1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপার শেরপার একুশ বার এভারেস্ট জয়

১২ মে ২০১১

বয়স তাঁর ৫১৷ এই বয়সে সবচেয়ে বেশিবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের শীর্ষে উঠে নতুন রেকর্ড সৃষ্টি করলেন তিনি৷ নাম তাঁর আপা শেরপা৷

আপা শেরপাছবি: Stefan Nestler

হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় লেখা আছে, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়'৷ কিন্তু সবকিছু কি যৌবনে হয়, বার্ধক্যে তা কী নয়? আসলে প্রয়োজন মন আর সেই মনের কল্যাণে জমে থাকা অদম্য সাহস৷ আপা শেরপা এমনি একজন৷ এই নেপালি ৫১ বছর বয়সে ২১তম বার এভারেস্ট আরোহণ করলেন গতকাল বুধবার৷নিজের রেকর্ডটি নিজেই ভাঙলেন এই শেরপা৷

এই মৌসুমকে বলা হয় এভারেস্টে ওঠার শ্রেষ্ঠ সময়৷ আবহাওয়ার সেই সুযোগই নিয়েছেন তিনি৷ তিনিই হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি ২১ বার উঠলেন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতে৷ আপা প্রথম এ পবর্ত শৃঙ্গ জয় করেছিলেন ১৯৯০ সালে৷ তখন তাঁর বয়স ছিল ২০ বছর৷

তাঁকে সুপার শেরপা হিসাবেই খেতাব দিয়েছেন সকলে৷ তিন হাজারেরও বেশি পর্বোতারোহী ইতিমধ্যে আট হাজার ৮৪৮ মিটার উচ্চ এভারেস্ট আরোহণ করলেও যে দু'জন প্রথম এভারেস্ট জয় করেন, তারা হলেন এডমন্ড হিলারি এবং শেরপা তেনজিং৷ ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট পবর্ত শৃঙ্গে আরোহণ করেছিলেন তাঁরা৷ আপা শেরপা তাঁর গত অভিযানের সময়ে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারির দেহভস্ম বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ছড়িয়ে দিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন৷

এভারেস্ট শঋঙ্গের সামনে আপা শেরপা (২০১০ সালের পর্বতারোহণ)ছবি: picture-alliance/dpa

এবার তিনি আবারো সংবাদ মাধ্যমের দৃষ্টি কাড়লেন৷ এই সাহসী অভিযাত্রী হিমালয় থেকে আর্বজনা পরিষ্কারের আন্দোলন শুরু করেছেন এরই মধ্যে৷ আর জলবায়ু পরিবর্তনের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর আন্দোলনেও জড়িয়ে আছেন তিনি৷

এই সুখ সংবাদের মাঝে হিমালয় থেকে এসেছে একটি দুঃসংবাদ৷ নেপালের সাবেক পররাষ্ট্র মন্ত্রী শৈলেন্দ্র কুমার উপাধ্যায়, যাঁর বয়স হয়েছিল ৮২ বছর, তিনি চেষ্টা করেছিলেন হিমালয় আরোহণের৷ সবচেয়ে বয়সি পর্বতারোহী হবার স্বপ্ন ছিল তাঁর৷ কিন্তু তিনি তা পারেননি৷ গত সোমবার তিনি এক নম্বর ক্যাম্প থেকে অভিযান শুরুর একঘন্টা বাদেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান৷ ফলে তাঁর সে স্বপ্ন আর পূরণ হয়নি৷

তাই সবচেয়ে বয়সি পর্বোতারোহী হিসাবে থেকে গেল মিন বাহাদুর শেরচানের নাম৷ ৭৬ বছর বয়সে তিনি এভারেস্ট জয় করেছিলেন৷ আর মারা গেছেন গত তিন বছর আগে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ