1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুবর্ণচরে ধর্ষণ: বাদির সঙ্গে কমিশনের বক্তব্যে অমিল

১৩ জানুয়ারি ২০১৯

নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় পুলিশ বাদির মন্তব্য বিকৃত করে নিজের মতো এজাহার সাজিয়েছে৷ মানবাধিকার কমিশনও তদন্ত প্রতিবেদনে তাঁদের মন্তব্য ঠিকভাবে উপস্থাপন করেনি বলে দাবি মামলার বাদির৷

Symbolbild Protest gegen Vergewaltigung
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে ধর্ষণ ও নির্যাতনের সত্যতা খুঁজে পেলেও মানবাধিকার কমিশন বলছে পূর্ব শত্রুতার জেরে ওই ঘটনা ঘটেছে৷ কিন্তু কমিশনের প্রতিবেদনের সাথে মিলছে না নির্যাতিতার বক্তব্য৷

মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি বলছে, এ ঘটনায় তারা কোনো রাজনৈতিক কারণ খুঁজে পায়নি৷

ঘটনার শিকার নারী এবং মামলার বাদি তাঁর স্বামীর বরাত দিয়ে তদন্ত কমিটি বলছে, তাঁরাই তাঁদের পূর্ব শত্রুতার জেরের কথা বলেছেন৷ ভোট দেয়ার ঘটনা বা রাজনৈতিক কারণ এর পেছনে নেই

স্বামী-স্ত্রীর জবানবন্দির কথা উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া বা ভোট দেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বা আসামিরা আওয়ামী লীগের কর্মী হওয়া বা আওয়ামী লীগের কোনো কর্মীর মাধ্যমে ওই নারীকে মারপিট ও ধর্ষণের শিকার হওয়ার প্রমাণ পাওয়া যায় না৷''

কিন্তু তদন্ত প্রতিবেদনে তাঁদের বরাত দিয়ে ‘পুর্ব শত্রুতার' বিষয় উল্লেখ করা নিয়ে আপত্তি জানিয়েছেন ধর্ষণের শিকার নারী ও তাঁর স্বামী৷ তারা  দু'জনই ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘ধানের শীষে ভোট দেয়ার কারণেই স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটানো হয়৷ আমরা তদন্ত কমিটির কাছেও একই কথা বলেছি৷ পূর্ব শত্রুতার কোনো কথা বলিনি৷''

নোয়াখালীর ধর্ষিতা গৃহবধূ

This browser does not support the audio element.

গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার পর গভীর রাতে এই ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটে৷ বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে ব্যাপক তোলপাড় হয়৷ ৩১ ডিসেম্বর এ ঘটনায় মামলা দায়ের হয়৷ পুলিশ এখন পর্যন্ত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রহুল আমিনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে৷ এর মধ্যে পাঁচ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন৷

এর আগেও ডয়চে ভেলের কাছে ‘ধানের শীষে ভোট দেয়ার কারণেই' ধর্ষনের শিকার হয়েছেন বলে জানিয়েছিলেন ওই নারী এবং তার স্বামী৷ জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রবিবার রাতে আবার কথা হয় তাঁদের সঙ্গে৷ ওই নারী এখনো নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷

স্বামীর মোবাইল ফোনে ডয়চে ভেলের প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর৷ তিনি আবারও পুরো ঘটনা তুলে ধরেন, ‘‘আমি দুপুর ২টার দিকে ভোট দিতে গিয়েছি৷ জসিম ভাই নৌকায় ভোট দিতে বলেন৷ কিন্তু আমি ধানে ভোট দিতাম৷ এরপর আমাকে সবার সামনেই ভোট দিতে বলে৷ কিন্তু আমি তা না করে গোপন কক্ষে গিয়ে ধানে ভোট দিই৷ এরপর জসিম, জুয়েলসহ আরো কয়েকজন গিয়ে বলে রাতে খবর আছে৷ ওই সময় রহুল আমিন ছিল কিনা আমি দেখিনি৷ তবে এরা সবাই রুহুল আমিন বাহিনীর৷''

নোয়াখালীর ধর্ষিতা গৃহবধূর স্বামী

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘রাতে রহুল আমিনের অর্ডারেই আমার ওপর নির্যাতন করা হয়৷ তাঁরা আমাকে ধর্ষণ করে৷ তাঁর নির্দেশেই হয়েছে৷''

তদন্ত কমিটির কাছে পূর্ব শত্রুতার কথা বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘অনেকেই এসেছেন, আমার বক্তব্য নিয়েছেন৷ কারা তদন্ত কমিটি, তা আমি জানিনা৷ তবে সবার কাছেই আপনাকে যা বলেছি সেই একই কথা বলেছি৷ পূর্ব শত্রুতার কথা বলিনি৷ পূর্ব শত্রুতার কারণে নয়, ধানের শীষে ভোট দেয়ার কারণেই রুহুল আমিনের নির্দেশে আমার ওপর নির্যাতন হয়৷''

পূর্ব শত্রুতা কখনো ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘চার বছর আগে ছিল৷ তা তখনই মিটমাট হয়ে যায়৷ আর পূর্ব শত্রুতার কারণে নির্যাতন করলে, কিছু হলে তো চার বছর আগেই হত৷''

৩০ ডিসেম্বর পাংখারবাজার ১৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে ভোট দেয়ায় ওই নারীকে হুমকি দেয়া হয়৷ আর  রাতেই বাড়িতে ঢুকে ধর্ষণ এবং নির্যাতন করে দুর্বৃত্তরা৷

নিজাম উদ্দিন

This browser does not support the audio element.

ধর্ষণের শিকার নারীর স্বামী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমিতো আর ভোট দেয়ার সময় ছিলাম না৷ ওই সময় যা হয়েছিল তা আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি৷ সে আমাকে বলেছে ধানের শীষে ভোট দেয়ায় তাঁকে হুমকি দেয়া হয়৷ আর রাতে তো আমাকে বেঁধে, আমার সামনেই ধর্ষণ করা হয়৷ আমি তদন্ত কমিটির কাছেও একই কথা বলেছি৷ পূর্ব শত্রুতার কোনো কথা বলিনি৷''

তাহলে মামলার এজাহারে কেন ধানের শীষে ভোট দেয়ার কারণ বলা হয়নি, পূর্ব শত্রুতার কথা কেন বলেছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমি মৌখিকভাবে পুরো ঘটনা বলেছি৷ পুলিশ এজাহার লিখেছে৷ এজাহার লিখে আমাকে পড়েও শোনায়নি৷ শুধু আমাকে বলেছে সই কর৷ তারা আমার কথা এজাহারে না লিখে তাদের মতো এজাহার বনিয়েছে৷''

আল মাহমুদ ফায়জুল কবীর

This browser does not support the audio element.

তিনি আরো অভিযোগ করেন, ‘‘আমি রহুল আমিনসহ ১২ জনের নাম বলেছি অভিযুক্ত হিসেবে৷ কিন্তু পুলিশ রহুল আমিনসহ ৩ জনের নাম বাদ দিয়ে ৯ জনকে এজাহারে আসামি করে৷'' অবশ্য চাপের মুখে পুলিশ পরে আওয়ামী লীগ নেতা রহুল আমিনকে সন্দেহজনক আসামি হিসেবে আটক করে৷

এর জবাবে সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাদি সঠিক কথা বলছেন না৷ আর এজাহার না দেখে তাঁর অভিযোগ সম্পর্কে আমি এখন কিছু বলতে পারবো না৷ মামলাটি এখন ডিবি তদন্ত করছে৷''

এদিকে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি পূর্ব শত্রুতার জেরের কথা বললেও কী সেই পূর্ব শত্রুতা তা উল্লেখ করেনি প্রতিবেদেন৷ ধর্ষণের শিকার নারী ও তার স্বামীর এই বক্তব্যসহ এইসব বিষয় তুলে ধরে কমিটির আহ্বায়ক আল মাহমুদ ফায়জুল কবীরের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি৷ তিনি বলেন, ‘‘আমরা প্রতিবেদন দিয়েছি, এখন কমিশন মূল্যায়ন করবে৷ এ নিয়ে কমিশন চেয়ারম্যান বলতে পারবেন৷''

কাজী রিয়াজুল হক

This browser does not support the audio element.

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘তদন্ত কমিটিই ভালো বলতে পারবে৷ এ নিয়ে আমি কোনো কথা বলতে চাইনা৷''

তবে তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ওই নারীকে দলবদ্ধভাবে নির্যাতন এবং ধর্ষণ করা হয়েছে এটা প্রমাণিত৷ এখন সরকারের কাছে দাবি, বিচার নিশ্চিত করা৷ তদন্ত কমিটি বলেছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে৷ ওরা মনে হয় সেটা পরিস্কার করতে পারেনি৷ এটা ওরাই ভালো বলতে পারবে৷ আমার কথা হল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ