1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশহংকং

সুপার টাইফুন রাগাসা-র তাণ্ডব হংকং, তাইওয়ানে, মৃত ১৪

২৪ সেপ্টেম্বর ২০২৫

হংকংয়ের উপকূলে আছড়ে পড়লো সুপার টাইফুন রাগাসা। তাইওয়ানে প্রবল বৃষ্টিতে ১৪ জনের মৃত্যু। চীনে সতর্কতা জারি।

তাইওয়ানের জলে ডোবা হুয়ালিয়েন শহর।
সুপার সাইক্লোন রাগাসার তাণ্ডবে তাইওয়ানের শহর জলমগ্ন।ছবি: Taiwan's Central News Agency (CNA)/AFP

রাগাসাকে বলা হচ্ছে এই বছর বিশ্বে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর প্রভাবে হংকং ও তাইওয়ানে ভয়ংকর ঝড় ও প্রবল বৃষ্টি হচ্ছে।

ইতিমধ্যেই পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহরে বিপর্যয় হয়েছে। সেখানে একটি  লেকের জল দুইবার বাঁধ অতিক্রম করে  শহরের মধ্যে ঢুকেছে। শহরের কর্মকর্তারা জানিয়েছেন ছয় কোটি গ্যালন জল শহরে ঢুকে পড়েছে।

এর ফলে বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে, প্রচুর সেতু ভেঙেছে। বাসিন্দারা বাড়ির উপরের তলায় আটকা পড়েছেন। প্রচুর গাড়ি ডুবে গেছে। ১৪ জন মারা গেছেন, ১৮ জন আহত, ১২৪ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

দামা-র প্রধান বলেছেন, তাদের গ্রামে এক হাজার মানুষ বসবাস করেন। পুরো এলাকা জলের তলায়। কাদা মাটি ও পাথরে ভরে গেছে।  ভয়ংকর অবস্থা। 

একদিন আগে থেকেই তাইওয়ানে সমানে বৃষ্টি পড়ছে। তা আরো বেড়ে যেতে পারে।

হংকং-এর অবস্থা

হংকংয়ে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘূর্ণিঝড় কিছুক্ষণ স্থায়ী হবে। সর্বোচ্চ ২০৬ কিলোমিটার গতিতে ঝড়ের খবর পাওয়া গেছে গংপিং উপত্যকা থেকে। অন্য জায়গায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে।

রাগাসার ফলে প্রবল বৃষ্টিতে জলম গ্ন ফিলিপাইন্সের শহর। ছবি: Lisa Marie David/REUTERS

শহরের মানুষকে ঘরে দরজা, জানালা বন্ধ করে থাকতে বলা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হংকং-এর উপকূলে দুই থেকে পাঁচ মিটার লম্বা ঢেউ উঠবে।

চীনের পরিস্থিতি

চীনের সরকারি টিভি সিসিটিভি জানিয়েছে, গুয়াংডং প্রদেশের তিনটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ চীন সমুদ্রে যেতে মানা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সমুদ্রে ১২ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠবে।

আগামী কয়েক ঘণ্টায় গুয়াংডং প্রদেশে প্রবল বৃষ্টি পড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জিএইচ/এসসি(রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ