1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরী উধাও!

১৯ নভেম্বর ২০১৪

‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বোনকে নিয়ে একটু আনন্দ করতে গিয়েছিলেন৷ আনন্দ করে আর বাড়িতে ফেরা হয়নি তাঁর৷ লন্ডনে অনুষ্ঠেয় এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগী মারিয়া হোসে আলভারাদো সেই থেকে উধাও৷

Maria Jose Alvarado Miss Honduras
ছবি: picture-alliance/dpa/EPA/STR

গত বৃহস্পতিবার থেকে হন্ডুরাসের ১৯ বছর বয়সি সুন্দরী মারিয়া হোসে আলভারাদোর কোনো খোঁজ নেই৷ অথচ ‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ২০শে নভেম্বরের মধ্যেই তাঁর লন্ডনে পৌঁছানোর কথা৷ বৃহস্পতিবার রাতে নিজের বোনকে নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন মারিয়া৷ রাতে পার্টি থেকে বেরিয়ে সেই বোনের সঙ্গেই এক গাড়িতে উঠতে দেখা গেছে তাঁকে৷ তারপর থেকে তাঁদের আর খোঁজ নেই৷

কী হয়েছে তাঁর? কোথায় গেলেন মারিয়া হোসে আলভারাদো? অন্য দেশ হলে হয়ত হাজার রকমের দুশ্চিন্তা হতো৷ কিন্তু দেশটা হন্ডুরাস বলে সবার মনে একটাই ভয় – অপহরণ করা হয়নি তো? শেষ পর্যন্ত মেরে ফেলা হবে না তো তাঁকে?

গত কয়েক বছরে রীতিমতো খুন-রাহাজানির দেশ হয়ে উঠেছে হণ্ডুরাস৷ মধ্য অ্যামেরিকার এই দেশে প্রতি এক লক্ষের মধ্যে ৯০ জন খুন হন৷ মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য হন্ডুরাস৷ যাঁকে-তাঁকে অপহরণ করা এবং অপহরণের পর খুন করে ফলা সে দেশে প্রায় নিত্য দিনের ঘটনা৷ স্বাভাবিক কারণেই ‘মিউ ওয়ার্ল্ড' প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মারিয়া হোসে আলভারাদোকে নিয়েও এখন দুশ্চিন্তার শেষ নেই৷

তাঁকে খুঁজে বের করার চেষ্টায় পুলিশের ব্যস্ততারও শেষ নেই৷ কিন্তু ১৩ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত মারিয়া এবং তাঁর বোনকে খুঁজে বের করা বা এমন অসময়ে তাঁদের লাপাত্তা হয়ে যাওয়ার রহস্য উন্মোচনে কোনো সাফল্য আসেনি৷ এ পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের একজন আবার মারিয়ার বোনের ‘বয়ফ্রেন্ড'৷ বুধবার পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ