1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসিভক্ত এক আফগান শিশু

১ ফেব্রুয়ারি ২০১৬

নীল-সাদা পলিথিন ব্যাগ দিয়ে তৈরি জার্সি পরেছিল শিশুটি৷ পিঠে লেখা মেসি৷ শিশুটির সেই ছবি নজর কাড়ে লিওনেল মেসির৷ শুরু হয় তার সন্ধান৷

Mortaza Ahmadi Lionel Messi Fan Afghanistan
ছবি: Mahdi Ahmadi

শিশুটিকে খুঁজে পেতে অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি৷ তার নাম মোর্তোজা আহমেদি, বয়স পাঁচ৷ আফগানিস্তানের গজনি প্রদেশের এক গরিব পরিবারে জন্ম৷ মেসি লেখা জার্সি কেনার সাধ্য তার বা তার পরিবারের নেই৷ তাই ভাই হুমায়ুন পলিথিন ব্যাগ কেটে জার্সি বানিয়ে দেয় মোর্তোজাকে৷ সেটার পেছনে মার্কার দিয়ে লেখা হয় মেসি এবং ১০ নম্বর৷ একটা ফুটো হয়ে যাওয়া ফুটবল নিয়ে খেলতো মোর্তোজা৷

ফেসবুকে মোর্তোজার জার্সি পরা ছবি প্রথমে প্রকাশ করেন হুমায়ুন৷ জানুয়ারির মাঝামাঝি সময়কার ঘটনা সেটা৷ এরপর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ এক পর্যায়ে তা পৌঁছে যায় খোদ লিওনেল মেসির কাছে৷

ছবিটি দেখার পর শিশুটির জন্য কিছু একটা করার তাড়না অনুভব করেন মেসি, জানান তাঁর বাবা জর্গি মেসি৷ আফগানিস্তানের ফুটবল ফেডারেশন সোমবার জানিয়েছে, মেসির সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের৷ মোর্তোজার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়ে কাজ করছে তারা৷

আপাতত, আফগানিস্তান, স্পেন বা অন্য কোনো দেশে তাদের সাক্ষাতের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে৷ মেসি আফগানিস্তানে আসতে চাইলে নিরাপত্তা এক বড় বাধা হিসেবে কাজ করবে৷ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এতবড় মাপের একজন ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত যে জটিল কাজ, তা অনেকেই বুঝতে পারছেন৷ কাবুলে অবস্থিত স্পেনের দূতাবাস থেকে বলা হয়েছে, ইউরোপের কোন শহরে মেসির সঙ্গে মোর্তোজার সাক্ষাতের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করবেন তারা৷

মেসিভক্ত মোর্তোজা আহমেদিছবি: Mahdi Ahmadi

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান শাসনামলে খেলাধুলা কার্যত নিষিদ্ধ ছিল৷ কাবুল স্টেডিয়াম ব্যবহার হতো প্রকাশ্যে হত্যা, পাথর মারা আর অঙ্গহানির মতো শাস্তি প্রদানের ভেন্যু হিসেবে৷ তবে দেশটিতে ফুটবল এবং ক্রিকেট – দু'টো খেলাই বেশ জনপ্রিয়৷

এআই/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ