1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সু চি’র অ্যাওয়ার্ড বাতিল

৮ মার্চ ২০১৮

রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন বন্ধ করতে খুব কম উদ্যোগ নেয়ার অভিযোগে মিয়ানমারের অং সান সু চি-কে দেয়া সম্মানজনক একটি অ্যাওয়ার্ড বাতিল করেছে যুক্তরাষ্ট্রের হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম৷

ছবি: Reuters/Stringer

ছয় বছর আগে ‘তাঁর সাহসী নেতৃত্ব এবং নিপীড়ন বন্ধে ও বার্মার জনগণের স্বাধীনতা ও সম্মান রক্ষায় তাঁর ব্যক্তিগত ত্যাগের জন্য’ সু চি-কে ‘এলি ভিজেল অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছিল৷ এলি ভিজেল হচ্ছেন ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের চালানো গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি, যিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় মানবাধিকারের পক্ষে কাজ করে গেছেন৷ এজন্য ১৯৮৬ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারও পান৷

অ্যাওয়ার্ড বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়েসু চি-কে দেয়া এক চিঠিতে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘‘২০১৬ ও ২০১৭ সালে যখন রোহিঙ্গাদের উপর সামরিক হামলা চলছিল, তখন আমরাসহ অনেকে, যাঁরা মানবাধিকার রক্ষায় আপনার কাজের প্রশংসা করেছিলাম, তাঁরা আশা করেছিলাম যে, আপনি সামরিক বাহিনীর নিষ্ঠুরতা বন্ধে এবং রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশে কিছু একটা করবেন৷’’

কিন্তু তার পরিবর্তে সু চি'র দল জাতিসংঘের তদন্ত দলকে সহায়তা করতে অস্বীকৃত জানায় এবং রোহিঙ্গাবিরোধী কথাবার্তায় যোগ দিয়েছে বলে জানিয়েছে হলোকস্ট মিউজিয়াম৷ এমনকি সু চি'র দল রোহিঙ্গাদের গণহত্যা ও বাংলাদেশে তাড়িয়ে দেয়ার বিষয়ে প্রতিবেদন তৈরি করতে যাওয়া সাংবাদিকদেরও বাধা দিয়েছে বলে জানিয়েছে মিউজিয়াম৷

গত নভেম্বরে হলোকস্ট মিউজিয়াম দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাজ করা সংস্থা ফর্টিফাই রাইটসের সঙ্গে মিলে রোহিঙ্গাদের উপর ‘ব্যাপক ও নিয়মিত হামলা’ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল৷

এর আগে আরও কয়েকটি সংস্থা সু চি-কে দেয়া অ্যাওয়ার্ড ও সম্মাননা বাতিল করেছে৷ তবে সেসব বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কিন্তু এবার ওয়াশিংটনের মিয়ানমার দূতাবাস হলোকস্ট মিউজিয়ামের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে আখ্যায়িত করেছে৷ তারা বলছে, যারা রাখাইনের বাস্তব পরিস্থিতি বুঝতে ব্যর্থ, তারাই মিউজিয়াম কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ