচুর দর্শক আসেন। তারা উত্তেজনার আঁচ অনুভব করেন পুরোমাত্রায়।
ছবি: Satyajit Shaw/DW
বাদ নেই বয়স্করাও
দর্শকদের মধ্যে থাকেন প্রচুর বয়স্ক মানুষ। এই এলাকার বিনোদনের এই সুযোগ তারা ছাড়তে চান না।
ছবি: Satyajit Shaw/DW
ক্যামেরায় ধরে রাখা
উত্তেজক গরু-দৌড় ক্যামেরায় ধরে রাখতে চান দর্শকরা। যেমন এই তরুণী গরু-দৌড়ের ছবি তোলার প্রস্তুতি নিচ্ছেন।
ছবি: Satyajit Shaw/DW
দিনভর চলে
সারা দিন ধরে চলে এই প্রতিযোগিতা। শেষে ক্লান্ত গরু নিয়ে ফিরে যান মালিকেরা।