1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যান্ডেলার মৃত্যুতে প্রতিক্রিয়া

৬ ডিসেম্বর ২০১৩

নেলসন ম্যান্ডেলা আর নেই৷ তাঁর বিদায়ে সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া৷ বর্ণবাদ বিরোধী সুদীর্ঘ লড়াইয়ের জন্য তাঁর প্রশংসা তো হচ্ছেই, ম্যান্ডেলার বিদায়ে নিজেকে অভিবাবকহীনও মনে করছেন অনেকে৷

Nelson Mandela tot
ছবি: Reuters

‘জাতি আজ তাঁর সেরা সন্তানকে হারালো৷ জনগণ হারালো পিতাকে' – বৃহস্পতিবার জোহানেসবার্গে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা এভাবেই দিয়েছিলেন ম্যান্ডেলার চিরবিদায়ের খবর৷ দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলাহীন প্রথম সকালটি যেন অন্য আর দশটি সকালের মতো নয়৷ দেশে অনৈক্যের সুর বাজছে কিছুদিন ধরে৷ শ্রমিক অসন্তোষ চলছে, দারিদ্র্য, দুর্নীতি, বেকারত্ব বাড়ছে- এ সময়ে ম্যান্ডেলাকে আরো বেশি দরকার ছিল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার শান্তিপ্রিয় সাধারণ মানুষ৷ টেম্বিসার তরুণী শ্যারন শুক্রবার সকালে কুবেকা অফিসে যেতে যেতে বলছিলেন, ‘‘এখন হয়তো বিপদ হবে৷ দেশটা হয়তো আরো বর্ণবাদী হবে৷ মানুষ আবার একে অন্যের দিকে তেড়ে যাবে, বিদেশিদের হয়তো ধাওয়া করা শুরু হবে৷''

বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ম্যান্ডেলার দীর্ঘদিনের সহযোগী ডেসমন্ড টুটু বন্ধুকে হারানোর শোক জানাতে গিয়ে বলেছেন, ‘‘আগামীকাল সূর্য উঠবে, পরের দিন, তারপরের দিনও উঠবে, কিন্তু গতকালের মতো ঝলমলে হয়তো আর তাকে মনে হবে না৷ তবে এটাও ঠিক, স্বাভাবিক নিয়মে জীবন চলবে৷''

ম্যার্কেল ‘মাদিবা’-কে শ্রদ্ধা জানান ন্যায়ের পক্ষে লড়াইয়ে তাঁর অনমনীয় দৃঢ়তার জন্যছবি: Guido Bergmann/AFP/Getty Images

বিশ্বনেত্রীবৃন্দও ম্যান্ডেলার মৃত্যুতে শোকাচ্ছন্ন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ‘মাদিবা’-কে শ্রদ্ধা জানান ন্যায়ের পক্ষে লড়াইয়ে তাঁর অনমনীয় দৃঢ়তার জন্য৷ ম্যান্ডেলার ২৭ বছরের কারাবাসের কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘অনেক বছর কারাবন্দি থাকার পরও নেলসন ম্যান্ডেলা ভেঙে পড়েননি বা হাল ছেড়ে দেননি৷ ঐক্য স্থাপনে তাঁর ভূমিকা দক্ষিণ আফ্রিকাকে নতুন রূপ দিয়েছে, সমৃদ্ধ করেছে৷’’

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক বলেছেন, ‘‘বিশ্ব একজন বড়মাপের নেতাকে হারালো৷ তিনি কেবল বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতাই ছিলেন না, তিনি দেখিয়ে দিয়েছেন রাজনৈতিক স্বাধীনতাকে শান্তিপূর্ণভাবেও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দায়িত্বপূর্ণভাবে রক্ষা করতে হয়৷ এটাই আমাদের সবার প্রতি নেলসন ম্যান্ডেলার বাণী৷’’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, ‘‘একটা মানুষের কাছ থেকে এক জীবনে যতটুকু আশা করা যায় তার চেয়ে অনেক বেশি অর্জন করেছেন তিনি৷'' ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘‘পৃথিবী থেকে অনেকটা আলো চলে গেল৷'' ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্মরণ করেছেন ম্যান্ডেলার এক স্মরণীয় বাণী৷ তাঁর কথায়, ‘‘ তিনি বলেছিলেন, ফিলিস্তিনিরা মুক্ত না হলে দক্ষিণ আফ্রিকার বিপ্লব পূর্ণতা পেতো না৷ তাঁর এই ঐতিহাসিক বিবৃতির কথা ফিলিস্তিনিরা কোনোদিন ভুলবে না৷''

মিয়ানমারের অং সান সুচিও ম্যান্ডেলাকে স্মরণ করেছেন মানবতাবাদীদের প্রতিটি সংগ্রামের প্রেরণাদাতা হিসেবে, ‘‘কাউকে কারো গায়ের রং দিয়ে বিচার করা ঠিক নয়, তিনি আমাদের এটা ভালোভাবে বুঝতে শিখিয়েছিলেন৷ এ পৃথিবীকে আমরা বদলে দিতে পারি এটাও তিনিই বুঝিয়েছিলেন আমাদের৷''

এসিবি/ জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ