বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তদন্ত করবে সিবিআই। সুপ্রিম কোর্ট বুধবার এই নির্দেশ দিয়েছে।
বিজ্ঞাপন
গত ১৪ জুন মারা গেছেন সুশান্ত সিং রাজপুত। তারপর মহারাষ্ট্র পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, অবসাদে ভুগতে থাকা সুশান্ত আত্মহত্যা করেছেন। সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডে আলোড়ন দেখা দেয়। অভিযোগের আঙুল ওঠে কিছু প্রখ্যাত পরিচালক ও অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি প্রশ্ন ওঠে, সুশান্তের মৃত্যু কি হত্যা না আত্মহত্যা? মহারাষ্ট্র পুলিশ যখন তদন্ত করছিল, তখন বিহারে সুশান্তের বাবা আলাদা করে পুলিশের কাছে হত্যার অভিযোগ দায়ের করেন। বিহার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তারপর বিহার সরকার সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন করে।
সিবিআই ও বিহার পুলিশের তদন্তের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সুশান্তের বাঙালি গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার ও কিছু ফ্যান রিয়ার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করে। রিয়ার আবেদন নিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চের রায় হলো, সুশান্তের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিহার পুলিশ যে এফআইআর করেছে তা বৈধ। তার ভিত্তিতে বিহার সরকার যে সিবিআই তদন্ত চেয়েছে সেটাও বৈধ। মহারাষ্ট্র সরকারকে সিবিআই তদন্তের কাজে সবরকম সহযোগিতা করতে হবে। কারণ, এটা আদালত নির্দেশিত সিবিআই তদন্ত। আর রিয়া নিজেও জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে তাঁর তা মানতে অসুবিধা নেই। তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সুশান্ত সিং রাজপুত: জানা-অজানা কিছু কথা
১৪ জুন নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে সুশান্ত সিং রাজপুতকে। ধারণা করা হচ্ছে, হয়ত আত্মহত্যা করেছেন মাত্র ৩৪ বছর বয়সি এই বলিউড অভিনেতা৷ তার সম্পর্কে অনেক তথ্য থাকছে এই ছবিঘরে।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
জন্ম
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্ম। পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। বাকি চারজন বোন।
ছবি: picture-alliance/Everett Collection
পড়ালেখা
দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই থিয়েটারে আগ্রহ হয়। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বিদায় জানান। শুরু করেন নাচ শেখা।
ছবি: picture-alliance/Collection Christophel/Foy Star Studios
ছোট পর্দায় অভিষেক
২০০৮ সালে একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক তার। সেখানে চরিত্রটি ছোট হলেও একতা কাপুরের পরের সিরিয়াল ‘পবিত্র রিশতা’য় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং সিরিয়াল ও তার চরিত্র দু’টোই বেশ জনপ্রিয়তা পায়।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
বড় পর্দায় অভিষেক
২০১৩ সালে ‘কাই পো ছে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুশান্তের। ঐ বছর আরও একটি চলচ্চিত্র মুক্তি পায়, ছবিটির নাম ‘শুদ্ধ দেশি রোমান্স’।
ছবি: AFP/Getty Images
সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’র পর ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় দুর্দান্ত অভিনয় তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার মনোনয়ন দিয়েছিল তাঁকে।
ছবি: Imago/Zuma
শেষ ছবি
বড় পর্দায় তার অভিনীত মুক্তিপাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’ বেশ সফল। কেবল ভারত থেকেই এটি ১০০ কোটি রূপি আয় করেছে। তবে এর আগে তিনটি ছবি ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’ ও ‘ড্রাইভ’ ফ্লপ ছিল।তবে ‘কেদারনাথ’ অবশ্য ব্যবসাসফল ছিল।
ছবি: AFP/Getty Images
প্রেম
সুশান্তের সঙ্গে সবচেয়ে আলোচিত প্রেম পবিত্র রিশতায় তার ‘স্ত্রী’র ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। কিন্তু পাঁচ বছর ‘লিভ ইন’ করার পর বিচ্ছেদ হয় তাদের। এই জুটির বিয়ে নিয়েও গুজব রয়েছে। এরপর কিছুদিন কৃতি শ্যানন ও সারা আলী খানের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সবশেষ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা শোনা গিয়েছে।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
মায়ের মৃত্যু
২০০২ সালে মায়ের মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন। অবসাদ হলেই মাকে স্মরণ করতেন বোঝা যায় তার ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখে।
ছবি: AFP/Getty Images
আত্মহত্যা
১০ জুন সুশান্তের পিআর ম্যানেজার দিশা সাইলানি ১৪ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। অবসাদগ্রস্থ সুশান্ত এ থেকে হয়ত আরো ভেঙে পড়েছিলেন। ১৪ জুন তার লাশ পাওয়া যায় বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায়। ছিল না কোনো সুইসাইড নোট।
ছবি: vkara - Fotolia.com
9 ছবি1 | 9
এই রায়ের পরই সিবিআই দল মুম্বই পৌঁছে গেছে। তারা মুম্বই পুলিশের কাছ থেকে কেস ডায়েরি চাইবে। পোস্ট মর্টেম রিপোর্টও চাওয়া হবে। মুম্বই পুলিশ তদন্তে কতটা এগিয়েছে তাও জানতে চাওয়া হবে।
রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে বিবৃতি দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো, ''বিহার ও মহারাষ্ট্র একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করেছে। তাই তাঁরা মামলার তদন্তের ভার সিবিআইকে দিয়েছেন। সিবিআই ডাকলে রিয়া যাবেন ও জেরার মুখোমুখি হবেন। এর আগে বিহার পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে জেরা করেছে।''
সুশান্ত নিয়ে তোলপাড় বলিউড
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক বলিউডের তারকা মুখ খুলছেন। অভিযেোগ উঠেছে কিছু নায়ক, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে। তারা না কি সবকিছু কুক্ষিগত করে রেখেছেন। তাই সুযোগ পান না প্রতিভাবান অভিনেতারা।
ছবি: picture-alliance/Collection Christophel/Foy Star Studios
কঙ্গনার প্রতিবাদ
কঙ্গনা রানায়াত সামাজিক মাধ্যমে দুইটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর সরাসরি অভিযোগ বলিউড মাফিয়াদের বিরুদ্ধে। তিনি বলেছেন, ''সুশান্তের শেষ পোস্টগুলি দেখুন। সুশান্ত বলছেন, লোকে যেন তাঁর ফিল্ম বেশি করে দেখে। না হলে তাঁকে বলিউড থেকে বের করে দেওয়া হবে। তাঁর কোনও গডফাদার নেই। কোনও পুরস্কার পাননি। আমার নিজের সুপারহিট ফিল্মকেও ফ্লপ বলে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে ছয়টা মামলা করা হয়েছে।''
ছবি: Getty Images
বিস্ফোরক সোনু নিগম
বিখ্যাত প্লে ব্যাক গায়ক সোনু নিগম সোজাসাপটা বলেছেন, ''বলিউডে সিনেমার থেকেও বড় মাফিয়া আছেন গানের জগতে। যে কোনও দিন আপনারা শুনবেন, কোনও গায়ক বা সুরকার আত্মহত্যা করেছেন। মিউজিক কোম্পানি ঠিক করে কে গাইবে, রেডিওতে কোন গান বাজবে। গানের জগতে দুই জনই সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমি নিজের জগৎ নিয়ে সুখী। কিন্তু নতুন ছেলেমেয়েদের মুখে শুধু হতাশা দেখি।'' তবে কোন দুই জন গানের জগত শাসন করছেন তা সোনু বলেননি।
ছবি: Getty Images/AFP
মোনালি ঠাকুরের সমর্থন
সোনু নিগমকে সমর্থন করেছেন মোনালি ঠাকুর। বলিউডের গানের জগৎ নিয়ে এই বাঙালি গায়িকার অভিজ্ঞতা তিক্ত। তিনি বলেছেন, ''গানের জগতে মাফিয়াগিরি প্রবলভাবে আছে। সে জন্যই আমি সিনেমার গানের জন্য আর চেষ্টা করি না। আমি আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে নিজেকে সরিয়ে নিয়েছি। কেউ এই অবস্থার কথা বলেন না। সকলে ভয় পান। মাফিয়ারা মাঝারি মানের গায়ক-গায়িকাদের ওপরে তোলে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ।''
ছবি: P. Tewari
প্রতিবাদী অভয় দেওল
অভয় দেওল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, ''যতদিন 'জিন্দেগি না মিলেগি দুবারা' রিলিজ করেনি, ততদিন আমায় লোকে জানতেন, আমি সহকারী অভিনেতা। নায়ক নই। অথচ, তখনও আমি প্রধান ভূমিকায় ছিলাম। অ্যাওয়ার্ড ফাংশনেও আমায় হেনস্থা করা হয়েছে।''
ছবি: UNI
অনুপম খেরের দুর্দশা
সুশান্ত সিং রাজপুতের লড়াইয়ের কথা বলতে গিয়ে নিজের জীবনের লড়াইয়ের কাহিনি শুনিয়েছিলেন অনুপম খের। সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে ঋতুপর্ণ ঘোষের সিনেমা বাড়িওয়ালি-তে অনুপম খেরের ভূমিকা নিয়ে। সেখানে প্রধান ভূমিকায় ছিলেন তাঁর স্ত্রী কিরণ খের। বাংলায় তাঁর সংলাপ বলেছিলেন রীতা কয়রাল। অভিযোগ, অনুপম তখন রীতাকে বলেছিলেন তিনি যেন ডাবিং এর কথা বাইরে না বলেন। রীতা রাজি না হওয়ায় হুমকিও দিয়েছিলেন।
ছবি: Imago/Zuma/A. Khan
বিপাকে করণ জোহর
একই রকম হাল হয়েছে বলিউডের নামকরা প্রযোজক করণ জোহরের। তিনিও সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। তারপরই শুরু হয়ে যায় ট্রোলিং। সামাজিক মাধ্যমে। বলা হতে থাকে, জনপ্রিয় টিভি শো 'কফি উইথ করণ'-এ তিনি সুশান্তকে নিয়ে হাসাহাসি করেছিলেন। মজা করেছিলেন। তিনি কোনও নতুন অভিনেতাকে নিয়ে কাজ করেন না। তাঁদের উঠতে দেন না ইত্যাদি, ইত্যাদি। তাঁর বিরুদ্ধে কঙ্গনাও মুখ খুলেছেন। বলেছেন বিগ মাফিয়া।
ছবি: picture-alliance/dpa
অভিযুক্ত সলমনও
বাদ পড়ছেন না সলমন খানও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে সোচ্চার সুশান্তের ভক্তরা। অভিযোগ, একটি অ্যাওয়ার্ড ফাংশনে মঞ্চে তিনি ও অন্যরা নাচের সময় সুশান্তকে এমনভাবে কোণে ঠেলে দিয়েছিলেন যে, তিনি নাচ থামিয়ে দাঁড়িয়ে পড়েন। দাবাং এর পরিচালক অভিনব কাশ্যপও সলমনকে নিয়ে প্রচুর অভিযোগ করেছেন। সলমন অবশ্য টুইট করে তাঁর ভক্তদের বলেছেন, সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে।
ছবি: DW/S. Zain
বিতর্কে সোনম কাপুরও
অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। বলিউডের নায়িকা। সাত বছর আগে কফি উইথ করণ অনুষ্ঠানে তিনি সুশান্তের নাম শুনেই বলেছিলেন, 'ফুঃ'। কঙ্গনার ইংরাজি নিয়েও ব্যাঙ্গ করেছিলেন। সেই সব ভিডিও সামাজিক মাধ্যমে আবার এসেছে। সোনমের বিরুদ্ধে অভিযোগ সহ। সোনম বলেছেন, তাঁর কথা এডিট করা হয়েছে। তাছাড়া এটা সাত বছর আগের কথা। তখন সুশান্ত মাত্র একটা সিনেমা করেছিলেন। তাঁকেও তো কত খারাপ কথা শুনতে হয়েছে।
ছবি: AFP/Getty Images
টলিউড সরগরম
টলিউডেও প্রবল বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র বোমা ফাটিয়েছেন। টলিউডের বড় নায়ক, নায়িকা, পরিচালকদের বিরুদ্ধে। বলেছেন, বান্ধবী না হলে, বিছানা শেয়ার না করলে কাজ পাওয়া যায় না। প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সৃজিত সহ অনেকের নাম এসেছে তাঁর কথায়। তার জবাব দিয়েছেন স্বস্তিকা। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন অন্যরাও। ফলে বলিউডের মতো টলিউডও এখন বিতর্কের কেন্দ্রে।
ছবি: UNI
9 ছবি1 | 9
বিশেষজ্ঞদের একাংশ অন্য একটা প্রশ্ন তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, মূল ঘটনাটা ঘটেছিল মহারাষ্ট্রে। তাই সেখানকার পুলিশ তদন্ত করবে সেটাই স্বাভাবিক। মহারাষ্ট্রে ঘটনা ঘটলো, বিহারে এফআইআর হলো, সেখানকার পুলিশ তদন্ত করল এটা কী করে হতে পারে। এরপর যদি পশ্চিমবঙ্গের কোনো মামলায় উত্তরপ্রদেশ পুলিশে কেউ এফআইআর করেন, তাহলে কি উত্তরপ্রদেশ পুলিশ পশ্চিমবঙ্গে তদন্ত করতে যাবে? আবার কিছু বিশেষজ্ঞের মতে, বিহারে ভোট আসন্ন। সুশান্তের বিষয়টি সেখানে আবেগের বিষয় হয়ে গেছিল। তাই সিবিআই তদন্ত হওয়ায় তার রাজনৈতিক সুবিধা ক্ষমতাসীন জোট পাবে। আবার বিজেপি সূত্র জানাচ্ছে, এর ফলে শিবসেনাও চাপে পড়তে পারে। তাদের এক বড় নেতার ছেলের বিরুদ্ধেও অভিযোগ উঠছে।
তবে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়ার পর এ সব বিতর্ক অর্থহীন হয়ে গেল। এখন সিবিআই তদন্তে কী উঠে আসে সেটাই দেখার। তদন্তের পর বোঝা যাবে, সুশান্তর মৃত্যু আত্মহত্যা না হত্যা?