1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যার্কেলকে ভোট দিতেন ওবামা!

১৮ নভেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত এবং এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

ওবামা ও ম্যার্কেল
ছবি: picture-alliance/dpa/K. Nietfeld

বৃহস্পতিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখে নিজের সম্পর্কে দারুণ এক মন্তব্য শুনেছেন তিনি৷ ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ম্যার্কেল কী কী পদক্ষেপ নেন সে দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, কেননা বিশ্বের উন্নত দেশগুলোর অন্যতম এই দেশটিতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন এই নেত্রী এবং খুব সাহসের সঙ্গে প্রতিটা চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছেন৷ জার্মানি যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার৷ তাই ওবামার মেয়াদ শেষ হবার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কে কি ধরনের পরিবর্তন আসবে সেটার দিকেও অনেকের নজর৷

জার্মানি সফরের সময় ওবামা ম্যার্কেলকে দু'দেশের এই গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ম্যার্কেল চতুর্থবারের জন্য নির্বাচনে অংশ নিলে এবং তিনি ভোটার হলে ম্যার্কেলকে ভোট দেবেন৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আজ (শুক্রবার) বার্লিনে বৈঠকে বসছেন৷ স্থানীয় সময় সোয়া চারটায় এই আলোচনায় অংশ নেবেন জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং স্পেনের নেতারা৷ মূলত  নিরাপত্তা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে আলোচনা হবে৷ জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারা, সেসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে৷

অফিস ছাড়ার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে  ওবামার এটাই শেষ বৈঠক বলে ধারণা করা হচ্ছে৷ বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করেন তিনি৷

বুধবার জার্মানিতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ প্রেসিডেন্ট হিসেবে এটা তাঁর ৬ষ্ঠ ও শেষ বার্লিন সফর৷ সফরে ম্যার্কেলের সঙ্গে বৈশ্বিক নানা ইস্যু এবং ট্রান্স-আটলান্টিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন৷ আলোচনার বড় অংশ জুড়ে ছিল ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইউক্রেন ও সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে কী কী পদক্ষেপ নেয়া হতে পারে, ন্যাটোকে কীভাবে আরও শক্তিশালী করা যায়- এসব নিয়ে৷ এছাড়া বাণিজ্য চুক্তি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে সেসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে তাদের মধ্যে৷

বার্লিনে বৈঠক শেষে ওবামা পেরুতে যাবেন৷ সেটাই হবে প্রেসিডেন্ট থাকাকালীন তার শেষ বিদেশ সফর৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ