‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে বোনকে নিয়ে একটু আনন্দ করতে গিয়েছিলেন৷ আনন্দ করে আর বাড়িতে ফেরা হয়নি তাঁর৷ লন্ডনে অনুষ্ঠেয় এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগী মারিয়া হোসে আলভারাদো সেই থেকে উধাও৷
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার থেকে হন্ডুরাসের ১৯ বছর বয়সি সুন্দরী মারিয়া হোসে আলভারাদোর কোনো খোঁজ নেই৷ অথচ ‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ২০শে নভেম্বরের মধ্যেই তাঁর লন্ডনে পৌঁছানোর কথা৷ বৃহস্পতিবার রাতে নিজের বোনকে নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন মারিয়া৷ রাতে পার্টি থেকে বেরিয়ে সেই বোনের সঙ্গেই এক গাড়িতে উঠতে দেখা গেছে তাঁকে৷ তারপর থেকে তাঁদের আর খোঁজ নেই৷
কী হয়েছে তাঁর? কোথায় গেলেন মারিয়া হোসে আলভারাদো? অন্য দেশ হলে হয়ত হাজার রকমের দুশ্চিন্তা হতো৷ কিন্তু দেশটা হন্ডুরাস বলে সবার মনে একটাই ভয় – অপহরণ করা হয়নি তো? শেষ পর্যন্ত মেরে ফেলা হবে না তো তাঁকে?
মিস ইন্ডিয়া, যারা অভিনেত্রী হিসেবে সফল
ভারতের জাতীয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া’ হাফ সেঞ্চুরি করছে ২০১৩ সালে৷ যারা জয়ী হয়েছেন তারা বিশ্বজুড়ে ভারতের প্রতিনিধিত্ব করেছেন৷
ছবি: picture alliance/AP Photo
‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’
ঐশ্বর্য রাই ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হন৷ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলা হয়৷ বর্তমানে তিনি নিজেকে একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন৷ এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের মডেলও হয়েছেন৷ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও তাঁকে প্রায়ই দেখা যায়৷
ছবি: AP
‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন
ভারতের পক্ষ থেকে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতেন বাঙালি তরুণী সুস্মিতা সেন৷ অবিবাহিত নারীদের সন্তান দত্তক নেয়ার বিষয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি৷ বর্তমানে সুস্মিতা সেন দত্তক নেয়া দুটি মেয়ে নিয়ে মুম্বইতে বাস করছেন৷
ছবি: picture-alliance/AP Photo
প্রিয়ংকা চোপড়া
২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হন প্রিয়ংকা চোপড়া৷ আগের বছরের বিজয়ী ভারতের আরেক সুন্দরী যুক্তা মুখী তাঁকে বিজয়ের মুকুট পরিয়ে দেন৷ প্রিয়ংকা এখন একজন সফল বলিউড অভিনেত্রী৷ এছাড়া গতবছর তাঁর একটি অ্যালবাম বেরিয়েছে যেটা ব্যবসায়িকভাবে বেশ সফল হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
জিনাত আমান
তিনি হলেন প্রথম ‘মিস ইন্ডিয়া’ যিনি তাঁর যৌনাবেদনময়ী অভিনয় দিয়ে বলিউডের চেহারা পাল্টে দিয়েছেন৷ ভারতীয় নারীদের পশ্চিমা পোশাকের প্রতি আগ্রহী করে তুলতে তিনি অবদান রেখেছেন৷
ছবি: Reuters
লারা দত্ত
সাবেক ‘মিস ইউনিভার্স’ লারা দত্ত এখন ব্যস্ত সেবামূলক কার্যক্রম নিয়ে৷ ছবিতে তাঁকে লেটুস পাতা দিয়ে তৈরি একটি পোশাক পরে আছেন৷ এর মাধ্যমে তিনি নিরামিষ ভোজন এর প্রচার চালিয়েছেন৷
ছবি: UNI
দিয়া মির্জা
২০০০ সালে ভারতীয় নারীরা তিনটি সুন্দরী প্রতিযোগিতা জেতে৷ ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়ংকা চোপড়া, ‘মিস ইউনিভার্স’ লারা দত্তের পর আরেক প্রতিযোগিতা জেতেন দিয়া মির্জা৷
ছবি: AP
সেলিনা জেটলি
২০০১ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় রানার আপ হন সেলিনা জেটলি৷ ২০০৯ সালে তিনি ভারতের প্রথম সমকামী ম্যাগাজিন ‘বম্বে দোস্ত’ এর প্রকাশনা শুরু করেন৷
ছবি: UNI
7 ছবি1 | 7
গত কয়েক বছরে রীতিমতো খুন-রাহাজানির দেশ হয়ে উঠেছে হণ্ডুরাস৷ মধ্য অ্যামেরিকার এই দেশে প্রতি এক লক্ষের মধ্যে ৯০ জন খুন হন৷ মাদক চোরাকারবারিদের স্বর্গরাজ্য হন্ডুরাস৷ যাঁকে-তাঁকে অপহরণ করা এবং অপহরণের পর খুন করে ফলা সে দেশে প্রায় নিত্য দিনের ঘটনা৷ স্বাভাবিক কারণেই ‘মিউ ওয়ার্ল্ড' প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী মারিয়া হোসে আলভারাদোকে নিয়েও এখন দুশ্চিন্তার শেষ নেই৷
তাঁকে খুঁজে বের করার চেষ্টায় পুলিশের ব্যস্ততারও শেষ নেই৷ কিন্তু ১৩ই নভেম্বর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত মারিয়া এবং তাঁর বোনকে খুঁজে বের করা বা এমন অসময়ে তাঁদের লাপাত্তা হয়ে যাওয়ার রহস্য উন্মোচনে কোনো সাফল্য আসেনি৷ এ পর্যন্ত দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তারকৃতদের একজন আবার মারিয়ার বোনের ‘বয়ফ্রেন্ড'৷ বুধবার পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ৷