1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোন ব্যবহার

৫ মার্চ ২০১২

স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হয়ে গেল ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’৷ নোকিয়া সেখানে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা সম্বলিত একটি স্মার্টফোন দেখিয়েছে৷ মেলায় উপস্থিত ছিলেন গ্রামীণফোন’এর ঊর্ধ্বতন কর্মকর্তা মো. হাসান৷

The following photo was sent by Md Hasan. I have taken his interview. Mr Hasan has given permission to use the photo.
Md Hasanছবি: Md Hasan

তিনি বলেন, মোবাইল ফোন সংশ্লিষ্ট বিশ্বের প্রায় সব শীর্ষ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে৷ তারা তাদের নতুন নতুন সেট এবং অ্যাপ্লিকেশন মেলায় দেখিয়েছে৷ এছাড়া এই খাতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে৷

গ্রামীণফোনের এই কর্মকর্তা বলেন স্মার্টফোন নিয়ে বেশি আলোচনা হয়েছে মেলায়৷ যেমন - আগামী পাঁচ বছরের মধ্যে জমিতে সেচের কাজে স্মার্টফোনকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ এছাড়া, বর্তমানে দামি এই সেটের মূল্য কীভাবে কমিয়ে আনা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে৷ আগামী পাঁচ বছরের মধ্যে স্মার্টফোনের দাম ৪০ ডলারের (৩,৩০০ টাকা) নীচে নামিয়ে আনার পরিকল্পনা হচ্ছে বলে জানান হাসান৷

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নোকিয়ার ফোনছবি: picture-alliance/dpa

তিনি বলেন, নোকিয়া যে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে এসেছে সেটার প্রতি সবার অনেক আগ্রহ দেখা গেছে৷ তবে কবে ফোনটি বাজারে আসবে এবং এর দামই বা কত হবে সেটা জানায়নি নোকিয়া৷ কিন্তু সংশ্লিষ্টদের ধারণা, অ্যাপল যেদিন আইপ্যাডের তৃতীয় সংস্করণ বাজারে ছাড়বে সেসময় নোকিয়াও তার ফোন বিক্রির ঘোষণা দিয়ে পারে৷

এদিকে বুধবার ‘আইপ্যাড থ্রি' বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কেননা সেদিন একটি সংবাদ সম্মেলন ডেকেছে অ্যাপল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ