1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরশক্তির কার্যকর প্রয়োগ

ক্রিস্টিয়ানে শোয়ারৎস/এসবি৩০ আগস্ট ২০১৩

শুধু সূর্যের তাপ নয় – অদৃশ্য ইনফ্রারেড রশ্মি কাজে লাগাতে পারলে সৌরশক্তি আরও কার্যকর হয়ে উঠবে৷ সোলার সেল-এর পেছনে কালো সিলিকন লাগিয়ে এমনটা করা সম্ভব৷

ছবি: picture-alliance/dpa

সূর্য আমাদের আলো ও উত্তাপ দেয়৷ সৌরশক্তি দিয়ে বিদ্যুতও উৎপাদন করা হয়৷ সোলার সেল সৌরশক্তি ধারণ করে৷ তারপর তা বিদ্যুতে পরিণত করে৷

তা সত্ত্বেও প্রায় এক চতুর্থাংশ সৌরশক্তি নষ্ট হয়৷ কারণ সাধারণ সোলার প্যানেল এখনো সূর্যের ইনফ্রারেড রশ্মি ধারণ করতে পারে না৷ ফ্রাউনহোফার ইন্সটিটিউট-এর বিজ্ঞানী স্টেফান কন্টারমান তা বদলাতে চান৷ তিনি বললেন, ‘‘সূর্যের আলোর স্পেকট্রামের মধ্যে ইনফ্রারেড রশ্মিও রয়েছে৷ আমাদের এই সোলার সেল-এর পেছনে কালো সিলিকন বসানো রয়েছে, যা এই রশ্মিকে বিদ্যুতে পরিণত করতে পারে৷''

সৌরশক্তিকে আরও কার্যকর করতে পারলে তা প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারেছবি: ROBYN BECK/AFP/Getty Images

ফলে নতুন এই প্লান্ট-এর মাধ্যমে সৌরশক্তি থেকে জ্বালানি উৎপাদনের প্রক্রিয়া আরও উন্নত হয়ে উঠবে৷ সাধারণ সোলার সেল-ও সিলিকন দিয়ে তৈরি৷ সেই সিলিকন-এর উপর লেজার প্রয়োগ করলে নতুন ও উন্নত সোলার সেল-এর উপাদান তৈরি করা যায়৷ কন্টারমান আরও জানালেন, ‘‘আমাদের উচ্চশক্তির লেজার পালস উপরের ভাগে পরিবর্তন আনে৷ তারপর সেই রুক্ষ সারফেস-এর উপর সূক্ষ্ম চোঙার মতো কাঠামো তৈরি হয়৷ ফলে প্রায় কোনো প্রতিফলন ছাড়াই আরও অনেক বেশি আলো ধরা পড়ে৷ খালি চোখে দেখলে তখন সেটা কালো মনে হয়৷''

অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি এই রুক্ষ সারফেস জ্বালানির অপচয় হতে দেয় না, আরও বেশি জ্বালানি ধারণ করে৷ কন্টারমান-এর মতে, ‘‘এটা একটা সিলিকন চাকতি, যার উপরটা পালিশ করা৷ তার উপর আমরা লেজার দিয়ে তিনটি অক্ষর খোদাই করেছি৷ এই কালো সিলিকন এবার আমার হাতের উত্তাপ শুষে নিচ্ছে৷ ইনফ্রারেড ক্যামেরার সামনে ‘ওয়েভার' রাখলে আমার হাতের উত্তাপ তার মধ্য দিয়ে গলে যাবে৷ কিন্তু যেখানে লেজারের ছোঁয়া পড়েছে, সেখানে কিন্তু উত্তাপ জমা থাকবে৷''

পরীক্ষায় দেখা যাচ্ছে, যেখানেই কালো সিলিকন রয়েছে, সেখানে সোলার সেল ইনফ্রারেড রশ্মি শুষে নিচ্ছে৷ ডান দিকের ল্যাম্প সাধারণ আলো তৈরি করছে, বামের ল্যাম্প ইনফ্রারেড রশ্মি বিকিরণ করছে৷ সেই বিদ্যুতই চাকাটিকে ঘোরাচ্ছে৷

এর ফলে সৌরবিদ্যুৎ শিল্পে নতুন জোয়ার আসতে চলেছে৷ অনেক কোম্পানি এখনই কালো সিলিকন-এর এই নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে৷ এমনকি সূর্যের আলো ছাড়াই সেগুলি কাজ করতে পারে৷ কন্টারমান বললেন, ‘‘ইনফ্রারেড রশ্মি খালি চোখে দেখা যায় না৷ তাই ঘর অন্ধকার থাকলেও এই উত্তাপ কাজে লাগানো যায়, বিদ্যুতে রূপান্তরিত করা যায়৷''

বড় যন্ত্র বা কারখানাও ইনফ্রারেড রশ্মির উৎস হতে পারে৷ বছর দেড়েকের মধ্যেই হাইনরিশ হ্যারৎস ইন্সটিটিউটের সোলার সেল বাজারে আসবে৷ ফলে গোটা বিশ্বে বিকল্প জ্বালানি উৎপাদনে বিপ্লব আসতে চলেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ