1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুষ্ঠু নির্বাচন না করলে বাংলাদেশিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা

২৪ মে ২০২৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বুধবার বিবৃতিতে জানিয়েছেন যে বাংলাদেশে যারা যথাযথভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন না তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি নতুন নীতি কার্যকর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন যে বাংলাদেশে যারা যথাযথভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন না তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের একটি নতুন নীতি কার্যকর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনছবি: Virginia Mayo/AP/picture alliance

ব্লিঙ্কেন জানান, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থার সদস্য এবং তাদের পরিবার এই ভিসা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন৷

নতুন এই নীতির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী যেকোনো বাংলাদেশি নাগরিকের উপর মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপ করা সম্ভব হবে৷ 

গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই বিষয়টি অবহিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷ 

নির্বাচন প্রক্রিয়ার অবমূল্যায়ন বলতে ভোট চুরি, ভোটারদের হুমকি, সংগঠন করার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে বাধা দিতে সহিংসতা; পাশাপাশি রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেয়াকে বোঝানো হয়েছে৷ 

ব্লিঙ্কেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যম সবার৷

তিনি বলেন, ‘‘বাংলাদেশে গণতন্ত্রকে অব্যাহত রাখতে চেষ্টা করা সবাইকে সমর্থন জানাতে আমি এই নীতি ঘোষণা করছি৷''

ব়্যাব যেভাবে মানুষকে ভীতসন্ত্রস্ত করে রাখছে

28:42

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ