1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেই সুবর্ণচরে এবার কিশোরী ধর্ষণ

৮ নভেম্বর ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় বাবা-মাকে মারধর করে বেঁধে রেখে মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে৷

প্রতীকী ছবি ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

গত রবিবার রাতে এ ঘটনার পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই পরিবারকে উদ্ধার করে৷

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে৷ ওই কিশোরী ও তার মা-বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
মেয়েটির পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় একটি বাহিনীর ২০-২৫ জন লোক রোববার রাত ১১টার দিকে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়৷ এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে বেঁধে রাখে তারা৷ এক পর্যায়ে ঘরে থাকা মেয়েকে দুইজন ধর্ষণ করে৷

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷

সকালে ওই কিশোরী ও তার মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়৷এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে; হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন জয়নাল৷

ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান নোয়াখালী জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম৷

সুবর্ণচরে সাম্প্রতিক সময়ে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ