নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ জেলা পর্যায়ে সেনা মোতায়েন করা হয়েছে৷ আর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকায় শুরু হয়েছে যৌথবাহিনীর অভিযান৷ এই অভিযানে এখন পর্যন্ত ৩০ জনকে আটক করার খবর পাওয়া গেছে৷
বিজ্ঞাপন
এদিকে, বিরোধী দলের নেতা কর্মীরা রবিবারের ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি সফল করতে ঢাকার পথে রওয়ানা হয়েছেন৷
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে বুধবার মধ্যরাতে সেনা মোতায়েন করা হয়েছে৷ প্রথম পর্যায়ে ঢাকাসহ জেলা শহরে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা৷ পরে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তাঁরা উপজেলা পর্যায় পর্যন্ত যাবেন৷ ‘ইন এইড টু সিভিল পাওয়ার'এর আওতায় তাঁরা নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন৷
সাফল্য, ব্যর্থতার ২০১৩
বাংলাদেশের জন্য ঘটনাবহুল এক বছর ২০১৩৷ রানা প্লাজায় ধস, নির্বাচন নিয়ে সহিংসতা, মানুষ পোড়ানো, ব্লগার হত্যাসহ হতাশার খবর অনেক৷ তবে সন্তুষ্টিও আছে৷ ২০১৩ সালের আলোচিত ১৩ ঘটনা নিয়ে ছবিঘর৷
ছবি: REUTERS
‘বিজয়চিহ্ন’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পর ‘বিজয়চিহ্ন’ দেখান মোল্লা৷ তার এই বিজয়চিহ্নের প্রতিবাদে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ৷
ছবি: Strdel/AFP/Getty Images
গণজাগরণ মঞ্চ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাসহ অন্যান্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাঁচ ফেব্রুয়ারি রাতে শাহবাগে সমবেত হন অসংখ্য মানুষ৷ ব্লগারদের আহ্বানে সাধারণ মানুষের অংশগ্রহণে এধরনের বিশাল প্রতিবাদ কর্মসূচি আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে৷ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে যাত্রা শুরু করা গণজাগরণ মঞ্চ এখনো বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে৷
ছবি: REUTERS
ব্লগার হত্যা, কারাদণ্ড
গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করে একদল দুর্বৃত্ত৷ ১৫ ফেব্রুয়ারি রাতে তাঁকে নিজের বাড়ির সামনে জবাই করে হত্যা করা হয়৷ এই হত্যাকাণ্ডের পরপরই ইন্টারনেটে একটি মহল রাজীবকে নাস্তিক ব্লগার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে৷ চলতি বছর আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনও (ছবিতে মাঝে) হত্যাচেষ্টার শিকার হন৷ পরবর্তীতে তিনিসহ কয়েক ব্লগার কারাভোগও করেছেন৷
ছবি: Babu Ahmed
জিল্লুর রহমানের চিরবিদায়
২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ তাঁর মৃত্যুর পর এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘‘তিনি ছিলেন একজন আজীবন গণতন্ত্রী মানুষ৷ তাই সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷’’ জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আবদুল হামিদ৷
ছবি: AFP/Getty Images
ভবন ধসে সহস্রাধিক প্রাণহানি
পৃথিবীর ইতিহাসে অন্যতম ভবন ধসের ঘটনা ঘটে বাংলাদেশের সাভারে৷ ২৪ এপ্রিল সকাল ৯ টায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নয় তলা ‘রানা প্লাজা’ ধসে পড়লে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷ রানা প্লাজায় কয়েকটি গার্মেন্টস কারখানা ছিল৷ তাই হতাহতের মধ্যে অধিকাংশই ছিলেন গার্মেন্টস কর্মী৷ এই ঘটনায় গোটা বিশ্বেই সমালোচনার ঝড় ওঠে৷
ছবি: Reuters
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে পাঁচ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করেন কয়েক লাখ হেফাজতে ইসলাম সমর্থক৷ তবে সেদিন তারা মতিঝিল ত্যাগ না করে সেখানে অবস্থান করতে চাইলে নিরাপত্তা বাহিনী রাতের আধারে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়৷ এই অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা এখনো এক অমীমাংসিত বিষয়৷
ছবি: STR/AFP/Getty Images
সতের দিন বেঁচে থাকা
রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে সতের দিন আটকে ছিলেন পোশাককর্মী রেশমা৷ ১০ মে তাঁকে উদ্ধারে সক্ষম হয় উদ্ধারকারী দল৷ এভাবে আটকে থেকেও বেঁচে থাকার ঘটনা গোটা বিশ্বে বিরল৷ রেশমা বর্তমানে ঢাকার ওয়েস্টিন হোটেলে কাজ করছেন৷
ছবি: Getty Images/AFP/STRDEL
বিশ্বকাপে সিদ্দিকুর
চলতি বছর গলফ খেলায় বাংলাদেশকে এক নতুন আসনে নিয়ে গেছেন সিদ্দিকুর রহমান৷ প্রথমবারের মতো গলফ বিশ্বকাপে বাংলাদেশের নাম লেখান তিনি৷ এছাড়া ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিদ্দিকুর রহমান৷
ছবি: Getty Images
১৫২ জনের ফাঁসি
ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে এক বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে পাঁচ নভেম্বর ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত মানুষের ফাঁসির আদেশ আর কখনও হয়নি৷
ছবি: Reuters
মানুষ পোড়ানোর রাজনীতি
২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার আগুনে পুড়ে নিহত হয়েছেন অনেক মানুষ৷ যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানিও কম নয়৷ এছাড়া পুলিশের গুলিতে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে৷ চলতি বছর রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির সংখ্যা দু’শোর বেশি৷
ছবি: Mustafiz Mamun
কাদের মোল্লার ফাঁসি কার্যকর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়৷ মোল্লাকে এভাবে ফাঁসি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, জার্মানি সহ অন্যরা৷ জামায়াতে ইসলামীর সমর্থকরা তাকে ‘শহিদ’ আখ্যা দিয়ে বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে৷
ছবি: Mustafiz Mamun
‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’
পৃথিবীর ইতিহাসে ‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’ তৈরির ইতিহাস গড়েছে বাংলাদেশ৷ স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মানব পতাকা তৈরি করেন প্রায় ত্রিশ হাজার সেনা সদস্য, স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ৷
ছবি: Reuters
বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি
গত বছর ডিসেম্বরে বিরোধী দলের অবরোধের সময় ঢাকায় নিহত দোকান-কর্মচারী বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের ৮ কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত৷ এছাড়া ১৩ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷ ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার আদালত এই রায় ঘোষণা করেন৷ (ফাইল ফটো)
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
13 ছবি1 | 13
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৯ জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা নির্বাচনকে ঘিরে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন৷ নির্বাচন কমিশন জানায় শীতকালীন মহড়া উপলক্ষ্যে সেনা সদস্যরা আগে থেকেই জেলা সদরে অবস্থান করছিলেন৷ বুধবার মধ্যরাত থেকে আগের সিদ্ধান্ত অনুযায়ী তারা নির্বাচনের কাজে যুক্ত হলেন৷
এদিকে বুধবার মধ্যরাত থেকেই ঢাকা শহরে যৌথবাহিনীর অভিযান শুরু হয়৷ তবে এর আগেই তাঁরা জেলা পর্যায়ে অভিযান শুরু করেন৷ পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা এই অভিযানে অংশ নিচ্ছেন৷
ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং আশপাশের এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চিহ্নিত অপরাধী এবং নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতারেই এই অভিযান চালানো হচ্ছে৷ পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান এরই মধ্যে ৩০ জন চিহ্নিত অপরাধীকে আটক করা হয়েছে৷
বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তা জানা যায়নি৷ তবে মঙ্গলবার রাতে বাংলামোটরে বোমা মেরে পুলিশ সদস্য হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে৷ পুলিশ কমিশনার জানিয়েছেন এই মামলার আসামিদের অবশ্যই গ্রেফতার করা হবে৷
ঢাকার পথে রওয়ানা
সারা দেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা এরই মধ্যে ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে ডয়চে ভেলেকে জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু৷ জানা গেছে, তারা বিভিন্ন কৌশলে ঢাকায় প্রবেশের চেষ্টা করবেন৷ শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, ব্যাপক জনসমাগম ঠেকাতেই ঢাকায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে৷ তাঁরা বিএনপির শীর্ষ নেতাসহ তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে৷ বাসায় চালাচ্ছে তল্লাশি৷ তিনি বলেন সরকারের কাছে সহযোগিতা চাওয়ার পরও পাওয়া যাচ্ছে না৷
বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে নেতাদের দেখা করতে দেয়া হয়নি৷ দেখা করতে গেলে কয়েকজনকে আটক করে পুলিশ৷ দুদু বলেন, তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্ত করা হলে দায় সরকারকেই নিতে হবে৷
বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী দলের আন্দোলন দমন করা হচ্ছে৷ দেশের বিভিন্ন এলাকায় টার্গেট করে ‘কিলিং' করা হচ্ছে৷