রোববার দেশজুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে সরকার৷ সেদিন রাতেই ঘোষণা করা হয় তিন দিনের সাধারণ ছুটি৷ বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের ডাকে আজ ‘মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার সারা দেশে সংঘর্ষ, হামলা, গুলি, অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১০৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷ এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, রাজধানীতে ১১ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নরসিংদীতে ৬ জন, কিশোরগঞ্জে ৫ জন, বগুড়ায় ৫ জন, সিলেটে ৫ জন, মাগুরায় ৪ জন, রংপুরে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, পাবনায় ৩ জন, কুমিল্লায় পুলিশের এক সদস্যসহ ৩ জন, শেরপুরে ২ জন এবং জয়পুরহাটে ২ জন নিহত হয়েছেন৷ এ ছাড়া ভোলা, হবিগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ, সাভার, কক্সবাজার, বরিশাল ও গাজীপুরের শ্রীপুরে একজন করে নিহত হয়েছেন৷
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারাদিন উত্তাল ছিল ঢাকা৷ আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ নিহত হয়েছেন ছয়জন৷
ছবি: Sazzad Hossain/DWবাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন প্রতিবাদরকারীরা৷ রাজধানীর শাহবাগ বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানান তারা৷
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Imagesরাজধানীর সায়েন্সল্যাবসহ বিভিন্ন স্থানে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলে৷ আজ থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
ছবি: Sazzad Hossain/DWরাজধানীর বাংলামোটর সড়কে সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়৷
ছবি: Sazzad Hossain/DWবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়া হয়৷
ছবি: Sazzad Hossain/DWআগামীকাল ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ সারাদেশের ছাত্র-জনতাকে এজন্য ঢাকায় আসার আহ্বান জানিয়েছে তারা৷ রোববার এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে৷
ছবি: Sazzad Hossain/DWবাংলা মোটর এলাকায় রূপায়ণ টাওয়ারে হামলার অভিযোগ উঠেছে। সেখানে দেশ রূপান্তরের সাংবাদিকেরা অবরুদ্ধ রয়েছেন বলে জানা গিয়েছে। টাওয়ারের নিচ তলায় আগুন দেয়া হয়েছে। মারধর করার অভিযোগও শোনা গিয়েছে।
ছবি: Sazzad Hossain/DWশাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী ও ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷
ছবি: Mohammad Ponir Hossain/REUTERSরাজধানীর বিভিন্ন এলাকায় রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা উত্তর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম রয়েছেন৷
ছবি: Sazzad Hossain/DW পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে নিহতের এ সংখ্যা জানা গেছে৷ নিহত ৯৮ জনের মধ্যে বিস্তারিত নাম–পরিচয় জানা গেছে ৪৩ জনের৷ তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ জন, পুলিশ ১৪ জন, শিক্ষার্থী ৯ জন, সাংবাদিক ১ জন ও বিএনপির ১ জন আছেন৷ নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের নাম ও ঠিকানা জানা গেলেও পেশা বা রাজনৈতিক পরিচয় জানা যায়নি৷
এপিবি/জেডএইচ