1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্য ভ্রমণ করবে বুধ

৯ মে ২০১৬

এ বছর সৌরজগতের বেশ কয়েকটি বিরল দৃশ্যের সাক্ষী ছিল বিশ্ব৷ কখনও ‘রেড সুপার মুন' তো কখনও ‘মিনি মুন', আবার কখনও অনন্যসুন্দর চন্দ্রগ্রহণ৷ এর মধ্যে কোনোটাই কি আপনি স্বচক্ষে দেখেননি? চিন্তা নেই, ঘটতে চলেছে আরো একটি বিরল ঘটনা৷

একটি সূর্যগ্রহণের ছবি
ছবি: Reuters/Jon Olav Nesvold/NTB scanpix TPX

বিশাল সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হলো বুধ বা ‘মার্কারি'৷ ৯ই মে এই ছোট্ট গ্রহটাই এবার সূর্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অতিক্রম করবে৷ চাইলে এ দৃশ্য আপনিও দেখতে পারেন৷ ৮ লক্ষ ৬৫ হাজার মাইল দৈর্ঘ্যের সূর্যের বিশাল ব্যাস অতিক্রম করার সময় বুধকে অবশ্য দেখতে লাগবে সূর্যের গায়ে একটা ছোট্ট ‘বিউটি স্পট'-এর মতো৷ জানা গেছে, গোটা ঘটনাটা চলবে প্রায় চার ঘণ্টা ধরে এবং প্রায় গোটা বিশ্ব থেকেই দেখা যাবে বুধের এই সূর্য ভ্রমণ৷

‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া'র তথ্য অনুযায়ী, ভারতে এই দৃশ্য দেখা যাবে বিকাল ৪টা ৩২ মিনিট থেকে রাত প্রায় সাড়ে আটটা (বাংলাদেশ সময় বিকাল ৫টা ২মিনিট থেকে রাত প্রায় নয়টা) পর্যন্ত৷ তবে ক্ষুদ্রাকার বুধকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব৷ তাই মহাজাগতিক বিশ্বের এই ঐতিহাসিক ঘটনাটি নিজের চোখে দেখার জন্য নিতে হবে দুরবিন বা টেলিস্কোপের সাহায্য৷

তবে ৯ই মে কোনোভাবে যদি এই দৃশ্য ‘মিস' করেন, তাহলেও মাত্র তিন বছর পরই, মানে ২০১৯ সালের নভেম্বর মাসে আবারো এ দৃশ্য দেখার সুযোগ ঘটবে৷ তবে এতদিন অপেক্ষা করে লাভ কী?

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ