1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেতু ভেঙে মৃত্যু এক শ্রমিকের

১৮ মে ২০২৩

পশ্চিমবঙ্গের তমলুকের ঘটনা। ভাঙা ব্রিজের নিচে পাঁচ ঘণ্টা আটকে ছিলেন ওই শ্রমিক।

তমলুক
ছবি: Subrata Goswami/DW

পূর্ব মেদিনীপুরের তমলুকে একটি ভাঙা সেতুর সংস্কারের কাজ চলছিল। কাজ চলাকালীনই সেতুটি ভেঙে পড়ে। যে শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন, তারা সকলেই কম বেশি আহত হন। এক শ্রমিক ভাঙা ব্রিজের নিচে আটকে পড়েন। পাঁচ ঘণ্টা ধরে তাকে উদ্ধারের চেষ্টা হয়। কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

পুলিশ এবং স্থানীয় মানুষ পাঁচ ঘণ্টার চেষ্টায় ২৯ বছরের শেখ শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিলেন। কিন্তু তাম্রলিপ্ত হাসপাতাল জানায়, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় মানুষের অভিযোগ, তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ওই সেতুটি বহুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। বার বার পুরসভার কাছে আবেদন করলেও সেতুটির সংস্কার হয়নি। দিনকয়েক আগে সেতু সংস্কারের কাজ শুরু হয়। বুধবার বেলার দিকে আচমকাই সেতুটি ভেঙে পড়ে। শেখ শাহ আলম এবং নাসিরুদ্দিন ভাঙা সেতুর নিচে আটকে পড়েন। ঘণ্টাখানেকের চেষ্টায় নাসিরুদ্দিনকে উদ্ধার করা হয়। তাকে ভর্তি করা হয়। কিন্তু শাহ আলমকে বার করা যায়নি। প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে বার করা হয়। শাহ আলমের পরিবার জানিয়েছে, উদ্ধারের সময়েও সে বেঁচে ছিল। হাসপাতালের পথে তার মৃত্যু হয়।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ