1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরবনে বাঘ শুমারি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ মার্চ ২০১৩

সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য আগামী মাস থেকে শুরু হচ্ছে বাঘ শুমারি৷ আর এজন্য বন বিভাগ একটি বিস্তারিত পরিকল্পনা নিয়েছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন ওয়াইল্ড লাইফ কনজারভেটর ড. তপন কুমার দে৷

ছবি: AP

বন বিভাগের পুরনো হিসাব অনুযায়ী ৬,০০০ বর্গ কিলোমিটারের সুন্দরবনে এখন বাঘ আছে ৪৪০টি৷ তবে প্রতি বছরই বাঘ মারা পড়ছে৷ বাঘের পায়ের ছাপ ধরে পুরনো পদ্ধতিতে বাঘের শুমারি এখন আর গ্রহণযোগ্য নয়৷ তাই নতুন শুমারির প্রয়োজন দেখা দিয়েছে বলে মনে করেন বন বিভাগের ওয়াইল্ড লাইফ কনজারভেটর ড. তপন কুমার দে৷ তিনি জানান, এবার ক্যামেরা পদ্ধতিতে শুমারি করা হবে৷ তবে কত সময় লাগবে তা এখনই বলতে পারছেন না তিনি৷

২০১৭ সাল পর্যন্ত সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় একটি অ্যাকশন প্ল্যান আছে বন বিভাগের৷ এই প্রকল্পের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, এই শুমারি হলে সুন্দরবনের বাঘের প্রকৃত সংখ্যা জানা যাবে৷ ঘটবে বিভ্রান্তির অবসান৷ সুন্দরবনের বাঘ রক্ষায় নেয়া যাবে কার্যকর পদক্ষেপ৷

তিনি আরও জানান, সুন্দরবনের বাঘের সংখ্যা ৪৪০ বলা হলেও বাস্তবে অনেক কম৷ ২০০৪ সালে তিনি নিজেই ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শুমারি করে দেখেছেন৷ তাতে বাঘ পাওয়া গেছে ২০০৷

সুন্দরবনে নানা কারণে বাঘের সংখ্যা কমে আসছে৷ এর মধ্যে চোরাশিকারীদের তৎপরতা, বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রে পানির স্তর বেড়ে আবাসস্থল কমে যাওয়া, খাবারের অভাব এবং লোকালয় বেড়ে যাওয়া৷ অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, প্রতি বছর চোরাশিকারীদের হাতে গড়ে ৫টি বাঘ মারা পড়ে৷ তারা চামড়া আর হাড়ের জন্য বাঘ হত্যা করে৷ তাদের কারণেই হরিণের সংখ্যা কমে যাওয়ায় বাঘ খাবারের অভাবেও মারা যায়৷ একটি বাঘের বিচরণের জন্য বাংলাদেশের সুন্দরবনে গড়ে ২০ থেকে ৪০ বর্গ কিলোমিটার জায়গার প্রয়োজন হয়৷ বন উজাড় করার কারণে সেই বিচরণ এলাকা কমে যাচ্ছে৷ স্থানীয় লোকজন এবং জেলে ও কাঠুরিয়াদের উৎপাত তো আছেই৷

সারা পৃথিবীতে এখন ৪,০০০ বাঘ আছে বলে ধারণা করা হয়৷ তবে রাজকীয় রয়েল বেঙ্গল টাইগার আছে বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে৷ মনিরুল এইচ খান বলেন, ভারতের ৪,০০০ বর্গ কিলোমিটার ভারতের সুন্দরবনেও বাংলাদেশের সুন্দরবনের সম পরিমাণ বাঘ আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ