1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান’ হলেন ঋত্বিক

৫ ডিসেম্বর ২০১১

গতবার তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ঋত্বিক রোশনকে৷ কিন্তু এবার, অন্য সবাইকে পেছনে ফেলে ‘সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান’, অর্থাৎ এশিয়ার মধ্যে সেরা যৌন আবেদনময় পুরুষের খেতাবটা ছিনিয়ে নিলেন তিনিই৷

AHMEDABAD, NOV 13 (UNI) Actor Hrithik Roshan at a promotional event for his upcoming film "Guzaarish" in Ahmedabad on Saturday UN I PHOTO-37u City : Ahmedabad State : Gujarat Country : India Source : UNI
ঋত্বিক রোশনছবি: UNI

রাকেশ রোশন-পুত্র ঋত্বিকের পুরুষালি সৌন্দর্য বলিউডে তো বটেই, বলিউডের বাইরেও বহুল আলোচিত৷ লম্বা ছিপছিপে গড়ন, চওড়া কাঁধ, সরু কোমর, পেশিবহুল হাত – এসবের নিখুঁত সামঞ্জস্যই তাঁকে ছোট-বড়, কিশোরী-প্রৌঢ়া – সকলের ‘হার্ট থ্রব'-এ পরিণত করেছে৷ আর চেহারার সঙ্গে শান্ত, স্থিতধী মেজাজ যেন নতুন করে নামকরণ করেছে তাঁর৷ ‘গ্রিক গড'৷ হ্যাঁ, এ নামেই এখন সর্বত্র পরিচিত ঋত্বিক রোশন৷

প্রতিবছরই ‘সেক্সিয়েস্ট এশিয়ান ম্যান'-এর এই সমীক্ষাটি চালায় ‘ইস্টার্ন আই উইকলি' নামের একটি পত্রিকা৷ ২০১১ সালে তারা বেছে নেয় এশিয়ার ৫০ জন শীর্ষ তারকাকে৷ আর সেই তালিকা থেকে এশিয়ার মধ্যে সবচেয়ে যৌনআবেদনপূর্ণ পছন্দের পুরুষটিকে একটি ‘ভোটিং' প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেন সারা বিশ্বে ছড়ানো ফ্যানেরা৷ সমীক্ষার ফলাফল অনুযায়ী, এবছর ‘রানার আপ' হয়েছেন শাহিদ কাপুর৷ এছাড়া, তৃতীয় ও চতুর্থস্থানে আছেন শাহরুখ ও সলমন খান৷ গতবছর এই শিরোপাটি পেয়েছিলেন রণবীর কাপুর৷

মুম্বইয়ের একটি ফ্যাশন শো’তে অমিতাভ, শাহরুখ এবং ঋত্বিকছবি: AP

বলিউডের জগতে অভিনয় পারদর্শিতা ও অধ্যবসায় ঋত্বিক রোশনের জুড়ি মেলা ভার৷ ‘অগ্নিপথ' ছবির রিমেক করেছেন পরিচালক করণ জোহর৷ শোনা গেছে, সেই ছবিতে নাকি দাপিয়ে অভিনয় করেছেন ‘যোধা আকবর' খ্যাত ঋত্বিক৷ এবছর জোয়া ও ফারহান আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটি বিদেশের মাটিতেও মেগাহিট হয়েছে৷ তাছাড়া, ছোট পর্দায় ঋত্বিকের প্রথম আবির্ভাব নিয়েও এই মুহূর্তে তোলপাড় টেলিভিশন দুনিয়া৷

এখানেই শেষ নয়, এবছরই ঋত্বিক রোশনের মোমের তৈরি মূর্তি উন্মোচিত হয়েছে লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে৷ ঋত্বিকই হলেন পঞ্চম বলিউড স্টার, যিনি তুসোর জাদুঘরে স্থান পেয়েছেন৷ তাই সব মিলিয়ে, এবছর ঋত্বিক-ম্যাজিক যে আবারো সকলকে মন্ত্রমুগ্ধ করছে – তা বলাই বাহুল্য!

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ