1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরী ক্লিওপেট্রা আবার আসছে, তবে...

১৬ অক্টোবর ২০১০

আবারো ক্লিওপেট্রা৷ তবে এবার এই নামের সঙ্গে যোগ হয়েছেন হাল আমলের আলোচিত নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি৷ গুঞ্জন উঠেছে রুপালি পর্দায় আবারো নতুন করে দেখা যাবে ক্লিওপেট্রাকে, তবে এবার ত্রিমাত্রিক বা থ্রিডিতে৷ পরিচালক জেমস ক্যামেরন৷

Actress Elizabeth Taylor appears on the set of the movie "Cleopatra
লিজ টেইলর অভিনীত ক্লিওপেট্রাছবি: AP

অ্যাকশন হিরোইন বলতে যা বোঝায়, জোলি সেটাই৷ তারপরেও যে কোন চরিত্রে মানিয়ে নেয়ার মতো তাঁর দক্ষতা আর ক্ষমতার কথা স্বীকার করেন সকলে৷ ঐতিহাসিক ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে ৩৫ বছর বয়স্ক এই নায়িকার৷ ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত আলেকজান্ডার ছবিতে তিনিই ছিলেন নায়িকা৷

থ্রিডি ক্লিওপেট্রা ছবির সংবাদটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন জোলি রয়েছেন হাঙ্গেরিতে৷ তিনি সেখানেই নিজের পরিচালনায় বসনীয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের উপর একটি ছবি বানাবেন৷ যদিও খবর এসেছে, বসনিয়ায় তিনি নাকি তাঁর ছবির শুটিং করতে চেয়ে ব্যর্থ হয়েছেন অনুমতি পেতে৷

এবার ক্লিওপেট্রা হবেন জোলিছবি: AP

মিসরের সুন্দরী রাণী ক্লিওপেট্রাকে নিয়ে এর আগেও ছবি হয়েছে৷ সবচেয়ে সফল ছবিটি আজ থেকে অনেক বছর আগের৷ ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই চলচ্চিত্রে নাম ভূমিকায় ছিলেন এলিজাবেথ টেইলর৷ মিসর সাম্রাজ্যের টলেমি বংশের শেষ সম্রাজ্ঞী ক্লিওপেট্রাকে নিয়ে লেখা আছে অনেক উপন্যাস এবং নাটক৷ কিন্তু আভাতার খ্যাত পরিচালক জেমস ক্যামেরন নাকি বেছে নিচ্ছেন স্টাসি শিফস-এর লেখা ‘ক্লিওপেট্রা: অ্যা লাইফ' নামক বইকে৷ তবে স্টাসিকে যখন প্রশ্ন করা হয়েছিল জোলি তাঁর লেখা বই অবলম্বনে পরিকল্পিত ছবিতে অভিনয় করছেন কিনা? উত্তরে জানিয়েছেন, ‘না আমি জানি না৷ তবে এই চরিত্রের জন্য জোলিই হচ্ছে সবচেয়ে যোগ্য অভিনেত্রী৷'

থ্রিডি ক্লিওপেট্রা বানাবার জন্য প্রযোজক প্রতিষ্ঠান কারা, তা অবশ্য এখনো জানা যায়নি৷ তবে পরিচালক জেমস ক্যামেরন নাকি কথা বলছেন ‘সনি'র সঙ্গে৷ এই ছবি হবে বিশাল বাজেটের৷ কারণ, ১৯৬৩ সালে ক্লিওপেট্রার জন্যই নাকি খরচ হয়েছিল ৪৪ মিলিয়ন ডলার৷ আর হাল আমলে ত্রিমাত্রিক প্রযুক্তি নির্ভর ছবিতে খরচ যে বেশি হবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না!

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ