1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ আর রহমান

মারুফ আহমদ৯ জানুয়ারি ২০১৩

সমকালীন চলচ্চিত্র সংগীত জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব এ আর রহমান৷ অসংখ্য সংগীত রচনার মধ্য দিয়ে ভারতীয় এই চলচ্চিত্র সংগীতকার ও নির্দেশক দেশে-বিদেশে কুড়িয়েছেন অসাধারণ সাফল্য৷ ৬ই জানুয়ারি ছিল তাঁর ৪৭তম জন্ম বার্ষিকী৷

Indian musician and Oscar awardee A.R. Rahman performs at a concert in Bhopal, India, Thursday, Nov. 1, 2012. (Foto:Rajeev Gupta/AP/dapd)
Indien Musik Komponist A R Rahmanছবি: AP

বিখ্যাত টাইম ম্যাগাজিনে ‘বিশ্বের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব'-র তালিকায় এ আর রহমানের নাম যুক্ত হয়েছে৷ ইংল্যান্ডের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন ‘সংলাইনস' তাঁকে অভিহিত করেছে আগামী কালের বিশ্ব সংগীতের ‘আইকন' হিসেবে৷ চলচ্চিত্র ও মঞ্চে তাঁর সৃষ্ট বিস্তৃত সংগীত কর্মের জন্য তাঁকে ডাকা হয় ‘মাদ্রাজের মোৎসার্ট' নামে৷

অসংখ্য চলচ্চিত্র, একাধিক মিউজিকাল ও একক সংগীত শিল্পী হিসেবে দু'দশকের সংগীত জীবনে রহমান পেয়েছেন আকাশচুম্বী সাফল্যছবি: AP

২০০৯ সালে সাড়া জাগানো ছায়াছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার'-এর আবহসংগীতের জন্য গোল্ডেন গ্লোব, দুটি অস্কার ও দুটি গ্র্যামি পুরস্কার জয় করেন রহমান৷ এ অবধি ভারতীয় তথা এশিয়ার আর কোনো সংগীত শিল্পী তা অর্জন করেতে পারেননি৷

এ আর রহমানের জন্ম ১৯৬৬ সালে ভারতের মাদ্রাজে, এক তামিল সংগীত পরিবারে৷ নাম ছিল এ এস দিলিপ কুমার৷ পরবর্তিকালে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি আল্লা রাখা রহমান নাম নেন৷ বাবা ছিলেন তামিল ও মালায়ালাম চলচ্চিত্র জগতের সংগীতকার ও নির্দেশক৷ খুব ছোটবেলা থেকেই বাবার সংগীত রেকর্ডিং-এ কিবোর্ড বাদক হিসেবে সহায়তা করেছেন তিনি৷

Week 2/13 Music: A. R. Rahman - MP3-Mono

This browser does not support the audio element.

কিন্তু মাত্র ন'বছর বয়সে বাবাকে হারান রহমান৷ এরপর ১১ বছর বয়স থেকে মালায়ালাম চলচ্চিত্র অর্কেস্ট্রায় বাদক হিসেবে তিনি কাজ শুরু করেন এবং অচিরেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে৷ লন্ডনের ট্রিনিটি কলেজ অফ মিউজিকে পাশ্চাত্যের ধ্রুপদী সংগীতের উপর বৃত্তি লাভ করেন তিনি৷ ১৯৯২ সালে মণি রত্নমের তামিল ছবি ‘রোজা'-র আবহসংগীতের মধ্য দিয়ে চলচ্চিত্র সংগীত জগতে তাঁর সফল আত্মপ্রকাশ৷ ব্রিটিশ গীতিকার ডন ব্লেক-এর সাথে রচিত তাঁর মিউজিকাল ‘বোম্বে ড্রিমস' ভারত সহ ইংল্যান্ড ও অ্যামেরিকায় পায় বিপুল সমাদর৷

বিখ্যাত টাইম ম্যাগাজিনে ‘বিশ্বের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব'-র তালিকায় এ আর রহমানের নাম যুক্ত হয়েছেছবি: picture alliance / landov

অসংখ্য চলচ্চিত্র, একাধিক মিউজিকাল ও একক সংগীত শিল্পী হিসেবে দু'দশকের সংগীত জীবনে রহমান পেয়েছেন আকাশচুম্বী সাফল্য৷ তিনি একাধারে একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শি, গীতিকার, সুরকার, নির্দেশক, সংগীত প্রজোযক, গায়ক ও সমাজসেবী৷ অবহেলিত ও নিরক্ষর শিশুদের উন্নয়নের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন এ আর রহমান ফাউডেশন৷

২০১০ সালে ‘পদ্ম ভূষণ'-এ সম্মনিত হওয়া ছাড়াও আরো অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী সংগীতকার এ আর রহমান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ