বলিউড ফিল্মে পাকিস্তানি শিল্পীদের নেবার ‘প্রায়শ্চিত্ত' হিসেবে সেনা তহবিলে ৫ কোটি টাকা চাঁদা দিতে বাধ্য করেছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সর্বাধিনায়ক রাজ ঠাকরে৷ জোর করে টাকা আদায়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়৷
বিজ্ঞাপন
বলিউড ফিল্মে পাকিস্তানি শিল্পীদের নেবার ‘প্রায়শ্চিত্ত' হিসেবে সেনা তহবিলে ৫ কোটি টাকা চাঁদা দিতে বাধ্য করেছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সর্বাধিনায়ক রাজ ঠাকরে৷ এভাবে জোর করে টাকা আদায়ে অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে৷
ভারত ও পাকিস্তানের মধ্যে উরি এবং পাঠানকোট জঙ্গি হামলার জেরে বলিউড ছবির প্রযোজক করণ জোহরকে তাঁর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খানকে অভিনয়ের সুযোগ দেবার ‘প্রায়শ্চিত্ত' হিসেবে ছবিটির মুক্তিলগ্নে সেনা বাহিনীর কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা দিতে বাধ্য করে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সর্বাধিনায়ক রাজ ঠাকরে৷ ছবিটির ‘মুক্তিপণ' হিসেবে এই টাকা না দিলে করণ জোহরের ছবি চলতে দেওয়া হবে না, সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে ছবিটি দেখানো হলে ভাঙচুর চালানো হবে- এমন হুমকি ছিল৷
২৮শে অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা৷ তার আগে এই নিয়ে তুমুল শোরগোল, আপত্তি, প্রতিবাদ৷ সংস্কৃতিমনস্ক নাগরিক সমাজ তো বটেই, খোদ সেনাবাহিনীর তরফেও এই রকম জোর করে সেনা কল্যাণ তহবিলের জন্য টাকা আদায়ে তীব্র আপত্তি জানানো হয়েছে৷ সেনা বাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত পদস্থ অফিসাররা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অ-রাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান৷ সেনা ত্রাণ তহবিলের নামে জোর করে বা ভয় দেখিয়ে টাকা তোলাটা জাতীয় সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার মতো দলগুলির নিছক রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা৷ তাঁরা বলেন, সেনাবাহিনীকে অর্থের জন্য হাত পাততে হয় না৷ যদি কেউ স্বেচ্ছায় দিতে চান, তাহলে অন্যসব নাগরিকের মতো দিতে পারেন৷ নব নির্মাণ সেনার এই কায়দা মেনে নেওয়া যায় না৷
বলিউডের জনপ্রিয় সব মায়েরা
বলিউডের বেশ কয়েকজন নায়িকা সন্তানের মা হয়েছেন৷ এরপরও তাঁরা কাজ চালিয়ে গেছেন, যাচ্ছেন৷ হচ্ছেন জনপ্রিয়৷ ছবিঘরে থাকছে তাঁদের কথা৷
ছবি: Imago/IP3press
রানি মুখার্জি
বুধবার (৯ ডিসেম্বর, ২০১৫) মুম্বইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রানি মুখার্জি৷ আদিত্য চোপড়া ও রানি দম্পতি মেয়ের নাম রেখেছেন আদিরা৷ আদিত্যের ‘আদি’ আর রানির ‘রা’ মিলিয়ে নামটি রাখা হয়েছে৷ এক বিবৃতিতে রানি জানান, ‘‘আদিরার জন্ম বিধাতার দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার৷’’
ছবি: DW/P. Mani Tewari
ঐশ্বরিয়া রাই
সম্ভবত বলিউডের সবচেয়ে বেশি পরিচিত মা তিনি৷ দাদা অমিতাভ, বাবা অভিষেক আর মা ঐশ্বরিয়ার মতো মেয়ে আরাধ্যের খবরও প্রায়ই খবরে পাওয়া যায়৷
ছবি: picture-alliance/epa/I. Langsdon
কাজল
অভিনেতা অজয় দেবগণের সঙ্গে বিয়ের পর পরিবারকেই প্রাধান্য দিয়েছেন কাজল৷ তবে এর মধ্যেও মাঝেমধ্যে ছায়াছবিতে কাজ করতে দেখা গেছে তাঁকে৷ এই দম্পতির নিসা নামের একটি মেয়ে ও যুগ নামের এক ছেলে আছে৷
ছবি: Strdel/AFP/Getty Images
শিল্পা শেঠী
২০১২ সালে ছেলের জন্ম দেন শিল্পা৷ বর্তমানে মুভির সঙ্গে যুক্ত না থাকলেও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আইপিএল-এর টিম রাজস্থান রয়েলস-এর মালিক তিনি৷
ছবি: INDRANIL MUKHERJEE/AFP/GettyImages
মাধুরী দীক্ষিত
বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগ দিয়েছিলেন মাধুরী৷ অরিন ও রায়ান তাঁর দুই ছেলে৷ তারা কিছুটা বড় হওয়ার পর মাধুরী আবারও বিনোদন জগতে ফিরে আসেন৷ বর্তমানে তাঁকে টিভিতে বেশি দেখা যায়৷
ছবি: Getty Images
কঙ্কনা সেন শর্মা
২০১১ সালে ছেলে সন্তানের মা হন অপর্ণা সেনের কন্যা কঙ্কনা৷ তাঁর সন্তানের নাম হারুন৷ এখনও অভিনয়ের সঙ্গে আছেন তিনি৷
ছবি: Getty Images
মালাইকা অরোরা খান
সালমান খানের ভাবী মালাইকা মা হন ২০০২ সালে৷ মাঝেমধ্যেই সিনেমা ও টিভির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি৷
ছবি: Getty Images
সুস্মিতা সেন
বিয়ে করেননি সুস্মিতা৷ তবে দুটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন৷ মনোযোগ দিয়ে তাদের লালনপালন করছেন৷
ছবি: picture-alliance/AP Photo
8 ছবি1 | 8
উল্লেখ্য, সম্প্রতি সেনা কর্তৃপক্ষ যুদ্ধকালীন হতাহতদের ত্রাণ সাহায্যের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই তহবিলে দান করা সম্পুর্ণ স্বেচ্ছাধীন৷ এই দান আয়করমুক্ত করার কথা বিবেচনা করা হচ্ছে৷ দেশের সংস্কৃতিমনস্ক নাগরিক সমাজের কেউ কেউ রাজ ঠাকরের হুমকি দিয়ে এভাবে টাকা আদায় করাকে এক ধরণের রাজনৈতিক তোলাবাজি বলে মনে করছেন৷ ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকার সঙ্গে দুই দেশের শিল্প সংস্কৃতির স্বাভাবিক সংযোগ থাকতে পারে না৷ থাকলে সন্ত্রাসীরা আরো আস্কারা পেয়ে যাবে৷ পাশাপাশি, বলিউড ফিল্ম ইন্ডাষ্ট্রিজকে রাজ ঠাকরে বা তাঁর দল যেভাবে হুমকি দিচ্ছে, তা এক বিপজ্জনক সংকেত দেয়৷ নিজের রুচি ও পছন্দমতো সৃষ্টিশীল কাজ করা এদেশে ক্রমশই কঠিনতর হতে পারে৷ এটাকে কি বলা যায় ? ফ্যাসিবাদ ?
আঙুল উঠেছে মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী ফাড়নাবিসের ভূমিকা নিয়ে৷ কেন তিনি রাজ ঠাকরের মতো জনভিত্তিহীন এক নেতাকে প্রশ্রয় দিলেন ? গত বিধানসভা নির্বাচনে রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনার জায়গা হয়েছিল সবথেকে নীচে৷ সেদিক থেকে তাঁকে কেউকেটা নেতা মনে করার কারণ নেই৷ কারণ নেই তাঁর হুমকিকে আমল দেবার৷ তাহলে মুখ্যমন্ত্রী এই বিবাদের মধ্যস্থতা করতে গেলেন কেন ? আইন শৃংখলা রক্ষায় রাজ ঠাকরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিলেন না কেন ?
অনেকের মতে, বলিউড ফিল্ম থেকে পাকিস্তানিদের তাড়ানোটা চুড়ান্ত দেশপ্রেমের প্রমাণ হয়না৷ পাকিস্তানকে কূটনৈতিক দিক থেকে একঘরে করার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই৷ দ্বিতীয়ত, ফাওয়াদ খানের বৈধ ভিসা আছে৷ কেন্দ্রীয় সরকার তাঁর ভিসা বাতিল করেননি৷ ফাওয়াদ খানের বিরুদ্ধে কোনোরকম বেআইনি কাজের অভিযোগ নেই৷ তা ছাড়া যখন তিনি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির শুটিং করছিলেন, তখন অর্থাৎ গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদী তখন গিয়েছিলেন লাহোরে৷ মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তানি শিল্পীদের ভিসা বাতিল করা হবে না৷ দেশের বিভিন্ন প্রেক্ষগৃহে ছবি রিলিজ করার সময় যাতে কোনোরকম গন্ডগোল না হয় তারজন্য সরকা সব রকম নিরাপত্তার ব্যবস্থা নেবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বোঝাতে চেয়েছেন, মোদী সরকার কতটা সহিষ্ণু ও উদার৷
শাহরুখকে ‘পাকিস্তানের দালাল’ বলল হিন্দু মৌলবাদীরা
হিন্দু মৌলবাদীরা ভারতে যে অসহিষ্ণুতা ছড়াচ্ছে – এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন হিন্দি ছবির সুপারস্টার শাহরুখ খান৷ তাতেই খেপে গেছেন বিজেপিসহ হিন্দু মৌলবাদী অন্যান্য দলের কতিপয় নেতা৷ শাহরুখকে বলছেন ‘পাকিস্তানের দালাল’!
ছবি: Johannes Eisele/AFP/Getty Images
কিং খানের ‘হাফ সেঞ্চুরি’
গত ২ নভেম্বর ছিল ‘বলিউড কিং’ শাহরুখ খানের ৫০তম জন্মদিন৷ জীবনের অর্ধ শতাব্দী পূরণ বলে কথা! বিশ্বের কোটি কোটি ভক্ত এ উপলক্ষ্যে অভিনন্দন এবং শুভকামনায় সিক্ত করেন শাহরুখকে৷
ছবি: Getty Images/AFP/Stringer
শাহরুখের সত্যি বয়ান
জন্মদিনে একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শাহরুখ৷ সাম্প্রতিক সময়ে গরুর মাংস নিয়ে হিন্দু মৌলবাদীরা যে দেশব্যাপী অসহিষ্ণুতা ছড়িয়েছে সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে শাহরুখ বলেছিলেন, ‘‘ধর্মীয় সহিষ্ণুতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আর হয়না৷ ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেশকে অন্ধকার যুগের দিকে ঠেলে দিচ্ছে৷’’
ছবি: picture alliance/ZUMA Press/F. Shamim
বিজেপিতে তীব্র প্রতিক্রিয়া
সাক্ষাৎকারটি প্রচারের পরই বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়ভার্গব টুইটারে লিখে দেন,‘শাহরুখের হৃদয় পড়ে আছে পাকিস্তানে’৷ সেই টুইট পরে প্রত্যাহার করে নিলেও বুধবার তিনি বলেছেন, ভারত অসহিষ্ণু হলে শাহরুখের মতো এক মুসলমান অমিতাভ বচ্চনের পরই দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা হতে পারতেন না৷’’ বিজেপির কয়েকজন নেতা শাহরুখকে ‘মুখ সামলে কথা বলা’র অনুরোধ জানিয়ে বলেছেন, মুখ না সামলালে শাহরুখের ছবি বয়কট করা হবে৷
ছবি: Johannes Eisele/AFP/Getty Images
জঙ্গি নেতার সঙ্গে তুলনা
শাহরুখের সমালোচনা করতে গিয়ে বিজেপির আরেক সাংসদ যোগী আদিত্যনাথ বলেন, ‘‘শাহরুখ এখন হাফিজ সাঈদের ভাষায় কথা বলছেন৷’’ বলিউড ইতিহাসের অন্যতম সেরা সুপারস্টারের সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-ই তৈয়বার শীর্ষ নেতা হাফিজ সাঈদের তুলনা ভারতের সাধারণ মানুষ এবং শাহরুখ ভক্তদের আহত করেছে৷ সংবাদ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের তেমন প্রতিক্রিয়াই জানাচ্ছেন সবাই৷
ছবি: AP
শাহরুখের ধর্মনিরপেক্ষতা
ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে শাহরুখ খুবই উদার৷ তাঁর স্ত্রী গৌরির জন্ম হিন্দু পরিবারে৷ প্রেম করে বিয়ে করার পরেও শাহরুখ কখনো গৌরির ধর্ম বিশ্বাস বা ধর্ম চর্চায় হস্তক্ষেপ করেননি৷ ভক্তদের কাছে ‘এসআরকে’ নামেও পরিচিত মুম্বই মহাতারকা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাড়িতে নামাজ পড়া এবং পূজা করার ব্যবস্থা রয়েছে৷ ছবিতে স্ত্রী গৌরির সঙ্গে শাহরুখ৷