1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা মোতায়েন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ ডিসেম্বর ২০১৩

নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ জেলা পর্যায়ে সেনা মোতায়েন করা হয়েছে৷ আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকায় শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান৷ এই অভিযানে এখন পর্যন্ত ৩০ জনকে আটক করার খবর পাওয়া গেছে৷

Bangladesch Wahlen 2014 Militär Unruhen
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images

এদিকে, বিরোধী দলের নেতা কর্মীরা রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি সফল করতে ঢাকার পথে রওয়ানা হয়েছেন৷

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে বুধবার মধ্যরাতে সেনা মোতায়েন করা হয়েছে৷ প্রথম পর্যায়ে ঢাকাসহ জেলা শহরে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা৷ পরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তাঁরা উপজেলা পর্যায় পর্যন্ত যাবেন৷ ‘ইন এইড টু সিভিল পাওয়ার'এর আওতায় তাঁরা নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন৷

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা নির্বাচনকে ঘিরে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন৷ নির্বাচন কমিশন জানায় শীতকালীন মহড়া উপলক্ষ্যে সেনা সদস্যরা আগে থেকেই জেলা সদরে অবস্থান করছিলেন৷ বুধবার মধ্যরাত থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনের কাজে যুক্ত হলেন৷

এদিকে বুধবার মধ্যরাত থেকেই ঢাকা শহরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়৷ তবে এর আগেই তাঁরা জেলা পর্যায়ে অভিযান শুরু করেন৷ পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্যরা এই অভিযানে অংশ নিচ্ছেন৷

ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং আশপাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চিহ্নিত অপরাধী এবং নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারেই এই অভিযান চালানো হচ্ছে৷ পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান এরই মধ্যে ৩০ জন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে৷

বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি৷ তবে মঙ্গলবার রাতে বাংলামোটরে বোমা মেরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে৷ পুলিশ কমিশনার জানিয়েছেন এই মামলার আসামিদের অবশ্যই গ্রেফতার করা হবে৷

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির চারপাশে পুলিশের উপস্থিতি বেড়েছেছবি: Munir uz ZAMAN/AFP/Getty Images

ঢাকার পথে রওয়ানা

সারা দেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা এরই মধ্যে ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে ডয়চে ভেলেকে জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ জানা গেছে, তারা বিভিন্ন কৌশলে ঢাকায় প্রবেশের চেষ্টা করবেন৷ শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ব্যাপক জনসমাগম ঠেকাতেই ঢাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে৷ তাঁরা বিএনপির শীর্ষ নেতাসহ তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে৷ বাসায় চালাচ্ছে তল্লাশি৷ তিনি বলেন সরকারের কাছে সহযোগিতা চাওয়ার পরও পাওয়া যাচ্ছে না৷

বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে নেতাদের দেখা করতে দেয়া হয়নি৷ দেখা করতে গেলে কয়েকজনকে আটক করে পুলিশ৷ দুদু বলেন, তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্ত করা হলে দায় সরকারকেই নিতে হবে৷

বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের আন্দোলন দমন করা হচ্ছে৷ দেশের বিভিন্ন এলাকায় টার্গেট করে ‘কিলিং' করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ