সেনা বাহিনীতে পাঁচ লাখ আসন পূর্ণ করতে চাইছে ইউক্রেন। বিদেশে বসবাসকারী ইউক্রেনীয়দের দেশে ফেরার আবেদন জানানো হচ্ছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুসতেম উমেরভ জার্মান সংবাদসংস্থাগুলিকে জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন এখনো চলছে। ফলে সেনা বাহিনীকে বড় করার প্রয়োজন দেখা দিয়েছে। বর্তমানে যারা সেনা বাহিনীতে কাজ করছেন, তারা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে নতুন উদ্যম প্রয়োজন। ২৫ থেকে ৬০ বছর বয়সি যে ইউক্রেনীয়রা বিদেশে বসবাস করছেন, তাদের কাছে দেশে ফেরার আহ্বান জানানে হচ্ছে। প্রশিক্ষণ দিয়ে তাদের লড়াইয়ে পাঠানো হতে পারে। সব মিলিয়ে সেনা বাহিনীতে পাঁচ লাখ নতুন মুখ চাই বলে জানানো হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
জার্মানির সাহায্য
শীত যত পড়ছে, ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহকেন্দ্রগুলিতে তত বেশি আক্রমণ শানাচ্ছে রাশিয়া। বিদ্যুৎ না পেলে মানুষ ঠান্ডায় মরে যাবেন। এই পরিস্থিতিতে জার্মানি জানিয়েছে, ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতির জন্য তারা অর্থ সাহায্য করবে। শীতে যাতে বিদ্যুৎ সরবরাহ অটুট থাকে, তার ব্যবস্থা করার কথা বলেছে জার্মানি।
কৃষ্ণ সাগর সংলগ্ন এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে একটি ঝড়ের কারণে৷ বিদ্যুৎ সংযোগ ছিন্ন থাকে কয়েকটি জায়গায়৷ প্রবল তুষারপাতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার চারদিক পুরোপুরি সাদা হয়ে আছে৷
ছবি: DOYCHINOV/AFP
অন্ধকার ওডেসা
ইউক্রেনের ওডেসাতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে তুষারপাতের কারণে৷ সংবাদমাধ্যম উক্রাইনস্কা প্রাভদা জানায় যে রোববার রাতে একটি বিদ্যুৎকেন্দ্রের ১১০ মিটার উঁচু চিমনি ভেঙে পড়েছে৷ সোমবার সকাল পর্যন্ত প্রায় দেড় লাখ বাসায় বিদ্যুৎ সংযোগ ছিলনা৷ বাসায় বন্দি হয়ে পড়েন মানুষ৷ স্কুল কলেজও বন্ধ রাখা হয়৷
ছবি: Viacheslav Onyshchenko/SOPA Images/IMAGO
ইউক্রেনে যানজট
ইউক্রনের রাজধানী কিয়েভে শীত এসে গেছে৷ কৃষ্ণসাগরে ঝড়ের প্রভাব এসে পড়েছে এখানেও৷ তুষারের ফলে এক হাজার ৩০০টি ট্রাক ও ৮৪০টি গাড়ি তুষারে আটকে পড়ে বা দুর্ঘটনার সম্মুখীন হয়৷ শীত বাড়ার সাথে সাথে ইউক্রেন কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে দেশটির শক্তি অবকাঠামোতে হামলা চালাতে পারে রাশিয়া৷
ছবি: Oleh Tymoshenko/ZUMA Wire/IMAGO
ক্রাইমিয়াতে বরফশীতল পানির বন্যা
২০১৪ সালে রাশিয়া যে ক্রাইমিয়া উপত্যকার দখল নেয়, সেখান থেকে প্রবল বন্যার খবর পাওয়া যাচ্ছে৷ ঝড়ে এক ৫০ বছর বয়সি পুরুষের মৃত্যু এবং সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ রাশিয়া-সমর্থিত গভার্নার সেরগেই আকসিয়োনোভ জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ প্রাণ বাঁচাতে রবারের নৌকায় চেপে বরফশীতল পানি থেকে পালাচ্ছেন স্থানীয়রা৷
ছবি: Sergei Malgavko/TASS/dpa/picture alliance/dpa
এক মিটার উঁচু তুষার
জমা তুষার ও গাছের ভেঙে পড়া টুকরো বুলগেরিয়ার রাস্তা বন্ধ করে রেখেছে৷ পাহাড়ের মধ্য দিয়ে যাতায়াতের পথ বন্ধ রয়েছে, আকাশ ও রেল এই দুই পথেও ব্যাঘাত ঘটেছে৷ এক হাজারের বেশি শহর ও গ্রামে বিদ্যুৎ যোগাযোগ ছিন্ন৷ চারটি অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে৷
ছবি: Bulgarian News Agency/AP Photo/picture alliance
ঝড়ে কাবু সোচি
রাশিয়ার দক্ষিণাঞ্চলেও ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ সোচির সাগরতীরে আছড়ে পড়ছে উঁচু ঢেউ, ৮৬ কিরোমিটার প্রতিঘন্টা বেগে বইছে বাতাস৷
ছবি: Dmitry Feoktistov/TASS/dpa/picture alliance
আঙ্কারায় তুষার যুদ্ধ
তুরস্কের রাজধানী আঙ্কারায় তরুণরা তুষারের বল ছোঁড়াছুঁড়ি খেলছে৷ ঠান্ডা থেকে বাঁচতে মোটা গরম জামা গায়ে দিতে হচ্ছে তাদের৷
ছবি: Evrim Aydin/Anadolu/picture alliance
7 ছবি1 | 7
বস্তুত, গত শীতেও ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার চেষ্টা করেছিল রাশিয়া। কিন্তু শেষপর্যন্ত তারা সফল হয়নি। এবারও তারা সফল হতে পারবে না বলে মনে করছে ইউক্রেনের।
কিয়েভে ড্রোন হামলা
বৃহস্পতিবার রাশিয়ার একটি ড্রোন সরাসরি কিয়েভের একটি ভবনের মাথায় গিয়ে পড়ে। ভবনটির একাংশে আগুন লেগে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সেনা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, রাজধানীতে বেশ কয়েকটি রাশিয়ার ড্রোন তারা ধ্বংস করেছে কিয়েভের আকাশে। তবে আরো একটি ড্রোনের খণ্ডাংশ থেকে আরো একটি বাড়িতে আগুন লেগেছে।
হাঙ্গেরির বক্তব্য
এদিকে ইইউ-র বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত বাজেট থেকে ইউক্রেনের জন্য খরচ করা যাবে না। ইউক্রেন যুদ্ধের খরচ দেশগুলিকে আলাদা করে ব্যয় করতে হবে।