1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সুপার ব্লাড মুন'

২৮ সেপ্টেম্বর ২০১৫

রবিবার রাতে এই ‘সুপার ব্লাড মুন' যাঁরা দেখেননি, তাঁদের অপেক্ষা করতে হবে বৈকি! তবে একটা উপায় আছে....হ্যাঁ, নীচের ভিডিওটি ক্লিক করলেই কেল্লা ফতে৷ চোখের সামনে ভেসে উঠবে চাঁদের লালচে পাথুরে মাটি, লাল রঙের চাঁদ৷

Deutschland Mondfinsternis Blutmond
ছবি: picture-alliance/dpa/F.v. Erichsen

গতকাল হয়ে গেল একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলে ‘সুপার ব্লাড মুন'৷ মহাকাশ সংস্থা নাসার দাবি, গত ৩০ বছরে চাঁদের এমন রূপ কেউ দেখেনি৷ আর সৌন্দর্য্যের সঙ্গে সঙ্গে আকার এবং রংটাও ছিল অসাধারণ – যেমন উজ্জ্বল, তেমনই টকটকে লাল৷

তবে দুঃখের কথা, এই ‘সুপার ব্লাড মুন' দেখা গেছে শুধুমাত্র পশ্চিম এশিয়া, উত্তর অ্যামেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকে৷ তাই বেশিরভাগ বাঙালিকেই বাধ্য হয়ে ঘুমিয়ে কাটাতে হয়েছে পূর্ণিমার রাতটিতে৷

তবে চিন্তা নেই৷ পাশের ইউটিউব লিংকটায় ক্লিক করলেই দেখতে পাবেন ঐতিহাসিক সেই চাঁদকে৷

পশ্চিমবাংলা ও বাংলাদেশ থেকে শেষ ‘সুপার ব্লাড মুন' দেখা গিয়েছিল ১৯৭৬ সালে৷ আর নিজের চোখে পরেরটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো ১৮ বছর, মানে ২০৩৩ সাল পর্যন্ত৷

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ