1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচার পাবেন ‘বিন লাদেনের ডাক্তার'?

২৬ নভেম্বর ২০১৭

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু হয়েছে সাড়ে ছ'বছর আগে৷ তার এক বছর পর থেকেই ‘লাদেনের ডাক্তার' হিসেবে পরিচিত ড. শাকিল আফ্রিদি পাকিস্তানের গোপন কারাগারে৷ অভিযোগ উঠেছে অবিচার এবং মানবাধিকার লঙ্ঘনের৷

ওসামা বিন লাদেন
ছবি: picture-alliance/dpa

বিন লাদেন নিহত হন ২০১১ সালের ২ মে৷ পাকিস্তান সেনাবাহিনীর পিএমএ কাকুল অ্যাকাডেমির অদূরের আবোটাবাদের এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী৷ লাদেন নিহত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী ক্রমাগত দাবি করে আসছিল, লাদেন কোথায় সে বিষয়ে তাদের কিছুই জানা নেই৷ ফলে যুক্তরাষ্ট্রের বাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে লাদেনকে হত্যা করায় ভীষণ বিব্রতকর অবস্থায় পড়েছিল পাকিস্তান৷

পাকিস্তান সরকারের দাবি, ‘লাদেনের ডাক্তার' ড. শাকিল আফ্রিদিই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে লাদেনের খোঁজ দিয়েছিলেন৷ ড. আফ্রিদি তখন পোলিওর টিকাদান কর্মসূচি পরিচালনা করছিলেন৷ পাকিস্তান সরকার মনে করে, পোলিও টিকাদান কর্মসূচির আড়ালে ড. আফ্রিদি আসলে সিআইএ-র এজেন্ট হিসেবে কাজ করছিলেন৷

লাদেন নিহত হওয়ার পরই ড. শাকিল আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়৷ ২০১২ সালের  মে মাসে পাকিস্তানের একটি আদালত বিশ্বাসঘাতকতার অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দেয় তাকে৷ তারপর ইসলামি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগেও মামলা করা হয় তার বিরুদ্ধে৷ সেই থেকে তিনি কারাবন্দি৷ পরিবারের অভিযোগ, ড. শাকিল আফ্রিদিকে কোনো স্বজন বা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেয়া হয় না৷ বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা৷ ডয়চে ভেলেকে ড. শাকিল আফ্রিদির চাচাতো ভাই কামার নাদিম আফ্রিদি বলেছেন, ‘‘আফ্রিদি সঠিক বিচার পাবে – এ আশা আমরা করতে পারছি না৷ যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের উন্নয়ন না হলে তাকে বছরের পর বছর, এমনকি দশকের পর দশক ধরেও কারাগারে থাকতে হতে পারে৷''

ড. শাকিল আফ্রিদির বর্তমান আইনজীবী লতিফ আফ্রিদিও একই আশঙ্কা প্রকাশ করেছেন ডয়চে ভেলের কাছে৷ তিনি বলেন, সরকার পক্ষ পরিকল্পিতভাবে বিচারকাজকে দীর্ঘায়িত করছে৷ শুনানির তারিখ স্থির হওয়ার পরও তারিখ পিছানো হচ্ছে বারবার৷ তিনি জানান, মামলা চলছে উপজাতীয়দের আদালতে৷ সেখানে মূলধারার আদালতের কোনো নিয়ন্ত্রণ নেই৷

ড. শাকিল আফ্রিদির সাবেক আইনজীবী সামিউল্লাহ আফ্রিদিও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ ২০১৫ সালে পেশাওয়ারের কাছে তাঁকে গুলি করে হত্যা করা হয়৷তালেবানের দু'টি গ্রুপ এ হত্যার দায় স্বীকার করে৷

সাত্তার খান/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ