1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের ‘প্রক্সি' প্রেসিডেন্ট!

১৫ মার্চ ২০১৬

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন থিন চ৷ ফলে ৫৪ বছর পর প্রথম বেসামরিক প্রেসিডেন্ট পেল দেশটি৷ সংবিধানে বাধা থাকায় প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেননি নোবেলজয়ী অং সান সু চি৷

Myanmar Htin Kyaw Staatspräsident mit Aung San Suu Kyi Parteivorsitzende
ছবি: picture-alliance/AP Photo/A. Shine Oo

মঙ্গলবার মিয়ানমারের সংসদে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেন সাংসদরা৷ এতে ৬৫২টি ভোটের মধ্যে সবচেয়ে বেশি ৩৬০ ভোট পান ৭০ বছরের থিন চ৷

সু চির দল এনএলডি কয়েকদিন আগে প্রেসিডেন্ট পদের জন্য থিন চ-এর নাম প্রস্তাব করেছিল৷ সংসদে এনএলডির আসন বেশি থাকায় তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন৷ এপ্রিলের প্রথম দিন থেকে তাঁর দায়িত্ব নেয়ার কথা৷

১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার শাসন করে আসছিল সামরিক বাহিনী৷ তাদের তৈরি করা সংবিধানের একটি ধারার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সু চি৷ তবে তিনি নিশ্চিত করেছেন, যেই প্রেসিডেন্ট হোন না কেন ক্ষমতা তাঁর (সু চি) কাছেই থাকবে৷ অবশ্য কীভাবে তিনি এই ক্ষমতা প্রয়োগ করবেন তা বিস্তারিত জানাননি৷

১৯৪৬ সালে জন্ম নেয়া থিন চ সম্পর্কে বিশ্ব প্রথম জানতে পারে ২০১০ সালে৷ ঐ বছর সু চি গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছিলেন৷ মুক্তি পাওয়ার পর তাঁর বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশ্য সু চি যখন হাত নাড়ছিলেন তখন তাঁর ডানপাশে ছিলেন থিন চ৷

ছবি: Getty Images/AFP/S. Than Win

সু চির সঙ্গে স্কুলে একসঙ্গে পড়েছিলেন থিন চ৷ এরপর সামরিক শাসকের বিরুদ্ধে লড়াইয়ে সবসময় সু চির পাশেই ছিলেন তিনি৷ তাঁর বাবা মিয়ানমারের প্রখ্যাত কবি ছিলেন৷ এছাড়া এনএলডির সদস্যও ছিলেন৷ থিন চ-এর স্ত্রী বর্তমানে একজন সাংসদ ও তাঁর বাবা একসময় এনএলডির মুখপাত্র ছিলেন৷

থিন চ ১৯৬৮ সালে ইয়াঙ্গনের ইকোনমিকস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানেও লেখাপড়া করেন তিনি৷ বিশ্ববিদ্যালয় শিক্ষকতার পাশাপাশি অর্থ, পরিকল্পনা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা আছে তাঁর৷

অভিনন্দন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৫০ বছরেরও বেশি সময় পর মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট থিন চ-কে অভিনন্দন জানিয়েছেন৷

থিন চ-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷ দুই দেশের সম্পর্ক উন্নয়নে থিন চ-এর সঙ্গে কাজ করার ঘোষণাও দেন তিনি৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

সু চির জায়গায় থিন চ কি মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ