1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যস্নান নিচ্ছেন? সাবধান কিন্তু...

৩ সেপ্টেম্বর ২০২৪

ভ্রমণের সময় সূর্যের অতিবেগুনি রশ্মি এড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ৷ চর্মরোগ বিশেষজ্ঞরা শরীরের অনাবৃত অংশে সবসময় সানলোশন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, কারণ, বিশ্বব্যাপী ত্বকের ক্যানসারের হার নাটকীয়ভাবে বাড়ছে৷

স্পেনের একটি  সমুদ্র সৈকতে পর্যটকেরা
চর্মরোগ বিশেষজ্ঞরা শরীরের অনাবৃত অংশে সবসময় সানলোশন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন৷ছবি: picture-alliance/imageBROKER/J. Tack

লাল চামড়া, চামড়া উঠে যাওয়া - সূর্যের তাপে এরকম ঝুঁকি আগের চেয়ে বেড়েছে৷ চর্মরোগ বিশেষজ্ঞ ওসে রাডেমাখার এক জার্মান লেকের পাশে হাজির হয়েছেন আজকে৷ এখানে অনেকে সূর্যস্নান করছেন৷ তিনি বলেন, ‘‘আমি আমার ত্বকের যত্ন নেই এবং সবসময় সুরক্ষা ফ্যাক্টর ৫০ সানস্ক্রিন ব্যবহার করি৷ আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং আমাদের ক্লিনিকে এসব ত্বকের ক্যানসারের রোগী দেখি৷’’

এই চর্মরোগ বিশেষজ্ঞ এক ধরনের মাইক্রোস্কোপ দিয়ে এখানে থাকা মানুষদের আঁচিল পরীক্ষা করবেন৷ সূর্যের আলো মাত্রাতিরিক্তভাবে গায়ে লাগলে ম্যালিগন্যান্ট মেলানোমা হতে পারে৷ তিনি তা পরীক্ষা করছেন৷ চর্মরোগ বিশেষজ্ঞ ওসে রাডেমাখার বলেন, ‘‘আমি কি একটু দেখতে পারি? খানিকটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাই৷ মনে হচ্ছে ঠিক আছে... শুধুমাত্র এটাই আমার নজরে এসেছে৷ এটা একটু উঁচু, অনুভব করা যায়৷ এটা একটা নির্ণায়ক৷ খেয়াল রাখবেন৷’’

পরের ব্যক্তি মাত্রই এসেছেন৷ তারা এখনো সানস্ক্রিন গায়ে মাখেননি৷ তার দেহে তেমন কোনো আঁচিল নেই৷ যেগুলো আছে, সেগুলো ক্ষতিকর মনে হচ্ছে৷ তারপরও সূর্যস্নানের আগে তার ক্রিম মাখতে হবে৷ অধিকাংশ সানস্ক্রিন কুড়ি মিনিট পর সুরক্ষা দেয়৷

ভিটামিন ডি-র জন্য আমাদের সূর্যের আলো দরকার৷ সেজন্য সপ্তাহে মাত্র কয়েক মিনিট সূর্যের আলো থাকলেই চলে৷ বিষয়টি আপনি কোন অঞ্চলে থাকেন তার উপরও নির্ভর করে৷ ওয়েদার অ্যাপে থাকা ইউভি ইনডেক্স এক্ষেত্রে সহায়ক৷ ওসে রাডেমাখার বলেন, ‘‘ইউভি ইনডেক্স এক থেকে এগারোর মধ্যে থাকে৷ এগারো হচ্ছে সর্বোচ্চ৷ আমরা এমনটা শুধু নিরক্ষরেখায় দেখি৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ইউভি ইনডেক্স তিন হলেও সানস্ক্রিন ব্যবহার শুরু করা উচিত৷’’

তবে, ইউভি ইনডেক্স তিন-এ ভিটামিন ডিয়ের উৎপাদনও শুরু হয়৷ ফলে আপনার ত্বকের ধরন এবং আপনি কোথায় থাকেন, তার ভিত্তিতে প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হতে পারে৷ প্রাপ্তবয়স্কদের ৪০ মিলিলিটার সানস্ক্রিন ব্যবহার করা উচিত৷

ট্যাটুর জন্য বিশেষ ধরনের সানস্ক্রিন রয়েছে৷ তবে সেটাই ব্যবহার করতে হবে এমন নয়৷ মূল কথা হচ্ছে, রোদে পোড়া থেকে রক্ষা পাওয়া৷ ওসে রাডেমাখার বলেন, ‘‘খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে, ট্যাটু আর্টিস্টকে বলা তিনি যেন কালো কালি দিয়ে আঁচিলের উপর ট্যাটু না করেন৷ কারণ, তখন আর সেগুলোকে শনাক্ত করা যাবে না৷ এখানে তিনি ভালো করেছেন, মাঝখানে অন্য কিছু দিয়েছেন৷’’

লেকের কাছে এবার একটি পরিবারের ত্বক পরীক্ষা করা হবে৷ ওসে রাডেমাখার বলেন, ‘‘মাইক্রোস্কোপ দিয়ে গভীরভাবে নজর দেয়া যাক৷ এখানে আপনি একটি আঁচিল দেখতে পাচ্ছেন, যা পরে ম্যালিগনেন্টে রূপ নিতে পারে৷ এই যুবকের উচিত হবে এটা তুলে ফেলা৷’’

আমাদের দলের বারো জনের মধ্যে তিন জনের ‘সন্দেহজনক' আঁচিল আছে৷ চর্মরোগ বিশেষজ্ঞ ওসে রাডেমাখার বলেন, ‘‘শুরুতেই শনাক্ত করাটা গুরুত্বপূর্ণ৷ সেক্ষেত্রে প্রায় নিরাময় সম্ভব৷’’

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সুরক্ষামূলক পোশাক৷ অধিকাংশ ক্ষেত্রে শুধু শিশুরা এসব পরে৷ অনেক প্রাপ্তবয়স্ক এখনো একটু তামাটে রং পেতে চান৷ 

কাটিয়া ক্রয়েৎসা/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ