1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের জন্য সুখবর?

৯ নভেম্বর ২০১৫

মিয়ানমারের নির্বাচনে অং সান সু চি-র দলই জিততে চলেছে৷ ক্ষমতাসীন দল ইতিমধ্যেই জানিয়েছে যে, তারা এই হার মেনে নিয়েছে৷ মিয়ানমারের গণতন্ত্রকামী মানুষ এখন শুধু চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়৷ কিন্তু এ নির্বাচন রোহিঙ্গাদের কী দেবে?

Myanmar Parlamentswahl Aung San Suu Kyi
ছবি: Reuters/J. Silva

২৫ বছরের মধ্যে এই প্রথম অবাধ নির্বাচন হলো মিয়ানমারে৷ রোববার অনুষ্ঠিত এ নির্বাচনের প্রাথমিক ফলাফলে অং সান সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় জয়ের পথেই এগোচ্ছে৷ এ পর্যন্ত ঘোষিত ১৬টি আসনের মধ্যে ১৫টিতেই জিতেছে তাঁর দল৷

সু চি-র দল এবং দলের সমর্থকরাও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী৷

ফলাফল ঘোষণা শুরুর আগেই তাই এনএলডি-র সমর্থকদের একরকম বিজয়োল্লাসেই মেতে উঠতে দেখা গেছে৷

তাঁদের এতটা আত্মবিশ্বাসী হয়ে ওঠা যে অমূলক নয় তা অবশ্য ফলাফল ঘোষণা শুরুর পর থেকেই স্পষ্ট হতে থাকে৷ ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)-র বড় বড় নেতাদের পরাজয়ের খবর আসতে শুরু করেছে৷ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংসদের স্পিকারও আছেন সেই তালিকায়৷ ইউএসডিপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্তায় উ নিজের পরাজয় মেনেও নিয়েছেন৷

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অবশ্য নির্বাচনে তাঁর এবং দলের খারাপ ফলাফল দেখে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন৷ তাঁর মতে, ইউএসডিপি মিয়ানমারের জনগণের কল্যাণে অনেক কাজ করেছে আর তাই দল জিতবে এমনটিই আশা ছিল তাঁদের৷ তবে বড় পরাজয়ের শঙ্কার মুখেও ভোটারদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রত্যয় ব্যক্ত করে ইউএসডিপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘‘এখন আমাদের পরাজয়ের কারণ জানতে হবে৷''

নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সু চি ইতিমধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন৷

ভাষণে ঐতিহাসিক এ নির্বাচনে তাঁর দল অন্তত ৭০ ভাগ আসনে জিতবে বলে আশা প্রকাশ করেন৷

মিয়ানমারের জনগণ এ নির্বাচনকে ‘মুক্তির সুযোগ' হিসেবে দেখছে৷ মিয়ানমারে গণতান্ত্রিক শাসনের সূচনাপর্ব হিসেবেও এ নির্বাচনকে দেখছেন অনেক বিশ্লেষক৷ তবে একটি প্রশ্ন রয়েই যাচ্ছে৷ মুসলিম রোহিঙ্গাদের জন্য কি এ নির্বাচন কোনো সুসংবাদ? তেমন কোনো ইঙ্গিত আসলেই দেখা যাচ্ছে না৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ