1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা প্রত্যাহারের পরও বিদেশি সাহায্য চায় আফগানিস্তান

৩ ডিসেম্বর ২০১১

২০১৪ সাল নাগাদ আফগানিস্তান ত্যাগ করতে পারে বিদেশি সেনারা৷ কিন্তু সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে যেন সেদেশে বিদেশি সাহায্য ব্যাপকভাবে কমে না যায়, সেই নিশ্চয়তা চায় আফগান সরকার৷

বন সম্মেলনে যোগ দিতে আফগান প্রেসিডেন্ট এখন জার্মানিতেছবি: dapd

গতমাসে বিশ্বব্যাংক এক গবেষণা প্রতিবেদনে জানায়, বিদেশি সেনা প্রত্যাহারের পরও প্রতি বছর আফগানিস্তানের ৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রয়োজন৷ মূলত নিরাপত্তা বাহিনী'র পেছনে খরচ এবং বিভিন্ন বিল মেটাতে এই আন্তর্জাতিক অর্থ সহায়তা প্রয়োজন সেদেশের৷

সোমবার জার্মানির বন শহরে অনুষ্ঠিত হবে আফগানিস্তান সম্মেলন৷ আফগান অর্থমন্ত্রী ওমর জাকিলভাল বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদনকে সমর্থন জানিয়ে বলেছেন, বিশ্বব্যাংকের এই গবেষণা আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার দিকেই ইঙ্গিত দিচ্ছে৷ বর্তমানে বন শহরে অবস্থানরত আফগান অর্থমন্ত্রী বলেন, বিদেশি সহায়তার ব্যাপারে আমাদের নিজস্ব বিশ্লেষণ রয়েছে৷ তবে সেই বিশ্লেষণের সঙ্গে বিশ্বব্যাংকের গবেষণালব্ধ ফলাফলের ব্যবধান খুব বেশি নয়৷

২০১৪ সালের পর কাবুলকে যদি নিরাপত্তা খাতে খরচ কমাতে বলা হয়, তাহলে তালেবান জঙ্গিরা আবারো মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে৷ অন্যদিকে, আফগান সরকার যদি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে খরচ কমানোর বিষয়টি বিবেচনা করে, তবে তা পরোক্ষভাবে জঙ্গিবাদকে উস্কে দেবে৷

আফগান অর্থমন্ত্রী ওমর জাকিলভালছবি: AP

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০১৪ সালের পর বিদেশি সাহায্য ছাড়া আফগান সরকার সেদেশের সেনা এবং পুলিশ বাহিনীর খরচ মেটাতে সক্ষম হবে না৷ ন্যাটো নেতৃত্বাধীন আইসাফ বাহিনীর সেনারা সেদেশ ত্যাগের পর আফগান বাহিনীর সদস্য সংখ্যা হবে সাড়ে তিন লাখের মত৷

ওমর জাকিলভাল জানান, খরচের কারণেই ২০১৪ সালের পর আফগান বাহিনীকে বর্তমানের আকারে ধরে রাখা সম্ভব হবে না৷ ফলে দীর্ঘমেয়াদে এই বাহিনীর আকার ছোট হয়ে আসতে পারে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালে আফগানিস্তান প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তা পেয়েছে৷ সেদেশ থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর আন্তর্জাতিক সমাজের খরচ কমতে পারে৷ তাসত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেদেশের মিত্রদেরকে আরো কয়েক বছর আফগানিস্তানকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে হবে৷

এদিকে, কাবুলের সাধারণ বাসিন্দারা বন সম্মেলনে তাদের দাবি দাওয়া উত্থাপনের আহ্বান জানিয়েছেন৷ কাবুলবাসী মনে করেন, তাদের দেশ ব্যাপক বিদেশি সাহায্য পেলেও সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে না৷ সহিংসতার কারণে বিভিন্ন প্রদেশ ছেড়ে রাজধানীতে আসা আফগানরা মানবেতর জীবনযাপন করছে৷ খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই৷ আফগানরা তাই চায়, তাদের সাধারণ চাহিদার বিষয়গুলো নিয়ে যেন বন সম্মেলনে আলোচনা হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ