1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার করবে মানবাধিকার কমিশন: ড.মিজান

১২ জুলাই ২০১১

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করবে জাতীয় মানবাধিকার কমিশন৷ কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে একথা জানিছেন৷

‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ অভিযোগই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে’ছবি: DW/Harun Ur Rashid Swapan

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান জানান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অধিকাংশ অভিযোগই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে৷ আর এসব অভিযোগের তদন্ত আবার তাদেরকে দিয়েই করান হয়৷ যা ন্যায়-নীতির পরিপন্থী৷ আর এই তদন্ত বিশ্বাসযোগ্যতা পায়না৷ সাধারণ মানুষের ওই তদন্তের ওপর তেমন আস্থা নেই৷

তিনি জানান, একারণে জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যতদূর সম্ভব নিজেরাই তদন্ত করবে৷ এতদিন লোকবলের অভাবে সম্ভব না হলেও সম্প্রতি রাষ্ট্রপতি প্রয়োজনীয় লোকবলের অনুমোদন দিয়েছেন৷ অচিরেই তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হবে৷ তিনি আশা করেন, আগামী এক মাসের মধ্যে কমিশন তাদের তদন্ত কাজ শুরু করতে পারবে৷

ড. মিজান জানান, কমিশন সব ঘটনার তদন্ত করতে পারবেনা৷ তারা বাছাই করে মানবাধিকার লঙ্ঘনের আলোচিত ঘটনাগুলো তদন্ত করবে ও প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে৷ আবার সাধারণ মানুষের আবেদনের প্রেক্ষিতেও তদন্তকাজ পরিচালনা করবে কমিশন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ