1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তাঁর জীবনে একটি বিশেষ অধ্যায় চলছিল'

২৬ জুন ২০১৭

হ্যাপী থেকে আমাতুল্লাহ৷ ইসলামের পথে ফিরে আসা নায়িকা নাজনীন আক্তার হ্যাপীর জীবনের এই পরিবর্তন নিয়ে সাক্ষাৎকারনির্ভর বইটি এ মুহূর্তে তুমুল আলোচনায়৷ বইটির সহ-লেখক আবদুল্লাহ আল ফারুকের সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷

ফাইল ছবিছবি: Getty Images/AFP

ডয়চে ভেলে: হ্যাপিকে নিয়ে বইটি লেখার আইডিয়া কিভাবে এলো?

আবদুল্লাহ আল ফারুক: চার মাস আগে হ্যাপী ফেসবুকে একটি পোস্ট দেন যে,তাঁর জীবনে যে পরিবর্তন এসেছে,তা নিয়ে তিনি একটি বই লিখতে চান৷ হ্যাপীর ফেসবুকের ফ্রেন্ডলিস্টে কোনো পুরুষ নেই৷ আমার স্ত্রী ছিলেন তাঁর ফ্রেন্ডলিস্টে৷ তাঁর মাধ্যমেই আমি হ্যাপী বা আমাতুল্লাহ'র সঙ্গে যোগাযোগ করি৷ এরপর একসময় আমাতুল্লাহ জানান যে,তিনি অসুস্থ, খতে পারবেন না৷ যদি সাক্ষাৎকারভিত্তিক হয়,তাহলে বইটি লেখা যেতে পারে৷ আমরা এরপর সেভাবেই এগোই৷

সাক্ষাৎকার নেয়ার অভিজ্ঞতা কেমন ছিল?

Faruk Main - MP3-Stereo

This browser does not support the audio element.

আমার স্ত্রী যখন তাঁর সাক্ষাৎকার নেন, তখন পরিপূর্ণ পর্দার ভেতরে, অর্থাৎ এক রুমে আমার স্ত্রী ও আরেক রুমে আমাতুল্লাহ ছিলেন৷ আমার স্ত্রী প্রশ্ন করেন, আমাতুল্লাহ উত্তর দেন৷ আর আমি ও আমাতুল্লাহ'র স্বামী আবদু্ল্লাহ ভাই আরেক রুমে ছিলাম৷ নিজেরা গল্প করছিলাম৷ আমাতুল্লাহ এতটাই ধর্ম মানেন যে, এতদিন আমি তার বাসায় গিয়েছি, তাঁর রান্না খেয়েছি, কিন্তু কোনোদিন তাঁর কন্ঠস্বর শুনিনি৷

তাঁর এই পরিবর্তনের কারণ কী, তা কি বলেছেন?

বইয়ের ১০৪টি প্রশ্নের অধিকাংশই এই বিষয়টি নিয়ে৷ আগের জীবনে তিনি সারাদিন শুটিং শেষে রাতে সাধারণত হিন্দি বা বলিউডের গান, নাটক এসব দেখতেন৷ একদিন হঠাৎ করে ইউটিউবে একটি ইরানি ছবি দেখেন হযরত ঈসা (আ.)-এর ওপর৷ এরপর তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আরেকটি ইরানি ছবি দেখেন৷ এগুলো তাঁর মনে অনেক দাগ কাটে৷ তিনি জানিয়েছিলেন, সেই সময় তাঁর জীবনে একটি বিশেষ অধ্যায় চলছিল, যার কারণে তাঁর মন ভেঙে গিয়েছিল৷ ভাঙা মনে এসব ছবি তাঁকে আরো বেশি মুগ্ধ করে৷ তখন তাঁর উপলব্ধি হয়৷ এরপর তিনি সমস্ত ‘গুনাহর কাজ' ছেড়ে ইসলামের পথে ফিরে আসার সিদ্ধান্ত নেন৷

পুরো সাক্ষাৎকারটি শুনুন অডিওতে৷

আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তবের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ