1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামলার শিকার সুলতানা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ জুলাই ২০১৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের কো-চেয়ার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালসহ সিএইচটির প্রতিনিধিদলের গাড়ি বহরে হামলা চালানো হয়েছে৷ পার্বত্য জেলা রাঙামাটিতে এই হামলার ঘটনা ঘটে৷

Sultana Kamal Aktivistin Human Rights
সুলতানা কামাল (ফাইল ফটো)ছবি: DW/M. Mamun

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাঙামাটি এলাকায় বাঙালিদের কয়েকটি সংগঠনের কর্মীরা দুপুরের দিকে এই হামলা চালায়৷ হামলায় সুলতানা কামাল, ইফতেখারুজ্জামান, খুশি কবিরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ তাঁরা বর্তমানে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের তত্ত্বাবধানে চিকিত্‍সা নিচ্ছেন৷ প্রশাসনের সহযোগিতায় তাদের ঢাকা পাঠানোর ব্যবস্থা হচ্ছে৷

শুক্রবার রাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি) কো-চেয়ারম্যান সুলতানা কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাঙামাটি সফরে যান৷ প্রতিনিধি দলটি রাতে পর্যটন মোটেলে অবস্থান করে ফেরার পথে হামলার শিকার হন৷

জানা গেছে, সিএইচটি কমিশনের সদস্যদের রাঙামাটি সফরের প্রতিবাদ জানায় স্থানীয় বাঙালিদের কয়েকটি সংগঠন৷ তাদের প্রতিবাদের মুখে শনিবার সকাল সোয়া দশটার দিকে রাঙামাটি পর্যটন হলিডে মোটেলে অবস্থান নেন প্রতিনিধি দলের সদস্যরা৷ অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, শনিবার দুপুর দেড়টার দিকে পর্যটন মোটেল থেকে পুলিশ পাহারায় চট্টগ্রাম যাওয়ার পথে শহরের ওমদামিয়া হিল এলাকায় তাঁরা হামলার শিকার হন৷ এতে কোতোয়ালি থানার ওসিসহ প্রতিনিধিদলের বেশ কয়েকজন আহত হন৷ সুলতানা কামাল ও ইফতেখারুজ্জামানও আহত হয়েছেন

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল জানান, তাঁরা বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে রয়েছেন৷ পুলিশি পাহারায় তাদের রাঙামাটি ত্যাগের ব্যবস্থা করা হবে৷

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের প্রতিনিধি দলের রাঙামাটি সফরের প্রতিবাদে শনিবার সকালে রাঙামাটি শহরের প্রধান সড়কে অবরোধ সৃষ্টি করে বাঙালি ছয় সংগঠন৷ অবরোধের কারণে রাঙামাটি শহরে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ সিএইচটি কমিশনের প্রতিনিধি দল যতক্ষণ পর্যন্ত রাঙামাটি ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ