যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মাটির নিচে হাসপাতাল বানিয়ে শিশুদের চিকিৎসা করতেন আমানি বালোর৷ তাঁর গল্প এখন পৌঁছলো অস্কারের মঞ্চেও৷
বিজ্ঞাপন
১০ ফেব্রুয়ারি অ্যামেরিকার লস এঞ্জলেসে ঘোষিত হবে ২০২০ সালের অস্কার পুরস্কারজয়ীদের নাম৷ বিশ্বখ্যাত চিত্রতারকাদের সাথে এবার থাকবে সিরিয়ার এক চিকিৎসকের নামও৷
আমানি বালোর সিরিয়ায় সারিয়ে তুলেছেন হাজার হাজার রোগীকে৷ পেশায় শিশু চিকিৎসক আমানি সিরিয়ার গল্প বলে ‘দ্য কেভ' নামের ১০২-মিনিট দৈর্ঘ্যের একটি তথ্যচিত্র৷ অস্কারের সেরা তথ্যচিত্রের পুরস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবিটি৷ আমানির মতে, এই ছবিটির আগাগোড়া বাস্তব, কোনো কল্পনা নেই৷
সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত পূর্ব ঘোটা এলাকায় কাজ করতেন৷ এই অঞ্চল পাঁচ বছর ধরে ছিল ইসলামিক স্টেটের দখলে৷ সেখানে ব্যাপক গোলাগুলি, বিষাক্ত গ্যাসবোমা ও হামলার পরিবেশে দিনরাত আমানি লেগে থাকতেন ক্ষতিগ্রস্ত শিশুদের সারিয়ে তুলতে৷
২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে৷ মাঝে আইএস-এর কারণে সেই যুদ্ধে বিদেশি শক্তিও ঢুকে পড়েছে৷ কে আসলে কার বিরুদ্ধে লড়ছে?
ছবি: picture alliance/abaca/A. Al-Bushy
যুদ্ধ যেন শেষই হচ্ছে না
২০১১ সালে আরব বসন্তের ঢেউ লেগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল৷ সেই সময় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ হারান৷ এরপর সেই যুদ্ধে একসময় বিদেশি শক্তিও ঢুকে পড়ে৷
ছবি: picture alliance/abaca/A. Al-Bushy
আসাদের সমর্থক
সিরিয়ার সেনাবাহিনী ‘সিরিয়ান আরব আর্মি’ বা এসএএ পুরো দেশের নিয়ন্ত্রণ আসাদের কাছে ফিরিয়ে আনতে কাজ করছে৷ এছাড়াও ‘ন্যাশনাল ডিফেন্স ফোর্স’সহ আসাদের সমর্থক কয়েকটি বাহিনী এবং রাশিয়া ও ইরান আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/AP Photo/Syrian Presidency
তুরস্কের ভূমিকা
ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ ছিল তুরস্ক৷ এছাড়া আসাদবিরোধী বিদ্রোহীদেরও সমর্থন দিয়ে আসছে দেশটি৷ তবে কুর্দিদের সহায়তা করা নিয়ে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ সিরিয়ার কুর্দিদের সঙ্গে তুরস্কের ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি’ পিকেকে-র সম্পর্ক রয়েছে বলে তুরস্কের অভিযোগ৷ ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে পিকেক৷
ছবি: picture-alliance/AP Photo/L. Pitarakis
রাশিয়ার ভূমিকা
২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার যুদ্ধে অংশ নিচ্ছে রাশিয়া৷ অবশ্য তারও আগে থেকে সিরিয়ার সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল দেশটি৷ রাশিয়ার আকাশ হামলায় সিরিয়ার বহু সাধারণ নাগরিক নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ রয়েছে৷ রাশিয়ার কারণে যুদ্ধের ঢেউ এখন আসাদের অনুকূলে৷
ছবি: picture-alliance/dpa/Tass/M. Metzel
আইএস-এর বিরুদ্ধে যুদ্ধ
২০১৪ সালের শেষ দিকে আইএস-সব অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে লক্ষ্য করে আকাশ হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট৷ জার্মানিসহ প্রায় ৫০টি দেশ রয়েছে সেই জোটে৷ আইএসবিরোধী এই জোটের কারণে সিরিয়ায় আইএস-এর পরাজয় হয়েছে৷ জোটকে সহায়তা করেছে কুর্দি ও আরব মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’ এসডিএফ৷
ছবি: picture alliance/AP Photo/A.Brandon
বিদ্রোহীদের কথা
‘ফ্রি সিরিয়ান আর্মি’র মতো নন-জিহাদি গোষ্ঠীগুলো আসাদের পদত্যাগ চাইছে৷ এরপর একটি গণতান্ত্রিক নির্বাচনেরও দাবি আছে তাদের৷ তবে বেশ কয়েকটি পরাজয়ের পর এই সংগঠনের অনেক সদস্য কট্টরপন্থি জঙ্গি সংগঠনগুলোতে যোগ দিয়েছেন বলে জানা গেছে৷
ছবি: Reuters
ইরানের সমর্থন
গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দামেস্ককে কৌশলগত ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইরান৷ ইরানের সমর্থনপ্রাপ্ত লেবাননের শিয়া গোষ্ঠী হেজবোল্লাহও আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে৷
ছবি: Atta Kenare/AFP/Getty Images
7 ছবি1 | 7
মাটির নিচে যত লড়াই
২০১৮ সাল থেকে তুরস্কে নির্বাসনে রয়েছেন আমানি৷ যুদ্ধ থেকে নিরাপদ দূরত্বে গিয়েও খুশি নন আমানি৷ তিনি বলেন, ‘‘দেশে থাকলে মানুষের পাশে থাকতে পারতাম৷ চারদিকে এত হানাহনি, অনাহার, মৃত্যু থাকা সত্ত্বেও সেখানে আমি তুলনামূলকভাবে শান্ত ছিলাম৷''
তাঁর কাজের জন্য সম্প্রতি কাউন্সিল অফ ইউরোপ রাউল ওয়ালেনবের্গন পুরস্কার দিয়েছে তাঁকে৷
৩২ বছর বয়েসি আমানিকে এখনও সিরিয়ার স্মৃতি তাড়া করে৷ বিশেষ করে একটি স্কুলের শিক্ষার্থীর কথা বেশি মনে পড়ে তাঁর৷
তিনি বলেন, ‘‘একটি ছেলে ছিল আবদেল৷ ওর বয়েস মাত্র ১১৷ বোমা হামলায় তার সমস্ত সহপাঠীদের সাথে নিজের দুটি পাও সে হারায়৷ আমায় সে দিনরাত প্রশ্ন করত৷ জানতে চাইত কী হচ্ছে বাইরে, কেন যুদ্ধ হচ্ছে, কেনই বা তাদের ওপর বোমা হামলা হচ্ছে৷ আমি কিছুই বোঝাতে পারতাম না৷''
মাটির নিচের সেই হাসপাতালে এক সময় মৃতদেহ রাখার জায়গা ছিল না, স্মৃতিচারণ করেন আমানি৷ কিন্তু সেখানে এক শিশুর জন্মদিন উপলক্ষে সার্জিকাল হাতমোজাকে বেলুন বানিয়ে ওড়ানোর দৃশ্যের মতো কিছু ভালো মূহুর্তও উঠে এসেছে ফিরাস ফায়াদ পরিচালিত এই তথ্যচিত্রে৷
শুধু যুদ্ধই নয়, সুড়ঙ্গের হাসপাতালে মৃত্যুর পাশাপাশি আমানিকে রোজ লড়তে হতো পুরুষতান্ত্রিক চিন্তার সাথেও৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘প্রথম দিকে আমি অন্যদের শুনতাম আমার দক্ষতা নিয়ে প্রশ্ন করতে৷ নারী বলে নিশ্চয়ই ভালো ডাক্তার নই, এমন আচরণেরও সম্মুখীন হয়েছি৷''
১০ ফেব্রুয়ারি লস এঞ্জলেসে অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমানি৷ মার্কিন ভিসাও পেয়ে গেছেন তিনি৷ এখন শুধু পুরস্কার ঘোষণার অপেক্ষা৷
এসএস/কেএম (এএফপি)
অস্কার-দৌড়ে এগিয়ে কারা
আগামী ১০ ফেব্রুয়ারি ঘোষিত হবে এবারের অস্কার পুরস্কারজয়ীদের নাম৷ বর্ষসেরা ছবির দৌড়ে এগিয়ে কারা, জানুন ছবিঘরে....
ছবি: Reuters
কোথায় কবে অস্কার পুরস্কার?
প্রতি বছর অ্যামেরিকার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রদান করে থাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, যা বেশি পরিচিত অস্কার পুরস্কার নামেই৷ ২০২০ সালে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জয়ীদের নাম ঘোষণা হবে ১০ ফেব্রুয়ারি৷ প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি হবে লস এঞ্জেলেসের বিখ্যাত হলিউড ডলবি থিয়েটারে৷
ছবি: Reuters
জোকার
অস্কার পুরস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ চিরকালই বর্ষসেরা ছবি৷ এবারের প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে মোট ৯টি ছবি৷ তার মধ্যে রয়েছে টড ফিলিপস পরিচালিত ‘জোকার’, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকের নজর কেড়েছে অভিনেতা ইওয়াকিন ফিনিক্সের অভিনয়ের জন্য৷ এই ছবিটি হয়তো বিজয়ী হতে পারে, মনে করছে অনেকে৷ বর্ষসেরা ছবি ছাড়াও আরো ১০টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি৷
প্রথম বিশ্বযুদ্ধের ওপর ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস জোকারের সাথে রীতিমত টেক্কা দিচ্ছে অস্কারের দৌড়ে৷ সবকটি বিভাগ মিলিয়ে মোট ১০টি মনোনয়ন পেয়েছে এই ছবি৷ স্যাম মেন্ডেস এর আগে ‘স্কাইফল’, ‘স্পেক্টর’ ও ‘অ্যামেরিকান বিউটি’র মতো অস্কারজয়ী ছবির পরিচালক ছিলেন৷
ছবি: 2019 Universal Pictures and Storyteller Distribution Co., LLC.
ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড
কোয়েন্টিন ট্যারেন্টিনোর ছবি চিরকালই চলচ্চিত্র আগ্রহীদের আলোচনায় থাকে৷ ট্যারেন্টিনোর পরিচালনায় ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ ছবিটি এবার মনোনয়ন পেয়েছে সেরা ছবির বিভাগে৷ হলিউডের সোনালী অধ্যায়ের গল্পের এই ছবিতে অভিনয় করেছেন ব্র্যাড পিট ও লিওনার্ড ডি ক্যাপ্রিও৷ এই ছবিও ১০টি মনোনয়ন পেয়েছে৷
ছবি: Imago Images/Zuma Press/Columbia Pictures
দ্য আইরিশম্যান
মার্টিন স্করসেসি পরিচালিত ছবি ‘দ্য আইরিশম্যান’ মূলত মার্কিন মব মাফিয়ার গল্প বলে৷ এই ছবিটিও ১০ মনোনয়ন পেয়েছে এবারের অস্কারে৷ এর আগে, ২০০৭ সালে স্করসেসি পরিচালিত ‘ডিপার্টেড’ ছবিটির জন্য সেরা পরিচালক হিসাবে অস্কার জেতেন স্করসেসি৷ উল্লেখ্য, আগের বছরের মতো এবারও সেরা পরিচালক বিভাগে কোনো নারী পরিচালক মনোনয়ন পাননি৷
ছবি: Imago Images/Netflix/STX Entertainment
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চলচ্চিত্র সমালোচক- সব মহলেরই এক দারণা৷ এবারের অস্কারে সেরা অভিনেত্রীর শিরোপা জিতবেন রেনে জেলওয়েগারই৷ অভিনেত্রী জুডি গারল্যান্ডের ভূমিকায় তাঁর অভিনয় ইতিমধ্যে তাঁকে এনে দিয়েছে গোল্ডেন গ্লোব৷
ছবি: Imago/D. Hindley
সেরা অভিনেতা: ইওয়াকিন ফিনিক্স
জোকারের ভূমিকায় তাঁর অভিনয়ের জন্য বাফটা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি ইতিমধ্যেই৷ চলচ্চিত্র মহলে গুজব, তাঁকে ছাড়া আর কাউকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া নাকি সঠিক হবে না কোনো মতেই৷ পুরস্কার জিতলে এটাই হবে ফিনিক্সের প্রথম অস্কার৷
চিত্রনাট্যের লড়াই অভিনেতা বা অভিনেত্রীর মতো এতটা একপাক্ষিক হবে না, এমনটাই বলছে সোশাল মিডিয়া৷ একদিকে কোয়েন্টিন ট্যারেন্টিনো, স্করসেসি, অন্যদিকে নোয়া বাউমবাখ- লড়াই হবে সমানে সমানে৷
ছবি: Marriage Story/W. Webb
সেরা বিদেশি ছবির লড়াই
অস্কারের লড়াইয়ে এবার রয়েছে পোল্যান্ড, উত্তর ম্যাসেডোনিয়া, ফ্রান্স, স্পেন ও দক্ষিণ কোরিয়ার একটি করে ছবি৷ শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ হয়তো এবারের বিজয়ী ঘোষিত হবে৷
ছবি: picture-alliance/dpa/Koch Film
জোড়া মনোনয়ন
সেরা বিদেশি ছবি ও সেরা তথ্যচিত্রের বিবাগে একই সাথে জোড়া মনোনয়ন পেয়েছে উত্তর ম্যাসেডোনিয়ার ছবি ‘হানিল্যান্ড’৷ মৌমাছি সংরক্ষকের গল্পের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি পরিচালনা করেছেন লিউবোমির স্টেফানভ ও টামারা কোটেভস্কা জুটি৷