1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুফি উৎসব

৭ ফেব্রুয়ারি ২০১২

কলকাতায় সদ্য হয়ে গেল সুফি গানের তিন দিনের এক উৎসব, যাতে অংশ নিয়েছিলেন মিশর, মরক্কো, আজারবাইজানের পাশাপাশি হাঙ্গেরি, ডেনমার্কের লোকসংগীত শিল্পীরা৷ এই সুফি উৎসব শুরু থেকেই চেয়েছে, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে৷

ছবি: DW

যদি ভাল করে শুনে থাকেন, তা হলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে আসা ফকির - দরবেশদের এই গানের মধ্যে বাঁশি, দোতারা আর ডুবকির সঙ্গে শুনে থাকতে পারেন পিয়ানো অ্যাকর্ডিয়ান, স্যাক্সোফোন আর ট্যাম্বুরিনের সুর৷

ঘটনাটা যা ঘটল, কলকাতার আকাদেমি অফ ফাইন আর্টসের উল্টো দিকে, মোহরকুঞ্জের সাজানো বাগানে, যেখানে বসেছিল তিন দিনের সুফি গানের আসর, দ্বিতীয় দিন সকালে সেখানে চলছিল শিল্পীদের ওয়ার্কশপ৷ সুফি উৎসবের উদ্যোক্তারা বলেন, প্রতি সন্ধ্যার নিয়মিত সংগীত অনুষ্ঠান ছাড়াও, বিভিন্ন দেশের লোকসংগীত শিল্পীরা যাতে নিজেদের মধ্যে সুর বিনিময় করতে পারেন, সেজন্য ওঁরা প্রতি সকালে ওয়ার্কশপের আয়োজন করেন৷ সেখানে আদতেই কীভাবে দেশ, সংস্কৃতি আর ভাষার ব্যবধান পেরিয়ে সুরের সঙ্গে সুর মিশে যায়, সেই অভিজ্ঞতা হল৷ ওয়ার্কশপে তখন গান গাইছিলেন নদীয়ার লোকশিল্পীরা৷ সামনে বসে শুনতে শুনতে স্বতস্ফূর্তভাবে তাঁদের সঙ্গে যোগ দিলেন হাঙ্গেরির শিল্পীরা৷ তাঁদের দেখাদেখি ডেনমার্ক থেকে আসা লোকসংগীত শিল্পীরা৷ নানা ধরণের বাদ্যযন্ত্র আর সাংগীতিক ঘরানা নিমেষে মিলেমিশে একাকার হয়ে গেল৷

এটাই ওঁরা চেয়েছিলেন, বললেন এই সুফি উৎসবের উদ্যোক্তা সংস্থা বাংলা নাটক ডট কম-এর কর্ণধার অমিতাভ ভট্টাচার্য৷

কথা হচ্ছিল হাঙ্গেরির লোকশিল্পীদের সঙ্গে৷ প্রায় ৩০০ বছর আগে তুরস্ক থেকে সার্বিয় এবং ক্রোয়েশিয়রা এই সাংগীতিক ধারাকে নিয়ে এসেছিলেন হাঙ্গেরিতে৷ জন্ম নিয়েছিল এক নতুন লোকসংগীতের৷ বললেন অ্যারন আরাদিচ৷

ইউরোপের সংগীত হলেও তার মধ্যে প্রাচ্যের প্রভাব স্পষ্ট৷ হাঙ্গেরির তালবাদ্য শিল্পী মাতিলা বুজাজ বোঝালেন, তার কারণ যে দুটি সাংগীতিক ধারা এর মধ্যে মিশে আছে, সেই ম্যাসিডোনিয় এবং বুলগেরিয় সংগীতে তুরস্কের গভীর প্রভাব আছে৷ কিন্তু হাঙ্গেরির এই গোত্রের সংগীত চরিত্রগতভাবে ইউরোপীয়৷

কলকাতার এই সুফি উৎসব শুরু থেকেই চেয়েছে, যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে৷ যে কারণে অনুষ্ঠান বা ওয়ার্কশপের কোনও প্রবেশমূল্য রাখেন না ওঁরা৷ কিন্তু ভাল কাজের পুরস্কার সবসময়ই পাওয়া যায়৷ আজ ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র আইসিসিআর এবং ইউনেসকো এই উৎসবের পাশে এসে দাঁড়িয়েছে৷ ক্রমশ আরও ব্যাপ্তি পাচ্ছে সুফি উৎসব৷ আরও ছড়িয়ে পড়ছে বিশ্বজোড়া সাংস্কৃতিক ঐক্যের সুর৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ