মিস আফ্রিকা ২০১৮ ঘোষিত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যায় কঙ্গোর সুন্দরী ডোরাকাস কাসিন্দের চুলে৷ মিস আফ্রিকা প্রতিযোগিতার মঞ্চে এমনটাই ঘটে এবং ভাইরাল হয় ভিডিওটি৷
বিজ্ঞাপন
মিস আফ্রিকা ২০১৮ ঘোষিত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যায় কঙ্গোর সুন্দরী ডোরাকাস কাসিন্দের চুলে৷ মিস আফ্রিকা প্রতিযোগিতার মঞ্চে এমনটাই ঘটে এবং ভাইরাল হয় ভিডিওটি৷
গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার ক্রস রিভার রাজ্যে মিস আফ্রিকা ২০১৮-এর মঞ্চে এ আগুন লাগার ঘটনা ঘটে৷ মঞ্চে তখন আরেক প্রতিযোগীর সঙ্গে ডোরাকাস৷ অপেক্ষায় ছিলেন নিজের নাম শোনার৷ নাম ঘোষিত হওয়ার পরপরই চারপাশে জ্বলে ওঠে আতশবাজির আলোকরাশি৷ তারই এক বিন্দু ডোরাকাসের চুলে আগুন ধরিয়ে দেয়৷ প্রথমে বুঝতে পারেননি ডোরাকাস৷ পাশে দাঁড়িয়ে থাকা প্রতিযোগী ও উপস্থাপকদের চিৎকারে টের পান কী ঘটেছে৷
একদমই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন তিনি৷ তবে একটি মহাদেশের সুন্দরী বলে কথা৷ সামলে নিতে বেশি একটা সময় নেননি৷ দর্শক সারি থেকে দুজন উঠে এসে কাপড় দিয়ে আগুন নিভিয়ে দেন৷
আগুন নিভে যাওয়ার পরপরই ডোরাকাস খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের মুকুট গ্রহণ করেন এবং অভিব্যক্তি জানান৷ যেন একটু আগে কিছুই ঘটেনি৷
নিজের অনুভূতি প্রকাশের সময় তিনি সবাইকে ধন্যবাদ জানান তাঁকে সুন্দরী বিবেচনা করে স্বীকৃ্তি দেওয়ার জন্য৷ সোশ্যাল মিডিয়ায় যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতিও কৃ্তজ্ঞতা প্রকাশ করেন তিনি৷ একই সঙ্গে দুর্ঘটনা থেকে রক্ষাকারীদের প্রতিও কৃ্তজ্ঞতা জানান ডোরাকাস৷
সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়ে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর এই সুন্দরী পাচ্ছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ ৩৫ হাজার মার্কিন ডলার৷
সুন্দরী প্রতিযোগিতাটি আফ্রিকার অনেক দেশের টেলিভিশনে লাইভ দেখাচ্ছিল৷ সেখান থেকে শুধু আগুন ধরে যাওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়ে৷
বিশ্ব কাঁপানো দশ সুন্দরীর কথা
সুন্দরের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম৷ তাই তালিকা তৈরি একটু কঠিন৷ আমরা এখানে যে সুন্দরীদের কথা বলছি, তাদের নেয়া হয়েছে অনলাইন রেটিং ওয়েবসাইট ‘আইএমডিবি’-র তালিকা থেকে৷
ছবি: picture-alliance/dpa
সেইলিন উডলি
মার্কিন অভিনেত্রী সেইলিন উডলি আছেন তালিকার এক নম্বরে৷ ২৪ বছর বয়সি এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি৷ তিনি ‘ডি বেস্টিমুং - ডাইভারজেন্ট’ ছবিতে অভিনয় করে আলোড়ন তুলেছেন৷
ছবি: Imago
জেনেফার লোপেজ
মার্কিন অভিনেত্রী জেনেফার লোপেজকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ তাঁর কদর অনেক৷ ‘আইএমডিবি’ তাঁকে উল্লেখ করেছে ‘আউট অফ সাইট’ এর অভিনেত্রী হিসেবে৷ লোপেজের বয়স এখন ৪৬ বছর৷
ছবি: picture-alliance/dpa
দীপিকা পাডুকোন
বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে৷ তাঁর অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ব্যাপক সাড়া জাগায়৷
ছবি: STRDEL/AFP/Getty Images
ক্যান্ডিস সোয়ানপয়েল
মডেল হিসেবে জগৎ জোড়া খ্যাতি তাঁর৷ ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ তিনি৷
ছবি: picture-alliance/dpa
এমা ওয়াটসন
তাঁকে চেনেন না এমন কেউ কি আছেন? একবার গোপনে ঢাকা ঘুরেও এসেছেন তিনি৷
ছবি: Imago/Cityfiles
গাল গেডোট
ইসরায়েলি অভিনেত্রী এবং মডেল গাল গেডোট রয়েছেন তালিকার ছয় নম্বরে৷ ২০০৪ সালে ‘মিস ইসরায়েল’ খেতাবজয়ী এই সুন্দরী আলোচনায় এসেছেন ‘ফাস্ট এন্ড ফিউরাস ৬’ ছবিতে অভিনয়ের মাধ্যমে৷
ছবি: Getty Images/H. Walker
টেইলর সুইফট
সঙ্গীত তারকা টেইলর সুইফট এখন গোটা বিশ্ব মাতাচ্ছেন তাঁর গান দিয়ে৷ ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি৷
ছবি: Getty Images/Kevork Djansezian
কেট আপটন
মডেল হিসেবে পরিচিত মুখ কেট আপটন৷ সম্প্রতি ‘গেমস অফ ওয়ার’ এর প্রচারণায় দেখা গেছে তাঁকে৷
ছবি: Getty Images
প্রিয়াঙ্কা চোপড়া
বাংলাদেশ, ভারতে এমন কাউকে পাওয়া যাবে কিনা সন্দেহ যিনি প্রিয়াঙ্কা চোপড়াকে চেনেন না৷ বলিউড এই তারকার নজর এখন পশ্চিমের দিকে৷ সংগীত শিল্পী হিসেবে ইতোমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রে৷
ছবি: Getty Images/AFP
শাকিরা
লাতিন পপ সংগীত শিল্পী শাকিরা এখনও সমান জনপ্রিয়৷ ‘আইএমডিবি’র তালিকায় দশ নম্বরে আছেন তিনি৷